নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/
এক জোড়া পাখা ছিল
সবাই যখন ঘুমের দেশে
নামিয়ে আনতাম কাঠের আলমারি থেকে
চুপিচুপি চলে যেতাম পাশের বাড়ির ছাদে
শোঁ করে নিচে পড়তে পড়তে সাঁই করে ছাড়িয়ে যেতাম জাড়ুল গাছের মাথা
ভূবন চিলের মত উড়তাম মধ্যাহ্ণের আকাশে
তাই দেখে সত্যি চিলদের কি ভীষণ বিরাগ আমার প্রতি
মাঝে মাঝে না সূর্যের কাছাকাছি চলে গিয়ে ইকারুসকে খুঁজতাম
মোমের পাখায় ভর দিয়ে বেচারা কত কষ্ট করেই না উড়ছে
আবার কখনো এক খন্ড মেঘের উপর পা ঝুলিয়ে বসে ক্ষণিকের বিরতি নিতাম
বিমানের নিশানায় আচমকা লুকাতাম গাঢ় মেঘগুলোর আড়ালে
অনেকদিন হল পাখাজোড়া খোয়া গেছে
ইচ্ছেমত উড়ে বেড়াবার পাখা আমার
কে যে নিল জানি না
এখন আমি বাধ্য হয়ে হাঁটতে শিখেছি
মাইলকে মাইল হেঁটে দেখে আসি মাঠ ঘাট নদী শহর
তবুও ঘুরে ফিরে কেবলই মনে পড়ে
আমার রংধনু রঙা পাখা দুটোকে।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ভালো লাগলো ভালো লেগেছে জেনে।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: শেষ স্তবক'টা দারুণ।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ অনেক!
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসাধারণ !
সুন্দর কথামালায়
চমৎকার কাব্য।
শুভেচ্ছা রইলো
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সময় নিইয়ে পড়েছেন জেনে ভালো লাগছে। ধন্যবাদ!
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪০
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
জাহিদ অনিক বলেছেন: বাহ ! শেষ স্তবকটা চমৎকার-
হাঁটতে শিখে যাওয়ার পরেও মনে পড়ে পাখাদুটোর কথা-