নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

রৌদ্রের হাইকু-

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:১৬





একটা রৌদ্দুর

মুঠো মুঠো ভরে

ছড়িয়েছে বহুদুর





ভাঙ্গা কাচেরে ফাকে

দুপুরের বেলা

উত্তাপ ঝাকে ঝাকে





জড়ো কারা তাপ

একাকার রোদে

তোমার-ই অভিশাপ





নুন জলা ঘামে

ক্লান্ত দুপুর

রোদ জমে জমে

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২৩

বৃষ্টিধারা বলেছেন: Sundor

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:২৫

রি হোসাইন বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৪৮

নীরব 009 বলেছেন: ভাল লেগেছে। কিন্তু আপনি আমাকে একটু হেল্প করুন। হাইকু মানে কি আমি একদম ভুলে গেছি। জানালে ভাল লাগবে :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২১

রি হোসাইন বলেছেন: হাইকু ( একবচনে "হাইকি") একধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা । তিনটি পংক্তিতে যথাক্রমে ৭, ৫ এবং ৭ জাপানি শ্বাসাঘাত মোরাস মিলে মোট ১৭ মোরাসের সংক্ষিপ্ত পরিসরে একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয় । জাপানি হাইকু একটি লাইনে লিখিত হয় । সেই বাক্যটিতে ১৭টি মোরাস থাকে। সাধারণত একটি ছবি বর্ণনা করার জন্য হাইকু লিখিত হয় । মোরাস ও মাত্রা একই ব্যাপার নয় । ইউরোপিয়গণ ১৭ মোরাসকে ১৭ দল মনে করে হাইকু লেখার সূত্রপাত করে । তাদের দেখাদেখি বাংলা ভাষায় ১৭ মাত্রার হাইকু লেখার প্রচলন হয় । মোরাস, দল ও মাত্রা এক-একটি ভাষার নিজস্ব শ্বাস অনুসারী । সেই অনুজায়ী ১২ মোরাসে ১৭ সিলেবল হয় । ইউরোপে ইমেজিস্ট আন্দোলনের পর ১৭ সিলেবলের পরিবর্তে আরো বেশী সিলেবলের হাইকু লেখা শুরু হয়েছে । জ্যাক কেরুয়াক প্রমুখ মার্কিন কবিগণ স্বীকার করেছেন যে মার্কিন উচ্চারণ জাপানি উচ্চারণ হইতে সম্পূর্ণ পৃথক । তাঁরা ১৭ দল ও তিন বাক্য্ বন্ধন অস্বীকার করে হাইকু লিখেছেন । কিন্তু আমি ১৭ মাত্রা টাত্রা মানিনি . আমি সাধারন ভাবে ৩ লাইনের অনুকবিতা লিখেছে যা জাপানি হাইকু সাদৃশ্য , এই আর কি। ধন্যবাদ

৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১১:০৭

নীরব 009 বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাইকু নিয়ে আমার কাছে কিছু ফাইল ছিল। দীর্ঘদিন চর্চা না থাকার কারণে সেগুলো খুঁজেও পাচ্ছি না। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.