নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

বই নিয়ে হই চইঃ কিম্ভূত স্বদেশীর অদ্ভূত বিদেশ

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:১১



এই বইটা আসলে একটা তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা খুচরো লেখা এক সাথে জুড়ে দিয়ে বই বানানোর অপচেষ্টা আর কি। তাই এটাকে সংকলন বলাও ঠিক হবে না। বড়জোর টংকলন বলতে পারেন। পাঠককে চালাকি করে সংকলনের নামে যে অখাদ্য গছিয়ে দেয়া হয়, তাকেই বলে টংকলন।

অখাদ্য হলেও আসল উদ্দেশ্য ছিল খিচুড়ি রাঁধা। গোটা দশেক রম্য আর গোটা পাঁচেক ভ্রমনের চাল-ডাল চাপিয়ে ধোঁয়া এক প্লেট খিচুড়ি। কাঁচা মরিচে এক কামড় মেরে পাঠক যেন বিনা টিকেটে ঘুরে আসতে পারেন নান্দনিক কোন ইউরোপীয় দেশে। কখনো, কল্পনার রন-পা ফেলে গ্রীসের সান্তরিনি থেকে এক লাফে ইতালির গার্দা লেকের পাড়ের ছোট্ট শহরে। আবার, ইচ্ছে হল তো ভূমধ্যসাগরের নীল জলে টুপ করে একটা ডুব। জল থেকে উঠেই রোদ ঝলমলে দেশ মাল্টা’র পথে-ঘাটে একটা উদ্দেশ্যহীন চক্কর দিতে মন্দ লাগবে না। ইউরোপীয় অমৃতে অরুচি ধরলে আটলান্টিক নামের বড় পুকুরটা ডিঙ্গিয়ে সোজা উড়াল দেয়া যাবে মার্কিন মুলুকে। সান ডিয়াগোর তীর ঘেঁষে পাথরের চাঁইয়ে জি্রানো সীল মাছের অলস বিশ্রাম দেখে সৈকতে গা এলিয়ে দেবার সাধ জাগলেও জাগতে পারে বৈ কি। আসলে দেশান্তরের তেপান্তরে হারিয়ে যাবার নেই মানা। এমনই টুকরো টুকরো গল্পগুলো নিয়ে সাজয়েছি ‘সোনালি ক্রীট আর শ্বেতপায়রা সান্তরিনি’, ‘কমলা রোদের মাল্টা’ আর বাকি সব ভ্রমনকাহিনী।

প্রবাস জীবনের সুবাদে টো টো কোম্পানি হয়ে ঘুরে ফিরে বেড়ালেও জীবিকার দায়ে কিছু করে খেতে হয় বই কি। একাধিক জায়গায় চাকরি আর গবেষনার সুবাদে বিচিত্র সব মানুষের দেখা মিলেছে আর মিলছে। যেমন ‘কফিময় সকাল ও দেশী ফ্রাউ’ গল্পে বিয়ে পাগলা এক ক্ষ্যাপাটে বুড়োর আবদার টুকে রেখেছি। কিংবা প্রতিদিনের বাসা-টু-অফিস বাদুর ঝোলা ট্রেন যাত্রায় কত না রঙ্গিন চরিত্রের সাথে দেখা হয়। পাগড়ীওয়ালা শিখ সর্দার, পাঁড় মাতাল, আলসে ফকির সবার গল্পই অল্প অল্প করে লিখেছি, ‘পাতালরেলের কাব্য’-এ।

বইয়ের নামটাও বলিহারি। ‘কিম্ভূত স্বদেশীর অদ্ভূত বিদেশ’। রম্য আর ভ্রমনের এই অদ্ভূতুড়ে মিশেলের খিচুড়িতে পাঠকের কদ্দূর কি তৃপ্তি হবে, বলতে পারি না। তবে একটা ঘাউক ঢেকুর শুনতে পেলে লেখকের কানে বড় মিষ্টি লাগতো। সেই আশাতেই সবাইকে বইটার স্বাদ চেখে দেখার নেমন্তন্ন রইলো।

পুনশ্চঃ সম্পাদনা-প্রকাশনার সাথে জড়িত মুশতাক ইবনে আয়ূব ভাইকে অশেষ ধন্যবাদ। অমন ভয়ংকর তাড়া না দিলে এমন অলস মানুষ বই বানানোর ঝক্কিতে যেত না। আর, প্রচ্ছদ শিল্পী জারিন সালসাবিল প্রজ্ঞাকে মন থেকে ভালবাসা। প্রচ্ছদ দেখে কে বুঝবে যে সেটা অভিজ্ঞতার ভারে পেশাদার কোন প্রাজ্ঞ আঁকে নি, বরং এঁকেছে পঁচিশ-ছাব্বিশ বছরের বেনী দোলানো এক দুরন্ত তরুণী, প্রজ্ঞা। সর্বোপরি, প্রকাশকের প্রতি রইল অফুরান আন্তরিক কৃতজ্ঞতা। প্রথম বই। তাও আবার বিনে খরচে। হতদরিদ্রের আসলে কপালই সহায়।

------
এক পলকে
বইয়ের নামঃ কিম্ভূত স্বদেশীর অদ্ভূত বিদেশ
বইয়ের ধরনঃ ভ্রমন, রম্য
লেখকঃ রিম সাবরিনা জাহান সরকার
প্রকাশনীঃ মাতৃভাষা প্রকাশ
প্রচ্ছদশিল্পীঃ জারিন সালসাবিল প্রজ্ঞা
স্টল নম্বরঃ ২০১-২০২
...................................................
ছোট্ট আপডেটঃ মেলা শেষে বইটা রকমারিতে চলে এসেছে এই ঠিকানায়ঃ
https://www.rokomari.com/book/199566/kimvut-swadeshir-odvut-bidesh


মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাঠককে চালাকি করে সংকলনের নামে যে অখাদ্য গছিয়ে দেয়া হয়, তাকেই বলে টংকলন।
..............................................................................................................................
এই অখাদ্যর সফলতা কামনা করছি ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অখাদ্য খেয়ে জানাবেন কেমন লেগেছে। নইলে খিচুড়ি রাঁধাই মাটি।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখার ষ্টাইল ভালো; আশাকরি, পাঠকদের পছন্দ হবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সালাম জানবেন। আশা করি সুস্থ আছেন। আশীর্বাদ করবেন যেন বই ছাপানোর আনন্দ লেখার আনন্দকে ছাপিয়ে না যায়। তাহলেই সর্বনাশ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪১

শের শায়রী বলেছেন: আপনার শব্দচয়ন ভালো লাগছে। এখন সামান্য এ্যাডর্ভাটাইজ। সাফল্য আসবে নিশ্চয়ই। শুভকাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বাকুম বাকুম বিজ্ঞাপন ছাড়া নাকি জমানা অচল। তাই আর কি। দোয়া করবেন।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০২

ইসিয়াক বলেছেন: শুভকামনা রইলো আপু্ ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কৃতজ্ঞতা জানবেন!

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: গ্রেট নিউজ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বইটা কিনে আমার আর প্রকাশকের জন্যেও গ্রেট নিউজের ব্যবস্থা করুন। নইলে এবার দেশে গেলে শাড়ি-চুড়ি বেচে প্রকাশকের খরচ উঠিয়ে দিয়ে আসতে হবে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

পদ্মপুকুর বলেছেন: আমি একটা সৌজন্য বই চাই। মটোগ্রাফসহ (ফ্রি বই দিতে গিয়ে মনের কষ্ট চেঁপে লেখক বইয়ের প্রথম পাতায় আবোলতাবোল যা লিখে, তাকে মটোগ্রাফ বলে).... পরে না হয় দুটো বই ডাবল দামে কিনবো..

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৩৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মটোগ্রাফের জন্যে সৌজন্য বই যে আমি নিজেও কবে পাবো এই বিদেশ বিভূঁইয়ে বসে, সন্দেহ আছে। তার চেয়ে আমাকেই আপনার একখানা ফটোগ্রাফ পাঠিয়ে দিন না। সাথে ডাবল দামে খরিদ করা দুটো বইও থাকলো। হাহা...।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বইয়ের নামটা আসলেই বলিহারি | আর আপনার লেখার স্টাইল অনেক ভালো (আমার আগেই ইতোমধ্যেই একজন সেলিব্রেটি ব্লগার মন্তব্য করে ফেলেছেন, কপি রাইট ভঙ্গ করে ফেললাম নাতো ? :p )

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অলস মানুষ। নাম খুঁজতে শ্রম করতে মন চায় নি। গোঁজামিল দিয়ে একটা নাম ঠিক করা হয়েছে আর কি। ভাল থাকবেন। আর বইটার কিছু গঠনমূলক সমালোচনার আশা করছি। সামনে কাজে দিতে পারে।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

নীল আকাশ বলেছেন: অভিনন্দন রইলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কৃতজ্ঞতা জানবেন আর দোয়া করবেন।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৯

নেওয়াজ আলি বলেছেন: দক্ষ হাতের কমনীয় প্রকাশ

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই। বই পড়ার দাওয়াত থাকলো।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২৫

এমজেডএফ বলেছেন: অভিনন্দন ও শুভকামনা। আপনার বইটি তালিকায় রাখলাম, সংগ্রহ করে পড়বো।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এই সবাই লেখকের যুগে আমরা পাঠকেরা সংখ্যালঘু হয়ে গেছি। আপনি পড়লে আমার অনেক শান্তি লাগবে। অগ্রীম ধন্যবাদ।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০৩

আনমোনা বলেছেন: চাল এবং ডালের স্বাদ আগেই ব্লগে পেয়েছি। সুতরাং জানি খিচুরীটা খুবই সুস্বাদু হবে। নিজে বইমেলায় যেয়ে কিনতে পারবোনা, তবে চেনাজানাদের এই খিচুরীর খবর অবশ্যই জানাবো।
আপনার সাফল্য কামনা করি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:১৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খিচুড়ির দুই কপি আমার মা কিনেছে। তৃতীয় কপি কেউ কিনেছে কি না জানি না। হাহা...। আপনি বন্ধুমহলে একটু রটিয়ে দিলে মন্দ হত না।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৯

আকতার আর হোসাইন বলেছেন: বইয়ের মূল্য কই?
কই প্রচ্ছদ শিল্পীর নাম? এগুলো সংযোজন করে দিলে হয়তো ভালো হবে।

টংকলন!!! হাহাহ.. লেখার স্টাইল আর শব্দচয়ন তো বেশ ভালো।
আপনার জন্য শুভকামনা রইলো। সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কি আজব দেখুন তো। বইয়ের দাম ব্যাপারটা মাথায় আসে নি এই অবধি। প্রকাশককেও প্রশ্ন করতে ভুলে গেছি। অবশ্য এক পাঠককে জিজ্ঞেস করেছি। আশা করি তার কাছ থেকে দ্রুতই মূল্য জেনে যাব। বইয়ের কপি বিদেশে বসে এখনো পাই নি। কবে পাবো, সেও জানি না। তাই জ্ঞানের এই হাল। আর প্রচ্ছদশিল্পীর নাম জুড়ে দিয়েছি পরামর্শ মোতাবেক।
কৃতজ্ঞতা জানবেন। নইলে অজ্ঞই রয়ে যেতাম।

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১৩

মা.হাসান বলেছেন: যে দুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই লেখা , তাদের রিঅ্যাকশন কি?
প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে।
বিক্রিও সেরকম হোক এই কামনা রইল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তারা প্রত্যাশা মাফিক হতভম্ব।
আশা করি বইটা কিনে প্রকাশকের এক ধাক্কায় তিন'শ কপি ছাপানোর ক্ষতি কিছুটা হলেও লাঘব করবেন। হাহা...।

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: হাহা... কি যে বলেন। প্রচ্ছদ শিল্পীর কথা তো পোস্টে উল্লেখ করা আছে সেখছি। কিন্তু নীচের দেয়া তথ্যের সাথে ছিল না বলে জানিয়েছি।।

বসন্তের শুভেচ্ছা জানবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা!

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৭

আহমেদ জী এস বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার,




আপনার এই লেখাটি দেখেছি প্রথমদিনই। ভেবেছি বইটি কিনে মন্তব্য করে যাবো।
বইটি কিনেছি ১৪ই ফ্রেব্রুয়ারীর দিনটিতে। কারন ঐ একদিনই মেলাতে গিয়েছিলুম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আহমেদ ভাই, এই মমতা কোথায় রাখবো বুঝতে পারছি না। অধমের অশেষ কৃতজ্ঞতা জানবেন।

১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩২

মনিরা সুলতানা বলেছেন: হু হু বই বই !! এখন ও হাতে আসে নাই ।
নাই বা আসুক আমার হাতে , পাঠকদের হাতে হাতে উঠে আসুক ;
শুভ কামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপু, বইটা নিজের হাতেও আসে নি। খুব শিগগিরই আসার সম্ভাবনাও ক্ষীণ। তবে এক আধ জন ছবি পাঠিয়েছেন। তাই দিয়ে ঘোলেই স্বাদ মেটানো আর কি।

১৮| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪২

মলাসইলমুইনা বলেছেন: মার্চের প্রথম সকালেও একুশে ফেব্রুয়ারির চেতনায় উদ্দীপ্ত হলাম আপনার বই প্রকাশের রিমঝিম আনন্দ সংবাদ শুনে। মনে হচ্ছে বইয়ের অনেকগুলো লেখা পড়া হয়েছে । সেই লেখার অনেকগুলোতে ভালো লাগার কথাও বলেছি । কিন্তু বইয়ে আপনার সম্পর্কে নতুন একটা তথ্যে খুবই প্রীত হলাম।আপনি চির হরিৎ অরণ্যের মতোই চির অসামাজিক থাকুন পরিচিত সার্কেলে । তাতে দাওয়াত টাওয়াত কম খাওয়া হবে আর তাতে আশাকরি আনপ্রোডাক্টভ গল্প আড্ডাও কম হবে। সেই সময়টুকু বড়ং ব্লগে লেখা লিখে সবাইকে প্রোডাক্টিভ খুশিতে ভরিয়ে রাখুন । খুব খুশি হয়েছি আপনার বই পাবলিশড হয়েছে সেটার জন্য তা আবারও জানাচ্ছি । বিলেটেড হ্যাপি নিউ ইয়ার

০২ রা মার্চ, ২০২০ রাত ২:২৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: খুব ভাল লাগার এই কথাগুলো রুমালে মুড়ে মনের আলমারিতে রেখে দিলাম। এই উৎসাহের দাম অনেক। এই দামে একটা আস্ত হাতি কিনে ফেলা যায়।
আপনিও ভাল থাকবেন। অফুরান শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.