নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দা ওরিজিনাল লিকুইড পোস্ট।

মার্কেটিং মাইক্রো ব্লগ এ স্বাগতম।

পারমানবিক

ফ্রম দা লাস্ট বেঞ্চ অব ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং।

পারমানবিক › বিস্তারিত পোস্টঃ

নজর দিন বাজেটে ব্র্যান্ডিং এর এই ২১ দিকে

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০


আজকের লেখাটি শুরু করব একটি গল্প দিয়ে।

নাহার বেকারির মালিক জনাব মোঃ আসলাম শেখ। ৩০ বছর ধরে বেকারির ব্যবসা করছেন। কোয়ালিটি নিয়ে কোন কম্প্রোমাইজ তিনি করেননি। কোন দিন পোড়া তেল দিয়ে আইটেম তৈরি করেননি,পচা ডিম দেননি।তিলে তিলে নিজের সন্তানের মত ব্যবসা টিকে দাড় করিয়েছেন।কিন্তু আজ তার মাথায় হাত,প্রচন্ড ডিপ্রেশন এ ভুগছেন তিনি। কারণ বাজার দখল করেছে প্রাণ-আরএফএল এর “অলটাইম ব্র্যান্ড”। নিজের ছোট ব্যবসাটি বড় ব্র্যান্ডের কাছে মার খেয়ে গেছে। হতাশায় ভুগছেন। নিজেকে বকছেন,আশেপাশের সবাইকে দুষছেন। আফসোস করছেন আহ আমার ব্যবসাটি যদি আরও বড় হত। তাহলে আমিও ব্র্যান্ডিং করতে পারতাম ।

যদি গল্পের মাঝে প্রয়োজন খুজে পান এই আর্টিকেলটি আপনার জন্য ।

ব্র্যান্ডিং শুধু মাত্র বড় বড় কোম্পানি গুলির জন্য নয়। আপনিও খুব কম খরচে বড় বড় কোম্পানির মত ব্র্যান্ডিং করতে পারবেন ।আপনার কোম্পানিটি ছোট না মাঝারী তা মনে না রেখে, একটু খেয়াল করে দেখুন, আপনিও কিন্তু নিজের অজান্তেই ব্র্যান্ডিং করছেন ।আমি অনেকের সাথে কাজ করেছি যারা বলেছেন, তারা ব্র্যান্ডিং খরচ সামলাতে পারবেন না। আমার কাছে এটা একটা অজুহাত ,আপনার বিনিয়োগকে সর্বাধিক কার্যকারী করতে না চাওয়ার। কারণ ব্র্যান্ডিং আপনার প্রতিষ্ঠান বা দোকান এর সামনের অবস্থা,যা বর্ণনা করে আপনি আপনার ক্রেতাকে কিভাবে অভ্যর্থনা জানাচ্ছেন।

বাজেটের মধ্যে ব্র্যান্ডিং চাইলে নজর দিন এই ২১ টি দিকেঃ

কর্মী: আপনি আপনার কর্মীদের সাথে কি রকম ব্যবহার করেন? কি রকম ব্যবহার আশা করেন ? আপনার কর্মীদের জন্য ম্যানুয়াল বুকে এমন কিছু আছে যা আপনার ব্র্যান্ডের সাথে যায় না ?

ড্রেস কোড: আপনার কর্মী গন আপনার কোম্পানির প্রতিনিধি,আপনি তাদের কি রকম পোশাক পড়তে দেখতে চান? আপনি কি তাদের ইউনিফর্ম সরবরাহ করেন? টি-শার্ট, জিনস পরলে সমস্যা নেইত?




মানব সম্পদ: কিভাবে টেলিফোনের উত্তর দেওয়া হয় ? কিভাবে দর্শনার্থীদের অভ্যর্থনা দেওয়া হয় এবং ব্যবহার করা হয়।আপনার প্রতিষ্ঠানের কি গার্ড আছে ?ক্রেতা এবং পাবলিক এর সাথে ব্যাবহারের জন্য কোন গাইড লাইন আছে?
ছবি: আপনার কোম্পানি কে ছবিতে কিভাবে উপস্থাপন করা হয়? কাকে ফিচার করা হয় ? তারা কিভাবে পোশাক পরে ?
ভিডিও: কারা আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি ? আপনার দর্শককে কিভাবে অভ্যর্থনা দেওয়া হয় ? বাকি কথা গুলো কি আপনার ব্র্যান্ড এর সাথে যায়? ভিসুয়্যাল ও অডিও লোগোর কথা মাথায় রাখুন।
স্টোরঃ আপনার রি-টেইল শপ আপনার ব্রান্ড এর সাথে সামঞ্জন্সপূর্ণ ? কিভাবে পণ্য গুলোকে সাজান হয়? আপনার শপের জানালায় কি থাকে? ভিতরে ও বাইরের সিগনেচার এর কথা মনে রাখুন?
ব্যাগ: আপনার শপিং ব্যাগটি দেখতে কি রকম? ব্যাগের মধ্যে থাকা তথ্য গুলো কি আপনার ব্র্যান্ড এর সাথে যায় ?



অফিস: আপনার বিল্ডিং কে কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ? অফিসটি দেখতে কেমন ? দর্শনার্থী লাউঞ্জে এবং অফিসে কি রকম ফার্নিচার ব্যবহার করা হয়? ওইখানে কি কোন সিগনেচার ব্যবহার করা হয় ?
রাস্তায়: আপনার প্রতিষ্ঠানের বাহন গুলো কি দেখতে এবং বুঝতে আপনার ব্র্যান্ডিং এর সাথে সামঞ্জন্সপূর্ণ ? তারা কি আপনার কোম্পানির প্রচার করে থাকে ? আপনার ড্রাইভার কি ব্রুশার সংগ্রহে রাখে ?
ন্যাশনাল আডভারটাইজিংঃ বিজ্ঞাপনে আপনার কোম্পানির লোগোটা কি আসে ? কথাগুলো কি আপনার ব্র্যান্ডের সাথে যায় ? বাকি কর্পোরেট তথ্যগুলু কি উপস্থাপন করা হয় ?
লোকাল আডভারটাইজিংঃ বিজ্ঞাপনে আপনার লোগো ও ব্যবসায়ের তথ্য গুলা কিভাবে উপস্থাপন করা হয় ?
ব্রুশার ও অন্যান্য আনুশাংগিকঃ প্রিন্ট আইটেম গুলা কি আপনার ব্র্যান্ডের সাথে যায়? কালার,সাইজ,পেপার এর উপস্থাপন টা কি ঠিক হয় ? তারা কি একই রকম দেখতে? সামঞ্জন্সপূর্ণ লোগো ও আনুশাংগিকঃ আইটেম ব্যাবহার করা হয়?
বিজনেস কার্ড: আজগুবি ডিজাইনের ব্যাবহার না করে আপনার প্রতিষ্ঠানের কালার,লোগো, টাইপগ্রাফি এবং তথ্য বিজনেস কার্ড এ ব্যাবহার করুন ।


অন গোয়িং প্রিন্টিং ম্যাটেরিয়ালঃ চালান রশিদ,নিউজ লেটার, ষ্টেশনারী এইগুলুতে কি আপনার লোগো ও কোম্পানির তথ্যগুলো থাকে ?
ওয়ান টাইম প্রিন্টিং ম্যাটেরিয়ালঃ ইনভিটেশন কার্ড ও প্রচারপত্র এইগুলোতে পেপার কালার,স্টক ও কালি কি আপনার প্রতিষ্ঠানের সাথে সঙ্গতিপূর্ণ ? আপনার কোম্পানি ইনফরমেশন ও টাইপফেস কি আপনার গাইডলাইন অনুযায়ী হয়েছে ?
ওয়েবসাইটঃ আপনার অনলাইন উপস্থিতি কি আপনার অফলাইন ব্র্যান্ডের সাথে সঙ্গতিপূর্ণ ? আপনার ওয়েবসাইট এর নাম কি আপনার ব্র্যান্ডের সাথে যায় ? আপনি কি আপনার একই ব্র্যান্ড এলিমেন্ট ও কালার, টাইপফেস ব্যাবহার করেছেন ?আপনি চিন্তা করুন আপনার টার্গেট কাস্টমার কারা এবং তারা কিভাবে আপনার ওয়েবসাইটটি খুঁজতে চেষ্টা করছে ? কিভাবে কন্টেন্ট গুলোকে উপস্থাপন করা হয় ? আপনার রাইটিং ভয়েস কি আপনার ব্র্যান্ডের সাথে যায় ?
সোশ্যাল মিডিয়া: আপনার কোম্পানি কে কিভাবে এইসব প্ল্যাটফর্মে উপস্থাপন করা হচ্ছে ? আপনার কোম্পানি আকাউন্টটি কি ব্র্যান্ডেড ? কে আপনার কোম্পানিকে প্রতিনিধিত্ব করছে ? আপনার কোম্পানির কি কোন সোশ্যাল মিডিয়া গাইডলাইন আছে ?
অনলাইন কমিউনিকেশন: আপনার ইমেইল এড্রেস টি কি রকম ? সেটি কি শিষ্টাচার পূর্ণ ? আপনার কর্মীরা কিভাবে সিগনেচার ফাইল গুলো ব্যাবহার করে ? নিউজলেটার,চ্যাট, ইনস্ট্যান্ট মেসেজ এর জন্য কোন গাইড লাইন আছে ?
থার্ড পার্টি রিপ্রেজেন্টেশনঃ কি কি সেবা ব্যাবহার করা হয় ? কাস্টমার সার্ভিস,অনলাইনে অর্ডার নেওয়া, চ্যাট ইত্যাদি নেওয়ার আগে ভালভাবে চিন্তা করা উচিত ? কিভাবে আপনার কোম্পানি কে উপস্থাপন করা হয় ? কি গাইডলাইন অনুসরণ করা হয় ? কে আপনার এইগুলু দেখাশোনা করবে ?
প্রোগ্রাম: আপনার কোম্পানি কি কোন প্রোগ্রাম এ অংশ গ্রহণ করে ? যদি করে তবে তা আপনার ব্র্যান্ডকে কিভাবে উপস্থাপন করা হয় ? হ্যাশট্যাগ এবং বাকি এলিমেন্ট গুলো কে কিভাবে ব্যাবহার করা হয়?

স্টেশনারী: আপনার স্টেশনারী গুলো যেমনঃ ব্যাগ,টি-শার্ট ,এইগুলো কি আপনার ব্র্যান্ড এর কালার এর হবে? এই গুলো কি কোয়ালিটি পূর্ণ হবে ? এইগুলো কি আপনার ব্র্যান্ডকে উপস্থাপন করে ?
SME foundation এর তথ্যমতে এভাবে প্রতিবছর ১৬ হাজার ছোট ও মাঝারী ব্যবসায় বড় কোম্পানির কাছে হেরে গিয়ে হারিয়ে যায় । বিজ্ঞাপনী সংস্থার বিপুল পরিমাণ খরচ সমর্থ করতে না পারায় তারা স্ট্র্যাটেজিক এবং গ্রাফিক ব্র্যান্ডিং করতে পারে না ।

তাই বাংলাদেশে প্রথম বারের মত , “ হরিণ ব্র্যান্ডিং ” টিম অন্যান্য বিজ্ঞাপনী সংস্থার চেয়ে ২০ গুন কম খরচে ছোট ও মাঝারী ব্যবসায় কে গ্রাফিক এবং স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং সেবা দিতে প্রস্তুত ।



বড় কোম্পানির আগ্রাসনে, এবার “ ছোট ব্যবসায়ই রুখে দাঁড়াবে , ছোট খরচায় ”.

এরকম আরো পোস্ট, ব্র্যান্ডিং টিপস এবং ট্রিকস ও প্যাকেজ সংক্রান্ত যেকোন তথ্যের জন্য আমাদের ফেসবুক পেইজে লাইক দিন। এবং হরিণের সাইট ভিসিট করুন।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ক্যাটম্যান বলেছেন: চমৎকার পোস্ট। পোস্টে +++++++ । আমার Evernote এ সেভ করে রাখলাম।

আমার ভাইয়ার ব্রডব্যান্ড বিজনেস আছে প্রায় ১ বছর । তবে কিছুদিন আগে এলাকায় নতুন করে আরও কয়েকজন মিলে ব্রডব্যান্ড বিজনেস চালু করে কম মূল্যে। যদিও আমাদের সার্ভিস ভাল তবে দামের লড়াইতে হেরে যাচ্ছি। আমাদের মার্কেটিং জ্ঞান স্বল্প। কোন ভাল এজেন্সির কাছেও যে যাব তারাও শুনি লাখ লাখ টাকা দাবি করে।

আমাদের মতো ছোট ব্যবসায়ীদের কি এভাবেই হেরে যেতে হবে ?

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

কালীদাস বলেছেন: ভাল কনটেন্ট। এমবিশন আর ভিশন হায়ার না হলে অবশ্য এগুলোর এপ্লিকেশন সবার জন্য প্রযোজ্য হবেনা।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৪

পারমানবিক বলেছেন: ধন্যবাদ ক্যাটম্যান সুন্দর কমেন্টের জন্য। আপনি একটা কাজ করতে পারেন। ।৫০০ টাকা খরচ করে ২০০০ মাইক্রো স্টিকার তৈরি করুন (কোন রকম ডিজাইন ছাড়া, শুধু "ডিসকানেকশন ফ্রি ব্রডব্যান্ড ইন্টারনেট। অমুক এলাকার সবচেয়ে বেশি মানুষ আস্থা রাখেন xyz ব্রডব্যান্ডের উপর। মোবাইল নম্বার"

এবং আপনার এলাকার প্রতি ফ্ল্যাট এবং দরজার পাটাতনে লাগিয়ে দিন"

কাজ হবে আশা করি। পি ন্ড জি চিটাগাং এর কিছু এলাকায় এটি স্টার্ট করেছিল এবং দারুন এ্যাওয়ার্নেস তৈরি করতে সক্ষম হয়েছিল।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৭

পারমানবিক বলেছেন: কালীদাস আপনাকে ধন্যবাদ। সঠিক বলেছেন, বড় কোম্পানির আগ্রাসন রুখে দিতে এমবিশন আর ভিশন হায়ার হতেই হবে।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২০

কালীদাস বলেছেন: আপনার পোস্টের কনটেন্টের সাথে ১ নাম্বার কমেন্টের রিপ্লাই যা দিয়েছেন তা মোটেই সামন্জস্যপূর্ণ নয়। একজন কাস্টমার হিসেবে বলছি, এই চিকা মারা বা স্টিকার লাগানো বিরক্তি ছাড়া কিছুই সৃ্ষ্ট করেনা রেসিডেন্টদের।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৮

কল্যাণমিত্র বলেছেন: কাজে লাগবে আশা করি ।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২

পারমানবিক বলেছেন: পি ন্ড জি চিটাগাং এর কিছু এলাকায় এটি স্টার্ট করেছিল।
শেষবার যখন এনালিটিকস দেখেছিলাম তখন পর্যন্ত এটি বেশ পরিমান লিড তৈরি করেছিল স্থানীয় সকল লেভেলের ক্লাস্টারে (দোকান)।

মাইক্রো স্টিকার ট্রান্সপারেন্ট এবং এক ইঞ্চির চেও ছোট একটি স্টিকার। খুব খেয়াল করলে বোঝা যায়। সাধারন দৃস্টিতে এটিকে কোনভাবেই বিজ্ঞাপন মনে হয় না।

কালীদাস আপনাকে ধন্যবাদ।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট ।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৭

আলম দীপ্র বলেছেন: দারুন পোস্ট তো !

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

কলমের কালি শেষ বলেছেন: সাহায্যকারী পোষ্ট । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.