|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমাদের বাংলা গানের জগতে অনেক এমন গান আছে যে গান গুলো কালজয়ী। আজকের দিনে অনেকে পপ গান, হিপ হপ গান পছন্দ করলেও  তাদের মুখেও সেই গান  গেয়ে উঠে। আজকের দিনের অনেক গান আছে ১বছর থাকে অনেক গান ১মাস।  অনেক মানুষ ইউটিউবে দেখে। তবে কয়দিন পর ভুলে যায়। কিন্তু কালজয়ী সেসব গান আজো গেয়ে উঠে মানুষ। 
১)সিড়ি দিয়ে এক পিচ্চি যাচ্ছে,  গান গেয়ে গেয়ে,  নাম রুবেল।আমাদের এই ফ্ল্যাটবাড়িতে এই পিচ্চি সবচাইতে সেলেব্রিটি। সিড়ি দিয়ে উঠার সময় নামার সময় গান গায়। আজকে গাইছিল।
ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালা খানি। বাউলের এই মনটারে
ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।
পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার নিবির চলা ভিতরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।
ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ধুম।
তেমনি তোমার নিবির ছোয়া গভীরের এই বন্দরে
আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।  
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনক চাঁপা
অ্যালবামঃ তোমাকে চাই
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 
যে ছেলেটা এই গান গাইছে। তার  কার্টুন,  হিপ হপ,  হানিসিং,  এসবে মেতে থাকার কথা। তার পরেও তার কোমল।মনেও স্থান করেছে আমাদের কালজয়ী সেই গান গুলো।।।যেই গান আমার পিতা শুনেছে, আমিও শুনেছি। আসলে এই গান গুলো নীরবে বসে থাকলে কানের কাছে বাজে। মনের ভিতরে কেউ এসে গেয়ে যায়। মনে হয় তবলার তালের সাথে গান শুনছি  আজকের দিনের গান গুলোতে যেমন ভাইরাল নামক ট্যাগ লেগে যায়। আগে তেমন ছিলো না। তখন গান, শিল্প সাহিত্য নিয়ে এমন মার্কেটিং হতোনা। আজকে তো সব কিছুই মার্কেটিং হয়।
ভাইরাল নামক মার্কেটিং,  উমুক নায়কের।উমুক গায়কের তুমুক লোকের সাথে প্রেম,  এই সব কথা প্রচার করে। ট্রল করে। টুইটার এ ফেসবুকে স্ট্যাটাস দেয়। তার পরেও তাদের গান ১বা ২বছরের বেশি টিকেনা।  কোথায় যেনো হারিয়ে যায়।  আমাদের সেই গান গুলো হাজার বছরেও মরবে না।   লালন গীতি,  হাছন রাজার গান,  রবীন্দ্র সংগীত,  এসব মানুষের প্রাণের স্পন্দন।  
আমরা সেই স্থান নিতে পারবোনা কোনদিন।।।  
করেছেনঃ আশিক
যোগ হয়েছেঃ মে 2, 2012
তোমার খোলা হাওয়া… লাগিয়ে পালে
টুকরো করে কাছি , আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি ।
তোমার খোলা হাওয়… লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ।
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো… ।।
রেখ না আর বেধোনা আর,
কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া ([[[বিভাগঃ রবীন্দ্র সংগীত))))
৩)   লম খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
বছরঃ ১৯৯২
বিভাগঃ ছায়াছবি
যোগ করেছেনঃ মাসুদ
যোগ হয়েছেঃ এপ্রিল 25, 2013
বাবা বলে ছেলে নাম করবে
সারা পৃথিবী তাকে মনে রাখবে
শুধু এই কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা।।
বাবা বলে ছেলে নাম করবে
এখানে যত বন্ধুরা আছে
একই আশা সবার বুকে।।
আজ ওরা ভাবেন
কাল কে কি হবে
একই স্বপ্ন সবার চোখে
কেউ ইঞ্জিনিয়ার হয়ে নাম কামাবে
ব্যবসা করে কেউ গাড়ি বাড়ী বানাবে
শুধু এ কথা কেউ জানে না
আগামী দিনের ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে
আমারই স্বপ্ন এক যে সুন্দরী
দেখে বাতাস হারায় দিশা।।
গালেতে গোলাব নয়নে যাদু
রাংগা ঠোটে ভালবাসা
আমি সবার সেরা নাচ করবো
প্রেমের ইতিহাসে নাম লেখাবো
আমার চোখে চেয়ে দেখো
কোথায় আমার ঠিকানা
বাবা বলে ছেলে নাম করবে  
শিল্পীঃ আগুন
অ্যালবামঃ কেয়ামত থেকে কেয়ামত
সুরকারঃ আলম খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
বছরঃ ১৯৯২
এই গান গুলো সবার পরিচিত।  
 ৩)   খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।
আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।
কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।
মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।(লালন গীতি  
বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে-
আমি একদিনও না দেখিলাম তারে।।
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে,
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।
কি বলব পড়শীর কথা,
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়-
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।(লালন গীতি  
গান গুলো আমাদের প্রাণের কথা বলে। আমাদের কথা বলে। কেউ কোনদিন ভুলতে পারবে কি?  মানুষ সাধনা করে যা পায় সেটা অনেক দিন থাকে। আর সেই সাধনার মরন হয়না। আজকের।মানুষের মাঝে সেই সাধনা নাই। তারাতারি সেলেব্রিটি হতে তারা খুব আগ্রহী। তাই ভাইরাল হও ট্রল কর। এসবে মেতে থাকে। সারাদিন এই কাজ।  ট্রল কর মজা কর। নিজে অপমানিত হয়। অন্যকে অপমান করে।। যুগটাই যেনো বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। মোবাইলে কল আসে,   এই গান শুনতে ১চাপুন। মানে আমি না শুনতে চাইলেও  তারা শুনাবে।    আজকের যুগে শিল্প সাধনা কম ট্রল মার্কেটিং, আর  লাফালাফি বেশি।  বিয়ে প্রেম ব্রেক আপ করা, আবার প্রেম বিয়ে সংসার  নিয়ে খেলা এসব নিয়ে ভাইরাল নিউজ। এইসব করতে করতেই জীবনের সব সময় চলে যায়, আধুনিক সেলেব্রিটিদের।
 ৯ টি
    	৯ টি    	 +০/-০
    	+০/-০২|  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৯
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: গানটা শুনলে হাড়িয়ে যাই
৩|  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৭
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:১৭
আরোগ্য বলেছেন: এই মন তোমাকে দিলাম আমার খুব প্রিয় একটি গান। পুরনো দিনের গানগুলো চিরসবুজ।
  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৮
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি। আমারো প্রিয় গান এটি
৪|  ২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫০
২১ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫০
হাবিব বলেছেন: আরোগ্য বলেছেন: এই মন তোমাকে দিলাম আমার খুব প্রিয় একটি গান। পুরনো দিনের গানগুলো চিরসবুজ। এইটা আমারও ভালো লাগে
  ২১ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২১
২১ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:২১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কালজয়ী গান বলে কথা।।জেনে ভালো লাগলো। আমার আর আপনার পছন্দের মিল আছে
৫|  ২৮ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
২৮ শে নভেম্বর, ২০১৮  দুপুর ২:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
আগের গানগুলো আকাশের তারা
আর এখনের গুলো খেরের পাড়া।
  ২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
২৯ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি।।।ঠিকই বলেছেন।।।। হানি সিং আর বানি পিং
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: তোমার খোলা হাওয়ায়-- আমার খুবই প্রিয় গান।