নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রি হোসাইন

কবিতা তার অগ্রজ কবিতার অনুকরন করে কথা বলা মাত্র ...... যারা নতুন কিছু বলে তারা কবি না যতক্ষন পর্যন্ত সেই নতুন কথার অনুকরন না করা হয়।

রি হোসাইন › বিস্তারিত পোস্টঃ

এখন দেশেই তৌরি হচ্ছে উন্নতমানের ফোম, ম্যাট্টেস ও এডহেসিভ এবং সাশ্রয় হচ্ছে কোটি কোটি ডলার।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৪

ফোম ( Foam ) ও ম্যাট্ট্রেস ( Mattress ) কে আগে আমরা বিলাস বস্তু হিসেবেই মনে করতাম। কিন্তু এখন দিন পাল্টেছে। আগে খুব কম পরিবারের এক সেট সোফা থাকতো কিন্তু এখন গ্রামে গঞ্জে বসবাস কারি পরিবার গুলোতেও সোফার ব্যবহার হরহামেসাই হচ্ছে। আর সোফার একটি গুরুত্বপুর্ন উপাদান হলো ফোম। একসময় প্রায় শতভাগ ফোম ই আমদানি করতে হতো। এখন চাহিদা বাড়ার সাথে সাথে দেশেই গড়ে উঠেছে বিশ্বমানের ফোম উৎপাদনের কারখানা। দেশীও উন্নত্মানের রাবার দিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বিশ্ব মানের ফোম ও ফোম জাত পন্য যেমন সলিড ফোম, রিবন্ডেড ফোম, ফোম ম্যাট্ট্রেস, কয়ার ম্যাট্ট্রেস, ম্যাডিকেটেড ফ্লেট ম্যাট্ট্রেস, স্পিং ম্যাট্ট্রেস, পিলো, কুশন, তোশক ইত্যাদি তৈরি করছে এবং বিদেশেও রফতানি করছে। এদের মধ্য চ্যাম্পিয়ন গ্রুপ ( Champion Group ) অন্যতম ফোম ও ফোমজাত পন্যের উতপাদক। চ্যাম্পিয়ন গ্রুপ এর উৎপাদিত পন্য গুলো হচ্ছে Champion Foam , Champion Mattress , Champion Adhesive , Champion Rebonded Foam , Champion Pillow & Cushion and Champion Curtain & Home-Tex .


দেশী পন্যের প্রতি সদাই আমার একটু বেশী আগ্রহ। দেখতে বিদেশী মনে হলেও এই পন্য গুলো দেশী হওয়ায় আমি খুবই অনুপ্রেরিত হয়েছি। আর সবচেয়ে সুখের কথা হচ্ছে অনলাইনেই চ্যাম্পিয়ন গ্রুপের নিজস্ব ওয়েব সাইটে সরাসরি এই পন্যগুলো ক্রয় করা যায়। তাই সকল বন্ধু কে চ্যাম্পিয়ন গ্রুপের ওয়েবসাইটে আমন্ত্রন জানাই। ধন্যবাদ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১

নতুন বলেছেন: আমার ৩টা ম্যাট্ট্রেসের দরকার...

কিন্তু প্রথমে ১টা কিনবো ... সবার ভাল লাগলে পরে আরো ২টা...

Champion Spring Mattress 6’x7′
http://championgroupbd.com/product/champion-spring-mattress-6x7/

দাম কি ১৮৯০০? ঢাকার বাইরে ডেলিভারি দেয়?

১১ ই মার্চ, ২০১৫ রাত ১:৩১

রি হোসাইন বলেছেন: জ্বি, কান্ডিশন পেমেন্টের মাধ্যমে ঢাকার ও চট্টগ্রামের বাইরে ডেলিভারী দেওয়ার ব্যবস্থা আছে! ওটা সর্বোচ্চ খুচরা দাম.। মিঃ পলাশ ০১৭২৪১৯১৮৬০ এই নাম্বারে কল করে অর্ডার কনফারম করতে পারেন। যেহেতু এরা নিজেরাই উৎপাদক তাইল পাইকারি দাম অনুযায়ী দাম ১৫% থেকে ২০% পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারেন। (আমাকে ওই রকমই বলেছিলো)। দরকার হলে আমার নাম (ইকবাল) বলে দেখতে পারেন। (তার সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে!)

২| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৯

এহসান সাবির বলেছেন: দেশী পন্যের প্রতি সদাই আমারও একটু বেশী আগ্রহ।

৩| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৬

মদন বলেছেন: +++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.