নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন

সাধারণ

মোঃ জাহিদুর রহমান।

সাধারণ

মোঃ জাহিদুর রহমান। › বিস্তারিত পোস্টঃ

শুন্য স্থান পূরণ

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বসরত উল্লা হাজী এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার কোন দিকে কোন কমতি ছিল না। মুঘল সম্রাট আকবর এর স্থানে যদি তিনি থাকতেন তাহলে তিনিও সেভাবে দেশ চালাতেন। সম্রাট আকবর মুসলমান হয়েও অন্যান্য ধর্মে র মানুষের প্রতি তার ভালবাসার কমতি ছিল না। আমরা অনেক সময় বলি বড় হওয়া সহজ ব্যাপার না। এটা আমরা ইংরেজিতে বলি It is not easy to be great. এখানে বড় বলতে সব দিকেই বড় তাই আমরা এভাবে বলতে পারি It is not an easy thing to become a great of heart. তাঁর গুনের কথা বলে শেষ করা যাবে না । অন্যদিকে তিনি এলাকার মধ্যে সর্ব প্রথম হজ্জ পালন করেন। সে সময় পানির জাহাজে যাত্রা করে হজ্জ পালন করতে ছয় মাস সময় লাগতো। তাঁর সথে অনেকে্‌ই যাত্রার শুরুতে এবং শেষে মৃত্যু বরণ করেন।কিন্তু তিনি আল্লাহর অশেষ কৃপায় সহি সালামতে দেশে ফিরে আসেন। তাঁর আসাতে এলাকার মানুষ যেন চাঁদ হাতে পেল। অনেক দূর থেকে মানুষ তাঁর কাছে আসতো তাকে দেখার এবং হজ্জের কথা জানার জন্য। মার্ক জোকারবার্গ এর জীবনী নিয়ে একটা সিনেমা তৈরি করা হয় "দি সোসাল নেটওয়ার্ক"। মার্ক জোকারবার্গ বলেছিল সব সত্য না, ৪০% সত্য। দস্যু রত্নাকর যখন রামায়ণ রচনা করেন তখন বলেছিলেন আমি যা লিখব তা যদি সত্য না হয়, তখন স্বর্গীয় দূত বলেছিল, সেই সত্য যাহা রচিবে তুমি ঘটে যা সব সত্য না। কবি তব মনোভূমি রামের জন্ম স্থান, অযোদ্ধার চেয়ে সত্য যেন।

বাছাদ আলী ফকির ছিলেন এলাকার একজন বড় কবিরাজ। মানুষের পেটের কোন গন্ডগোল হলে তিনি পেট দেখে বলতে পারতেন কি খেয়ে তাঁর পেটের সমস্যা হয়েছেন। বাছাদ আলী ফকির বসরত উল্লা হাজীর কাজ কর্মে মুগ্ধ হয়ে তার মেয়ের সাথে বসরত উল্লার বিয়ে দিয়ে দেন। কিছু দিন না যেতেই তার মেয়ে মৃত্যু বরণ কারে। মেয়ের মৃত্যুতে বাছাদ আলী ফকির কখন মেনে নিতে পারছিল না যে তার মেয়ে মৃত্যু বরণ করেছে, তিনি মেয়ের জন্য রাস্তায় দাড়িয়ে থাকতেন এবং ভাবতেন তার মেয়ে কবে নাইয়রে আসবে। শুন্য স্থার আর পূরণ হয় না। Time is the best healer. আবার আগের মতো বাছাদ আলী ফকির গ্রামে গ্রামে গিয়ে তাঁর রুগি দেখা শুরু করেন। তার একটা ছোট ছেলে ছিল নাম হাসান আলী। সবসময় তার পিঠে থাকতো। পুকুরে গোসল করার সময় ও নাকি পিঠ থেকে নামতো না। তাই মানুষ তাকে নোড়া বলে ডাকতো।

হঠাৎ একটা গ্রামে বাছাদ আলী ফকির একটা মেয়েকে দেখে তাঁর মেয়ের কথা মনে পড়ে যায়। অভিকল তাঁর মেয়ের মতো। তাই তিনি শুন্য স্থান পূরণ করার জন্য মেয়েটাকে ফকির তার বাড়িতে নিয়ে যায় এবং বসরত উল্লা হাজীর সাথে মেয়েটার বিয়ে দিয়ে দেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

পাঠক১৯৭১ বলেছেন: লিখার পর পড়ে দেখবেন, আমার ভালো লেগেনি; আপনার নিজের কাছে ভালো লাগছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.