![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রমিথিউস পৃথিবীতে কাদা থেকে মানব সৃষ্টি করেন বলে গ্রীক পুরাণের কোন কোন কাহিনীতে উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন আসাধারণ মানব প্রেমিক। দূরদর্শী এবং ভবিষ্যতদৃষ্টা প্রমিথিউস জানতে পারেন যে, দেবরাজ জিউস পৃথিবী থেকে মানব জাতিকে নিমূল করে সেখানে অন্য জীবের সৃষ্টির চেষ্টা করেছেন। মানব দরদী প্রমিথিউস এতে ভীষণ দু:খ পান এবং মানব জাতীকে রক্ষা করার জন্য এগিয়ে আসেন।জিউস প্রমিথিউসের কাজে প্রবল বাধার সৃষ্টি করেন। কিন্তু মানব জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য অ্যাপোলোর অগ্নিরথ থেকে আগুন নিয়ে মানুষকে আগুনের ব্যবহার শিখিয়ে দেন।
©somewhere in net ltd.