নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে জান

উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম, যিনি চলেন তফাতে।

ঋভু সাবর্ণি

ঋভু সাবর্ণি › বিস্তারিত পোস্টঃ

পিএসসি কোন পথে হাঁটছে

১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

প্রিলির প্রশ্ন দেখলাম। সেই সাথে রিটেনের নতুন সিলেবাস। যারা অনার্সের শুরুতে অথবা শেষ করতে না করতেই উঠে-পড়ে লাগে বিসিএসের বিষয় গুলো মুখস্থ করতে, তাদের দিন শেষের পথে। শুধু সিলেবাস বা নম্বর বন্টনের পরিবর্তন নয়, প্রিলির প্রশ্ন দেখলেও এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। যারা কিছু বিষয়ভিত্তিক ব্যাপারগুলো মুখস্থ করে ফাটিয়ে ফেলে, তাদের চেয়ে ছোটবেলা থেকে বিভিন্ন বই আর চারপাশের খবর রেখে যারা চলে তাদের জন্য প্রিলির প্রশ্ন অনেক সুবিধার ছিল। সিলেবাস দেখে মনে হচ্ছে রিটেনের ক্ষেত্রেও এই ব্যাপারটাই ঘটবে।
বিসিএসের প্রস্তুতি শুধু মুখস্থর মধ্যে না রেখে, নতুন মাত্রা এবং ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখার সময় এসেছে এখন। পিএসসি এখন অনেক বেশি সৃজনশীল, আধুনিক এবং যুগোপযোগী। বিশ্বায়নের হাওয়া পিএসসিকেও আন্দোলিত করেছে। পিএসসি তাদেরকে খুঁজছে, যারা পুঁথিগত বিদ্যার পাশাপাশি পুরো দুনিয়ার খোঁজ-খবর রাখেন। বাইরের জগতটা কেমন সেটা জানেন, বোঝেন এবং সর্বদা চোখ-কান খোলা রেখে চলেন। যারা সৃজনশীল চিন্তা করতে পারেন, সচেতন, উন্নতবুদ্ধিমত্তাসম্পন্ন, দূরদর্শী, মেধাবী, মননশীল, যৌক্তিক, উপস্থিত বুদ্ধিসম্পন্ন এবং দ্রুত সিদ্ধান্তগ্রহণ ক্ষমতাসম্পন্ন।
তাই কয়েকবছরের মুখস্থ নয়, জীবনব্যাপী শুধু পাঠ্যবইয়ের মধ্যে না থেকে বিশাল জ্ঞানসাগরেও বিচরণ করার অভ্যাস করতে হবে। আর এই অভ্যাসগুলো একজন রপ্ত করতে পারলে, বিসিএস না হলেও তার কিছু যায় আসবে না। মানুষ হিসেবে সে সফল হবেই



*****
আমি ঋভু সাবর্ণি। ফেসবুকে নিয়মিত নিজের চিন্তাভাবনা প্রকাশ করছি। প্রোফাইল পরিদর্শনের আমন্ত্রণ সবার জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.