নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

মিরাকল স্টিল হ্যাপ্যান্স।

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০০

মিরাকল জিনিষটা আমরা অনেকেই মানতে নারাজ। আমরা অনেকেই বলে থাকি যে মিরাকল আবার হয় নাকি! আমি যেটা করবো সেটার ফল আমি পাবই তো মিরাকল ঘটার আবার সুযোগ কোথায়? তবে যে যাই বলেন, আমি এবারে মিরাকল দেখেছি। আল্লাহ কিভাবে যে মানুষকে সাহায্য করে থাকেন তা আমাদের চিন্তার বাইরে। মানুষ যখন সবদিক থেকেই আশা ছেড়ে দেয় ঠিক সেই সময় আল্লাহ সাহায্য করিয়ে বুঝিয়ে দেন যে: নেভার গিভ আপ। এরকমই এক ঘটনা আমার ক্ষেত্রে হয়েছে এই কোরবানী ঈদে। এবারে ঈদে চরম এক সমস্যায় পড়তে হয়েছিল আমাকে। ঈদে গরু কোরবানী দেওয়াতো দূরের কথা, ঈদই ঠিকভাবে করতে পারবো কিনা সেটারো কোন গ্যারান্টি ছিল না। পরিস্থিতি এমন ছিল যে জীবনে হয়তো এই প্রথম ঈদ হতো কোন কোরবানী না দেওয়া ছাড়াই। আরাফাতের দিন আল্লাহর কাছে দোয়া করলাম যাতে প্রতি বছর যেভাবে কোরবানী করি সেরকম যেন করতে পারি। অবশেষে নিজেকে স্থির করলাম যে গরু না হউক একটি খাসী কোরবানী দিব। কথামতো যথারীতি ঈদের আগের দিন দুপুরে হাটে গিয়ে খাসী কিনে আনলাম। বাস্তবতাতো মানতেই হবে কিন্তু তারপরেও আমাদের অনেক সময় বাস্তবতা হজম করতে একটু দেরীই হয়। খাসী কিনে ছিলাম ঠিকই কিন্তু বাড়েবাড়ে চিন্তা করছিলাম একটা গরু যদি দিতে পারতাম! বিকেলে বসে ফেসবুক ইউজ করছিলাম ঠিক সেই সময়ে আব্বা ঘরে এসে বললেন যে একজন পাওনা টাকা বাসায় এসে দিয়ে গিয়েছেন। এমন একজনের কাছ থেকে টাকাটা পেলাম যার কাছ থেকে জীবনেও আশা করি নাই যে ঈদের আগের দিন সে নিজে এসে টাকা দিয়ে যাবেন। যাই হউক, শুকরিয়া আদাই করছি আল্লাহর কাছে। গরু কিনা হলো, কোরবানী হলো। আর যেটা শিখলাম যে আল্লাহর ওপর শেষ মূহুর্ত পর্যন্ত ভরসা থাকতেই হবে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: !!! নিশ্চয়ই আল্লাহ্‌ তা'লা মহান। ভাই আপনার প্রতি সশ্রদ্ধ সালাম ও গরু খাসীময় ঈদ মোবারক!

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

মদন বলেছেন: আলহামদুলিল্লাহ

৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫

আন্ধার রাত বলেছেন:
আপনার, আমার, আমাদের সবার কোরবানী কবুল হোক।

মিরাকল অবশ্যই সব সময় ঘটে চলেছে কারো না কারো ক্ষেত্রে।

আমার জীবনে অনেকবার মিরাকল ঘটেছে। সে অনেক লম্বা কাহিনী তাই বলতে পারছিনা।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪

এম ই জাভেদ বলেছেন: মিরাকলের বাংলা কি কাকতালীয় ?

আল্লাহর কাছে কোন নেক মকসূদ আন্তরিকভাবে চাইলে সেটা কখনও অপূর্ণ থাকেনা।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

স্যার ... বলেছেন: Usually it is happen with me.

৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

তন্ময় ফেরদৌস বলেছেন: পাওনা টাকা ফেরত পাওয়া কি মিরাকল ?

৭| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

রিনকু১৯৭৭ বলেছেন: it is miracle because we were not at all expecting money from this person as we had no contact with him for many days.

৮| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

নতুন বলেছেন: বিশ্বাস করলে মিরাকেল... সাধারন বিষয়কে অস্বাধারন হিসেবে নিলে তা মিরাকেলের মতন ই লাগে.... :)

এই জন্যই অনেকে সিংগারা খাইতে গিয়া প্রশ্ন করে...

সিংগারার ভেতরে আলু কিভাবে ঢুকলো?

৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: আর যেটা শিখলাম যে আল্লাহর ওপর শেষ মূহুর্ত পর্যন্ত ভরসা থাকতেই হবে।

++++++++++++++++++++++

১০| ১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:২৬

যাফর বলেছেন: ভাই একি ঘটনা এবার আমার ক্ষেত্রেও ঘটেছে। এক লোককে বিদেশ যাওয়ার জন্য টাকা ধার দিছিলাম। মিনিমাম পাচ বছর হবে। ভুলেই গেছিলাম। এবার ঈদের আগে পাঠিয়ে দিয়েছে। আসলেই মিরাকল।

১১| ১৮ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:৩৩

মেহেদী পরাগ বলেছেন: লেখক বলেছেনঃ it is miracle because we were not at all expecting money from this person as we had no contact with him for many days.


----------

ভাই আপনি মিরাকল এর অর্থই জানেননা। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা মিরাকল না, বরং অপ্রত্যাশিত। আপনি চকিরতলাকে আগরতলা বানিয়েছেন। সাকিব আল হাসান ফোন দিয়ে আপনার খোঁজ নিবে এটা অপ্রত্যাসিত, তাই সত্যিই সাকিব ফোন দিলে তা কোন মিরাকল হবেনা।

মিরাকল মানে হচ্ছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যা প্রায় অসম্ভব তা বাস্তবে ঘটা। যেমন জন্মান্ধ কেউ দৃষ্টিশক্তি পেয়ে গেল, বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়া লোক প্রাণ ফিরে পেল, এরকম।

১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

রিনকু১৯৭৭ বলেছেন: বাহ! বাহ! এ দেখি বালের বঙ্কিম আইসে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.