নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জান

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম, যিনি চলেন তফাতে।

ঋভু সাবর্ণি

ঋভু সাবর্ণি › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ব্লগে আমার প্রথম পোস্ট

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

ভাষা সদা পরিবর্তনশীল। দীর্ঘ সময়ে বিবর্তন, পরিবর্তন ও আত্মীকরণের মাধ্যমে ভাষার ক্রমবিকাশ ঘটতে থাকে। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য থেকে আমরা জানি বাংলা প্রায় ১২০০ বছরের পুরাতন ভাষা। আমাদের হাতে পাওয়া বাংলাভাষার সবচেয়ে পুরাতন লিখিত উৎস চর্যাপদের দুই একটা লাইন পড়লেই বোঝা যায় ভাষা পরিবর্তনের এই মাত্রা কত বেশী। উদাহরণ হিসেবে চর্যাপদের একটা লাইন উল্লেখ করা যেতে পারে।

"উঁচা উঁচা পাবত তঁহি বসই সবরী বালী।"

অর্থঃ উঁচু পর্বতে শবরী বালিকা বাস করে।



একশ বছর আগের চলিত গদ্যরীতির সাথে বর্তমান গদ্যরীতির পার্থক্যও উল্লেখযোগ্য। সাধারণ মানুষের মুখের ভাষা বাংলার লিখিত সাহিত্যের সবচেয়ে বেশী বিকাশ ঘটে উনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীতে। উনবিংশ শতাব্দীর পুরোটা জুড়ে

এবং বিংশ শতাব্দীর শুরুতে ওই সময়ের লেখকবৃন্দ বাংলায় অনেক সংস্কৃত শব্দ ও কিছু অন্য বিদেশী শব্দ আত্মীকরণ করেছিলেন। সেগুলোর অনেক কিছু বর্তমান লেখকদের লেখায় দেখা যায় না। প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণে নতুন নতুন অনেক ইংরেজী প্রযুক্তিনির্ভর শব্দ আমরা বাংলায় আত্মীকরণ করছি। শুধু প্রযুক্তিনির্ভর নয়, ভাব প্রকাশের অনেক শব্দ বাংলা থাকা সত্ত্বেও আমরা ইংরেজী ও বিদেশী শব্দ গ্রহণ করছি। এটা দোষের কিছু না। এটা বরং ভাষার ভান্ডার সমৃদ্ধ করতে সাহায্য করছে। তবে এর জন্য আমাদের সচেতনভাবে কিছু করতে হবে। প্রথমত বাংলায় যেকোন কিছু লিখতে রোমান হরফ পুরোপুরি বাদ দিতে হবে। নতুন কোন শব্দ যদি ব্যবহার করতেই হয়, তবে বাংলা হরফে লিখতে হবে। এক্ষেত্রে লেখক বা সাংবাদিকদের ভুমিকাটা অনেক বড় হতে হবে। ফেসবুকাররা এবং ব্লগাররাও কিছুটা অবদান রাখতে পারেন।

ভাষা নিয়ে শুধু আজকের দিন না, ৩৬৫ দিনই আমরা সরব থাকব। তবে ফ্রেব্রুয়ারী মাসে এটা নিয়ে একটু আনুষ্ঠানিকতা বেশী থাকবে। এটাকে ছোট করে দেখার কিছু নেই। এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা ভাষাকে যদি আরো ভালোবাসতে শিখি এবং শুদ্ধভাবে উপস্থাপন করতে শিখি, বরং সেটাই হবে বড় পাওয়া। যে মাতৃভাষা দিবস আমাদের দেশকে বিশ্বদরবারে একটা পরিচয় এনে দিয়েছে, সেই আমাদের দেশেই অনেক নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মাতৃভাষা আজ লুপ্তপ্রায়। সেগুলো নিয়ে আরো অনেক কথা বলা যেত। কিন্তু মোট কথা হল, এগুলো রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিতে পারছি কি?

সকল প্রাণী তার মায়ের ভাষায় হেসে-খেলে সগর্বে চলাফেরা করুক। ভাষা বৈচিত্র্যের এই সৌন্দর্য্যই হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বড় পাওয়া।





*****

আমি ঋভু সাবর্ণি। ফেসবুকে নিয়মিত নিজের চিন্তাভাবনা প্রকাশ করছি। প্রোফাইল পরিদর্শনের আমন্ত্রণ সবার জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:

ভালো।
শুভেচ্ছা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

ঋভু সাবর্ণি বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার একটি বিষয় দিয়েই আপনার ব্লগিং এর অবতারণা । একুশের চেতনা জাগ্রত হোক সবার মনে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

ঋভু সাবর্ণি বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: শুরুটা ভালো হলো আপনার।
লেখাটা পছন্দ হলো।

ভালো থাকবেন।

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

ঋভু সাবর্ণি বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

আরণ্যক রাখাল বলেছেন: প্রথম পোস্টেই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছেন| ব্লগ যাত্রা শুভ হোক

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

ঋভু সাবর্ণি বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৯

ধ্রুবনীল হায়দার বলেছেন: ভালো লিখেছেন, আশা রাখছি ব্লগে আপনাকে নিয়মিত পাবো

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

ঋভু সাবর্ণি বলেছেন: অনেক ধন্যবাদ। নিয়মিত লেখার চেষ্টা করছি।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৪২

প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার সূচনা। আনন্দময় হোক আপনার ব্লগিং অভিজ্ঞতা।

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ঋভু সাবর্ণি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



শুভেচ্ছা

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

ঋভু সাবর্ণি বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.