নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হইচই, হট্টগোল এড়িয়ে চুপচাপ, নিরিবিলিতে লুকিয়ে থাকতে ভাল লাগে।

রিম সাবরিনা জাহান সরকার

যা-ই লিখি, কাঠবিড়ালীর মত এখানে জমিয়ে রাখি। https://rimsabrina.blogspot.com/

রিম সাবরিনা জাহান সরকার › বিস্তারিত পোস্টঃ

নভোনীল (অসম্পূর্ণ লেখা)

০৪ ঠা জুন, ২০২০ রাত ২:০০

পর্ব ১

দুই ক্লাসের মাঝের আধা ঘন্টা ফাঁকে কার্জন হলের মাঠে বিশ-একুশের ফর্সা মত যে ছেলেটা নুয়ে নুয়ে বাদামের ঠোঙ্গা আর আইস্ক্রিম-চিপ্সের প্যাকেট কুড়িয়ে বড় একটা কাগজের ব্যাগে পুরে ফেলছে আর বার বার মনের ভুলে শূন্য কব্জিতে ঘড়ি দেখছে, তার নাম নভো। চাইলেই সে নীল জিন্সের পকেট থেকে ফোনটা বের করে সময় দেখতে পারে। কিন্তু ইচ্ছে হচ্ছে না। আর ক্লাসের সময় যে হয়ে এসেছে নভো সেটা বেশ বুঝতে পারছে। কারন, সব মিলিয়ে বাহাত্তরটা ঠোঙ্গা-ঠাঙ্গা তুলেছে সে আজকে। পরশুদিন জ্যুলজি বিভাগের পুকুর পারের সামনে থেকে এরকম একশোটা তুলতে সময় লেগেছিল চল্লিশ মিনিট। সেই থেকে নভোর একটা হিসাব দাঁড়িয়ে গেছে। এই হিসাবের কাছে ঘড়ির টিকটিক এখন ফেল।

কাগজের ব্যাগটা একরকম মুচড়ে বন্ধ করে নভো চওড়া কাঁধে সোজা হয়ে দাঁড়ালো। রুক্ষ-মসৃন গালে এক স্রোত রক্ত এসে জমেছে। শুভ্র কপালে নীল শিরার উঁকিঝুঁকি। আর খাড়া নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। ময়লা হাতে ঘাম মোছারও জো নেই। নভোর চোখে মুখে বিরক্তির বিদ্যুৎ খেলে গেল। ভুরু কুঁচকে ধ্যাৎ না কি যেন একটা বলল, বোঝা গেল না। হাত ধোয়া দরকার। তারপর খুঁজে পেতে দেখলো ফিজিক্স বিভাগের গা ঘেঁষে ছোট্ট কলতলাটা। নভো মাথা ঝুঁকিয়ে বুকে ঠেকিয়ে ক্লান্ত পা বাড়াল সেদিকে। ছেলেটার চেহারায় একটা চমক আছে। সেটা হঠাৎ চোখে পড়ে না। কিন্তু পড়লে দেখা যায় নিকষ কালো মনি ধক্ধক্ করে জ্বলছে। নভো তার চোখের ব্যাপারটা জানে। তাই মাথা ঝুঁকিয়ে এই অবাধ্য বস্তু দু’টোকে লুকাতে সে সদা ব্যস্ত।
নভোর নামটা আকাশ হলে বেশ মানাতো। কিন্তু তার বদলে রাখা হল নভোনীল। বেশি কাব্যিক শোনায় বলে স্কুল-কলেজের বন্ধুরা ক্ষ্যাপানোর অফুরন্ত সুযোগ পেত। ‘এই যে আসছে আমাদের সবেধন নিলমনি নভোনীল... ইত্যাদি। এই ভুল আর করা যাবে না এবার। তাই সে মাঝখান থেকে কাঁচি চালিয়ে নামটা ছোট করে নিয়েছে। ফার্স্ট ইয়ারের এই তিন দিনে বন্ধু তার এখনো তেমন হয়ে ওঠে নি। কিন্তু তীব্র দৃষ্টির সুদর্শন ছেলেটা যে নভো, সেটা সবার জানা হয়ে গেছে। তার উপর একহারা গড়নের জন্যে তাকে আলাদা করে বেশ চেনা যায়। নভোর চেয়েও লম্বা-ঢ্যাঙ্গা আছে জনা কয়েক। কিন্তু ছোটবেলা থেকে ক্রিকেট-ফুটবল, সাঁতার,সাইক্লিং করে বেড়ানো দুরন্ত স্বভাবটা তাকে গড়ে-পিটে এমন এক খেলোয়াড়ী আদল দিয়েছে যে হঠাৎ চোখে পড়লে ধাতস্থ হতে সময় লাগে। তাকে নিয়ে ক্লাসমেট মেয়েগুলোর হালকা ফিসফাস তার কানে এসেছে। কিন্তু পাত্তা দেয়ার ইচ্ছা কিংবা সময় কোনটাই নভোর নেই। অন্তত তার নির্লিপ্ত হাবভাব তো তাই বলে।

এই অদ্ভূত ছেলেটার আজব কারখানা এতক্ষন কৃষ্ণচূড়া গাছটার ছায়ায়, সামান্য আড়াল থেকে চেয়ে চেয়ে দেখেছে আরেকটা অদ্ভূত মেয়ে। তার নাম মৃন। নিজের নাম নিয়ে তার নভোর মতই অস্বস্তি। নামটা আসলে মৃন্ময়ী। নভোর মতই সে ফুলহাতা জামাটা কেটে হাফহাতা বানিয়ে নিয়েছে। নব্বইয়ের দশকের শেষের দিকে কি ছেলেমেয়ের নাম নিয়ে বাবা-মা’রা কোন ধরনে ম্যাস-ক্রিয়েটিভ খেলা খেলেছিলেন বোধহয়।

পর্ব দুই (লেখকঃ ব্লগার পদ্মপুকুর)
পর্ব তিন (লেখকঃ ব্লগার মেঘশুভ্রনীল)
পর্ব চার (লেখকঃ ব্লগার খায়রুল আহসান

পর্ব ৫ লেখার আন্তরিক আহবান জানাই। সৌহার্দ‍্যের কলম ঘুরে বেড়াক সব ব্লগারের হাত ধরে।

মন্তব্য ৬৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ রাত ২:২৮

চাঁদগাজী বলেছেন:


নভোকে নভোমন্ডলে তোলার উদ্দেশ্য কি, ভাষা নিয়ে খেলা করা, নাকি আসলে কোন মানব সন্তানের সঠিক চরিত্র রচনা করা?

০৪ ঠা জুন, ২০২০ রাত ২:৩৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কোনটাই না। হেলা ফেলা টাইপ লেখা। গোল পাকিয়ে ছুড়ে ফেলা লেখা। এক ধরনের পিলো পাসিং। কেউ চাইলে বাকিটা লিখতে পারে।

২| ০৪ ঠা জুন, ২০২০ রাত ২:২৯

রাজীব নুর বলেছেন: সম্পূর্ণ হোক।

১৮ ই জুন, ২০২০ রাত ২:২৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ!

৩| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৫:৩০

নেওয়াজ আলি বলেছেন: লেখা পড়ে বিমোহিত  হলাম।

১৮ ই জুন, ২০২০ রাত ২:২৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৬:২৬

আনমোনা বলেছেন: রাজীব নুর বলেছেন: সম্পূর্ণ হোক। একমত
পরের পর্ব.......

১৮ ই জুন, ২০২০ রাত ২:২৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমিও অপেক্ষা করছি।

৫| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:২৮

এম এ হানিফ বলেছেন: নভোনীল পূর্ণতা পাক। লেখায় সাহিত্যের ছোঁয়া আছে।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৩০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: জল-পানি না পড়লে সাহিত্যের পাতা গজায় না যে।

৬| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১১:৩২

কাছের-মানুষ বলেছেন: লেখাটি পরিপূর্ন্য করুন। লেখার সাহিত্য মান ভাল।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৩১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: পরিপূর্ণ হচ্ছে কিছুটা। বাকি ব্লগাররা লিখছে।

৭| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:০৩

পদ্মপুকুর বলেছেন: এই নেন দ্বিতীয়পর্ব।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৩৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: পর্ব পাঁচ আঁটুন। খায়রুল আহসান স্যারকে পর্ব চারের জন্যে অনুরোধ করবো ভাবছি।

৮| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনার অংশ পড়লাম + পদ্ম পুকুরের দ্বিতীয় অংশ ও পড়লাম।
বরাবরের মতই আশায় আছি ,রিম সাবরিনা,পদ্ম পুকুর বা অন্য কেউ গল্পের ধারাবাহিকতা বজায় রেখে একটা পরিণতি টানবেন ।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৩৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ব্লগার মেঘশুভ্রনীল-এর তৃতীয় পর্বও পড়ার আমন্ত্রন রইল।

৯| ০৫ ই জুন, ২০২০ রাত ১২:১০

মা.হাসান বলেছেন: পাসিং পিলোর আইডিয়া চমৎকার।
আমিও ২য় পর্ব লিখলাম, নিচে--

একদিন করোনা এলো, নভোনীল আর মৃন্ময়ী দুজনেই করোনায় মরে গেলো।
- শেষ।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৩৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এলো না বেলো না, কলা পাতার ঝুম হয়ে শেষ হয়ে যাবে ধরেই রেখেছিলাম। ব্লগার পদ্মপুকুর আর ব্লগার মেঘশুভ্রনীল
মিলে ফুঁ দিয়ে সলতেটা জ্বালিয়ে রেখেছে এখন পর্যন্ত।

১০| ০৮ ই জুন, ২০২০ রাত ১২:৪৩

মেঘশুভ্রনীল বলেছেন: আপনার ও ব্লগার পদ্ম পুকুরের ‘পিলো পাসিং’-এ অনুপ্রাণিত হয়ে গল্পটির তৃতীয় অংশ লেখার অপচেষ্টা করলাম।

নভোনীল (তৃতীয় পর্ব)

০৮ ই জুন, ২০২০ ভোর ৪:৪০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এত বড় সারপ্রাইজ আশাতীত!!

১১| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:০৭

মনিরা সুলতানা বলেছেন: দারুন ভাবে শুরু হয়েছে ! চমক আছে ।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৩৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপু, আমরা সবাই মিলে লিখছি গল্পটা। আপনিও একটা পর্ব লিখুন না। খারাপ হবে না, চোখ বুজে বলে দিতে পারি।

১২| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৪৫

খায়রুল আহসান বলেছেন: হেলা ফেলা করে লেখা, পরে দলা পাকিয়ে সেটাকে ছুঁড়ে ফেলা, আবার সেটাকেই দু'জন গল্পকার কুড়িয়ে নিয়ে সযত্নে পরিচর্যা করা, ব্লগের এ নতুন ট্রেন্ডটাকে আমার ভীষণ পছন্দ হলো। বাকী দু'জনেরটা এখনো পড়িনি, তবে মূল লেখক যেটাকে হেলা ফেলা করে লেখা বলেছেন, সেটাকে সামঞ্জস্যপূর্ণ পরিণত রূপ দিতে আমার অন্ততঃ হিমসিম খেতে হবে, একথা বলাই বাহুল্য।
হীরকসম নিকষ কালো মনি দুটোকে নভোর সামলে রাখার বর্ণনাটা পার এক্সেলেন্স হয়েছে।
মৃন ও নভো - মূল নাম দুটো যেমন অত্যাধুনিক ও চমৎকার, সেগুলোর এ সংক্ষিপ্ত রূপটা যেন তার চেয়েও বেশী।
চমৎকার এ গল্পমূলে তৃতীয় ভাল লাগা (+) রেখে গেলাম।

১৮ ই জুন, ২০২০ রাত ২:৪১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ধন্যবাদ জানবেন। পর্ব চার আপনার কলম থেকে আসুক। সময় লাগুক। কিন্ত ব্যাপক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকবো। এই ট্রেন্ড ছড়িয়ে ছিটিয়ে থাকা সব ব্লগারদের এক করে দিক। এই সামান্য আশাটুকু রাখতে ইচ্ছে করছে।

১৩| ১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৪

পদ্মপুকুর বলেছেন: আমাদের পর্বটার লিংক যোগ করে দিয়েছেন, ধন্যবাদ

২০ শে জুন, ২০২০ ভোর ৫:০০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনাকেও পাল্টা ধন্যবাদ। একাধিক কারনে।

১৪| ১৮ ই জুন, ২০২০ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: আপনার বিনয়ী অনুরোধটা রক্ষা করতে পেরে আমি আনন্দিত।
এটা যদি ভাল না লাগে, তবে অন্য কেউ একজন আরেক কিস্তি চতুর্থ পর্বটি লিখে দিলে আমি কিছুই মনে করবো না, বরং কৃতার্থ বোধ করবো।

২০ শে জুন, ২০২০ ভোর ৫:০৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমরা বাকিরা যে কি খুশি হয়েছি, এতক্ষনে বুঝে গেছেন নিশ্চয়ই। অনেক অভিনন্দন আর শ্রদ্ধা।

১৫| ১৯ শে জুন, ২০২০ বিকাল ৪:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও একসময় এরূপ লেখার কথা ভেবেছিলাম। একেকটা পর্ব একেকজন ব্লগার লিখবেন। কিন্তু সময়ের চাদরে সেটা বহুদিন আগেই চাপা পড়ে গেছে।
আপনি সেটা বাস্তবে করেছেন। চমৎকার একটা উদ্যোগ। সাধুবাদ জানাচ্ছি।

প্রত্যেকটি অংশ পড়ার ইচ্ছে রইলো। জানি না কতটুকু সফল হবো, তবে আপনাদের সফলতা কামনা করছি।

ভালো থাকুন :)

২০ শে জুন, ২০২০ ভোর ৫:০৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ইচ্ছাপূরণের সুযোগ কিন্তু হাতের নাগালেই আছে। খালি ইচ্ছে করুন।

১৬| ১৯ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

আহমেদ জী এস বলেছেন: রিম সাবরিনা জাহান সরকার,




বোঝা যায়, হৃদয়ের বাঁকে বাঁকে এখনও কোরাল দ্বীপের হীরে পান্নার মতো বিশ্ববিদ্যালয়ের দিনগুলোও ঝিলিক দিয়ে যাচ্ছে কখনও কখনও। কিম্ভুত জীববিজ্ঞানী এক স্বদেশীর এ এক অদ্ভুত জীবনবোধও। মনে হয় ভুমধ্যসাগরের নীলের মতো সাতরঙা।

এক আলসে খেয়ালে যে বলটি ঠেলে দিয়েছেন তা তো বেশ গড়িয়ে যাচ্ছে শহরময়! উত্তর থেকে দক্ষিনে। সে গড়িয়ে যাওয়ার তোড়ে উঠে আসা বাতাসে, “মেঘশুভ্রনীল” আকাশের ছায়া ফেলা “পদ্মপুকুর”য়ে যে ঢেউ উঠেছে তাতে মনে হয় মুস্কিল
“আহসান” হয়ে গেলো।

এই গোল্লাছুট খেলাটা মনে হয় জমে উঠেছে বেশ..................

২০ শে জুন, ২০২০ ভোর ৫:০৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: কথার এমন দুর্ধর্ষ কারিগরির বনামে কলমে যে কিছুই আসছে না৷আর হাসির দমকে হেচকি ওঠার যোগাড়। তথাস্তু তথাস্তু।

১৭| ২০ শে জুন, ২০২০ দুপুর ২:০৭

আখেনাটেন বলেছেন: এখন দেখি পরের পর্বে নভো কিভাবে মৃনকে নিয়ে গগনে উড়াল দেয়। :D

আপনাদের এই পিলো পাসিং ব্যাপারটা বেশ এক্সাইটিং মনে হচ্ছে। একেক চিন্তাধারার ব্যক্তি একই থিমের উপর সূঁচ চালিয়ে রঙিন কার্পেট তৈরি...বেশ মজার। :)

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৩৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: রঙ্গিন সূতো বাড়িয়ে দিলাম। সূঁচ তো আপনার হাতে আছেই। হয়ে যাক না পরের পর্বটা মিসরীয় সম্রাটের রাজসিক হাত ধরে।

১৮| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৪৩

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: রঙ্গিন সূতো বাড়িয়ে দিলাম। সূঁচ তো আপনার হাতে আছেই। -- :D

সূঁচ হাতে থাকলেও সবাই কি আর সেটা চালানোর মতো মেধাবী হয়। শেষে দেখা গেল রঙিন ঝলমলে কার্পেটের বদলে গরিবের পা-মোছা কটকটে ন্যাকড়ায় রূপ নিল যার অবস্থান অল্পসময় পরেই ডাস্টবিন। :(


তবে ভরসা যদি দ্যান গার্বেজ হিসেবে ডাস্টবিনে ফেলবেন না সেক্ষেত্রে.... :P

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৪৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আপনি লিখলে আমরা বর্তে যাবো। ফেলার প্রশ্ন অবান্তর। অপেক্ষা করছি।

১৯| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৫৫

পদ্মপুকুর বলেছেন: আখেনাটেন বলেছেন: সূঁচ হাতে থাকলেও সবাই কি আর সেটা চালানোর মতো মেধাবী হয়। শেষে দেখা গেল রঙিন ঝলমলে কার্পেটের বদলে গরিবের পা-মোছা কটকটে ন্যাকড়ায় রূপ নিল যার অবস্থান অল্পসময় পরেই ডাস্টবিন। :(
তবে ভরসা যদি দ্যান গার্বেজ হিসেবে ডাস্টবিনে ফেলবেন না সেক্ষেত্রে....

আহা, মরি মরি, এই সৌজন্যতা কেন আমাদের রাজনীতিতে অনূদিত হয় না....
আপনি যদি পা মোছা কটকটে ন্যাকড়াও বানান, তবে সেটার কোণায় নিশ্চয় লেখা থাকবে 'ভুলো না আমায়'.... এবং অন্তত ওটার জন্য হলেও পাঠক ওই ন্যাকড়ায় পা না মুছে মুখ মুছবে, নিশ্চিত থাকেন।

২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৫৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: শতভাগ সহমত।

২০| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: তবে ভরসা যদি দ্যান গার্বেজ হিসেবে ডাস্টবিনে ফেলবেন না সেক্ষেত্রে.... - @আখেনাটেন, আমার নতুন করে বলার কিছু নেই, যা বলার তা তো পদ্ম পুকুর এবং স্বয়ং লেখিকা- দু'জনেই বলে দিয়েছেন!
সুতরাং, আর দেরী না করে ....

২৪ শে জুন, ২০২০ রাত ৯:৪৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার, অনেক ধন্যবাদ। উৎসাহটা উস্কে দেবার জন্যে।

২১| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৪৭

ডঃ এম এ আলী বলেছেন:

মনে হচ্ছে মানবের স্তুতি গাথাই তুলে ধরা হবে লেখাটিতে

কবিগুরু তাঁর ভাষা ও ছন্দে কবিতাঢ যেমনটি
বলেছেন -

দেবতার সামগীতি গাহিতেছে বিশ্বচরাচর,
ভাষাশূন্য, অর্থাহারা। বহ্নি ঊর্ধ্বে মেলিয়া আঙ্গুলি
ইঙ্গিতে করিছে স্তব ; সমুদ্র তরঙ্গবাহু তুলি
কী কহিছে স্বর্গ জানে ; অরণ্য উঠায়ে লক্ষ শাখা
মর্মরিছে মহামন্ত্র ; ঝটিকা উড়ায়ে রুদ্র পাখা
গাহিছে গর্জনগান ; নক্ষত্রের অক্ষৌহিণী হতে
অরণ্যের পতঙ্গ অবধি, মিলাইছে এক স্রোতে
সংগীতের তরঙ্গিণী বৈকুণ্ঠের শান্তিসিন্ধুপারে।
মানুষের ভাষাটুকু অর্থ দিয়ে বদ্ধ চারি ধারে,
ঘুরে মানুষের চতুর্দিকে।


তাইবলা যায় মানুষের ভাষা ওছন্দ দিয়েই
মানুষের মাঝে থাকা নভোদের কথামালা
লেখকের কলমে প্রচার হবে বিশ্ব চরাচরে ।

বাকী পর্বগুলি সময় করে পরে যাব ।

শুভেচ্ছা রইল

২৭ শে জুন, ২০২০ রাত ৩:০২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: স্যার, ভীষন ভাল লাগলো মায়াময় কথাগুলো ।

২২| ২৫ শে জুন, ২০২০ রাত ২:৩৩

রাকু হাসান বলেছেন:


এত সুন্দর একটা লেখা আমি পড়লামই না । খায়রুল হাসান স্যার দেখলাম পোস্ট করলো চতুর্থ পর্ব । ভাবলাম উনার আগের পর্ব পড়ে মন্তব্য করবো সময় নিয়ে। পরে গিয়ে দেখলাম তিনি লিংক যুক্ত করলেন। এভাবেই পরিচয়। ভালোভাবে নভো কে তুলে ধরলেন। থাকবো এই পর্বে সবার সাথে। ধন্যবাদ । মনে হয় প্রথম মন্তব্য আপনার ব্লগে । আগে মন্তব্য করছি কিনা জানি । শুভরাত্র।

২৭ শে জুন, ২০২০ রাত ৩:০৪

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: প্রথম মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন। এত ব্লগের ভিড়ে লেখাটা পরছেন জেনে মন ভরে গেল। আমাদের সাথে থাকবেন শেষতক।

২৩| ২৫ শে জুন, ২০২০ ভোর ৫:৫৪

সোহানী বলেছেন: দারুন একটা উদ্যোগ রিম। প্রতিটা পর্ব দেরি করে হলেও পড়লাম।অসাধারন কিছু। রোকেয়া হলে থাকতে এরকম গল্প বলার প্রতিযোগীতা হতো।দারুন উপভোগ্য ছিল। খুব লোভ হচ্ছে যোগ দেবার জন্য কিন্তু এ মুহুর্তে সময়ের মারাত্বক টানাটানি।

২৭ শে জুন, ২০২০ রাত ৩:০৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: রিম বলে ডাকলে খুব ভাল লাগে আপু। ধন্যবাদ।
এটা একটা গোল্লাছুট খেলা। আলপটকা খেলছি যে যখন পারছি। সাহিত্য টাহিত্য এখানে কিছুই না। বরং এক ধরনের ব্লগীয় ভালবাসাই আসল। আপনিও কলম ধরে কটা আঁচড় কেটে দিন না।

২৪| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:২০

পদ্মপুকুর বলেছেন: আপনার নতুন ভাই/বোনের খোঁজ পেয়েছেন কি?

২৬ শে জুন, ২০২০ ভোর ৪:২৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: একেবারে তাজ্জব করে দিয়েছে আখেনয়াটেন ভাই। আমি আসছি আবার কালকে।

২৫| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৬

মিরোরডডল বলেছেন: দারুণ !!! অভিনব আইডিয়া ।
নভোকে মনে ধরেছে :)


মাহার কমেন্ট পড়ে অনেক হাসলাম =p~
একদিন করোনা এলো, নভোনীল আর মৃন্ময়ী দুজনেই করোনায় মরে গেলো।
- শেষ।

২৭ শে জুন, ২০২০ রাত ৩:১০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অনেক ধন্যবাদ। যার কথা পারলেন, তিনি একটা পর্ব লিখলে কি যে দুর্দান্ত হত ব্যাপারটা। আফসোস খানিকটা। আচ্ছা, ওনাকে পটাতে পারেন?

২৬| ২৬ শে জুন, ২০২০ রাত ১২:৪২

জেন রসি বলেছেন: নভো আর মৃনকে পরিচয় করিয়ে দিলেন। তারপর ছেড়ে দিলেন বাকি গল্পকারদের কাল্পনিক জগতে।সে জগতে তারা তাদের কি হলো তা জানতে পরের পর্বে যাচ্ছি।

শুরুটাকে একটা রোম্যান্টিক গল্পের ক্যানভাস বলা যেতে পারে।

২৭ শে জুন, ২০২০ রাত ৩:১৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বাহ্, আপনাকে পেয়ে দারুন লাগছে। আমাদের সাথেই থাকুন।

২৭| ২৬ শে জুন, ২০২০ বিকাল ৪:৩৩

পদ্মপুকুর বলেছেন: আপনি তো জীববিজ্ঞানী, কিন্তু দেখেন তো কোন জীবনীশক্তিতে গল্পটা এত দ্রুত বাড়ছে?

২৭ শে জুন, ২০২০ রাত ৩:২২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: ছেলেবেলায় মার্বেল গড়িয়ে দিয়ে অলস চোখে দেখতাম কতদূর যায়। শিশুতোষ আনন্দ কাজ করতো। এই গল্পের মার্বেল কি এভাবেই গড়িয়ে চলছে? আপনিই বলুন না।

২৮| ৩০ শে জুন, ২০২০ বিকাল ৩:৩৩

নিয়াজ সুমন বলেছেন: পড়ার আমন্ত্রন।
পর্ব – ৭ নভোনীল
ধন্যবাদ নভোনীল পুর্বের সব লেখকদের যাদের অনুপ্রেরণায় আমার পদচারনা এই প্লটে ।

০২ রা জুলাই, ২০২০ রাত ১:৪৬

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমি প্রায় উড়ে উড়ে ভেসে ভেসে আপনার ব্লগ বাড়ি গিয়ে লেখা পড়ে এসেছি। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী লেখকে পটানো দায়িত্ব কিন্তু আপনার ওপরই বর্তায়। হাহা...।

২৯| ২০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: নভো তার সম্পূর্ণ নামের মতই বেশি সূদর্শন হয়ে গেছে। যেন রক্তমাংসের মানুষ নয়। অজানা কোনো দেবদূত। পৃথিবীর প্রথম পুরুষ। হঠাৎ দেখা হলো কোনো এক মানবীর সাথে..

৩০| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২১

কবিতা পড়ার প্রহর বলেছেন: সাবরিনা আপা আমার পর্ব-৮ লিখতে ইচ্ছা করছে। কিন্তু আমি তো এক্সেস না পাওয়া ব্লগার। আমার লেখাটা কি ঠিক হবে?

২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৭

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: অবশ্যই এবং অবশ্যই লিখবেন।

৩১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩১

কবিতা পড়ার প্রহর বলেছেন: অভয় পেলাম। খুব শিঘ্রী লিখছি নভোনীল -৮

ধন্যবাদ আপনাকে।

৩২| ২২ শে জুলাই, ২০২০ রাত ৩:০২

কবিতা পড়ার প্রহর বলেছেন: আপা

নভোনীল পর্ব -৮

লিখলাম যদিও অনেক রাত।

২৩ শে জুলাই, ২০২০ রাত ১:৩০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: আমি যাচ্ছি সেখানে।

৩৩| ২৬ শে জুলাই, ২০২০ সকাল ১১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
নায়িকার নাম নীল হলে একেবারে নভোনীল মিলে যেতো।+++

৩০ শে জুলাই, ২০২০ ভোর ৪:২১

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মন্দ বলেন নি।

৩৪| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

ঢুকিচেপা বলেছেন: কিছুদিন আগে ব্লগার খায়রুল আহসান ভাই বলেছিলেন একটা পর্ব লিখতে। তখন না বললেও এখন লিখে ফেলেছি।
নভোকে তার মায়ের বাড়ীতে রেখে গেলাম।

৩৫| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৮

কবিতা পড়ার প্রহর বলেছেন: আর কোনো পর্ব নাই ১১ এর পরে?

১২ ই আগস্ট, ২০২০ রাত ২:৫৯

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তাই তো মনে হয়। লিখে ফেলুন না আরেকটা পর্ব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.