|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 জীবনে আমরা অনেক সারর্টিফিকেট অর্জন করি৷  এই সারর্টিফিকেট দরকার আছে৷ এটা আপনার দপ্তরিক পরিচয়। আপনি ভালো মানুষ কিনা,  আপনার জীবনের রেকর্ড কেমন? সব জানতে লাগে চারিত্রিক সারর্টিফিকেট,  ছাড়পত্র,  ইউনিয়ন এর নাগরিক সনদপত্র।  এই জিনিসপত্র গুলো আপনার কাগজি পরিচয়। আপনাকে এসব অর্জন করতে যত টুকু কষ্ট করতে হয় তার চাইতে দশ গুন কষ্ট লাগবে ভালো অভিজ্ঞতা, ভালো দক্ষতা অর্জন করতে। আপনি সাজেশন পড়ে ভালো রিজাল্ট অর্জন করতে পারবেন। ইউনিয়ন, পৌরসভা তে টাকা দিয়ে ফিস পরিশোধ করে চারিত্রিক সার্টিফিকেট আনতে পারবেন।  তবে বাস্তবে যে জ্ঞান থাকে তা টাকা দিলে পাওয়া যায়না।               বাস্তব জ্ঞান আপনি ব্যক্তিগত জীবনে,  কর্মজীবন থেকে সংগ্রহ করবেন।  জীবন আপনাকে যা শিক্ষা দিবে তাতে আপনি কেমন মানুষ,  কেমন চরিত্রবান,  আপনি কোন কাজে দক্ষ তা বুঝতে পারা যাবে। এসব আপনার দৈনন্দিন জীবনে ফুটে উঠবে। আর এই জিনিস গুলোই আপনার সম্পদ,  আপনি ডাক্তার হয়েছেন, তবে রাজনীতি শুরু করে ১০ বছর হল  কোন রোগী দেখেন না । কোন হাসপাতালে বসেন না। তারপর আপনি নেতা হয়ে গেছেন। এখন আপনি শুধুই নামে ডাক্তার। শুধু এম বি বি এস পাস। আপনি পুলিশে  কাজ শুরু করেছেন। ১৬বছর হল এম বি বি এস পাস করে সারর্টিফিকেট নিয়ে আর কোন কাজ নাই। তাহলে ওইটা শুধুমাত্র ফাইল বন্দী সারর্টিফিকেট
  জীবনে আমরা অনেক সারর্টিফিকেট অর্জন করি৷  এই সারর্টিফিকেট দরকার আছে৷ এটা আপনার দপ্তরিক পরিচয়। আপনি ভালো মানুষ কিনা,  আপনার জীবনের রেকর্ড কেমন? সব জানতে লাগে চারিত্রিক সারর্টিফিকেট,  ছাড়পত্র,  ইউনিয়ন এর নাগরিক সনদপত্র।  এই জিনিসপত্র গুলো আপনার কাগজি পরিচয়। আপনাকে এসব অর্জন করতে যত টুকু কষ্ট করতে হয় তার চাইতে দশ গুন কষ্ট লাগবে ভালো অভিজ্ঞতা, ভালো দক্ষতা অর্জন করতে। আপনি সাজেশন পড়ে ভালো রিজাল্ট অর্জন করতে পারবেন। ইউনিয়ন, পৌরসভা তে টাকা দিয়ে ফিস পরিশোধ করে চারিত্রিক সার্টিফিকেট আনতে পারবেন।  তবে বাস্তবে যে জ্ঞান থাকে তা টাকা দিলে পাওয়া যায়না।               বাস্তব জ্ঞান আপনি ব্যক্তিগত জীবনে,  কর্মজীবন থেকে সংগ্রহ করবেন।  জীবন আপনাকে যা শিক্ষা দিবে তাতে আপনি কেমন মানুষ,  কেমন চরিত্রবান,  আপনি কোন কাজে দক্ষ তা বুঝতে পারা যাবে। এসব আপনার দৈনন্দিন জীবনে ফুটে উঠবে। আর এই জিনিস গুলোই আপনার সম্পদ,  আপনি ডাক্তার হয়েছেন, তবে রাজনীতি শুরু করে ১০ বছর হল  কোন রোগী দেখেন না । কোন হাসপাতালে বসেন না। তারপর আপনি নেতা হয়ে গেছেন। এখন আপনি শুধুই নামে ডাক্তার। শুধু এম বি বি এস পাস। আপনি পুলিশে  কাজ শুরু করেছেন। ১৬বছর হল এম বি বি এস পাস করে সারর্টিফিকেট নিয়ে আর কোন কাজ নাই। তাহলে ওইটা শুধুমাত্র ফাইল বন্দী সারর্টিফিকেট         
১) আপনি কম্পিউটার সাইন্স নিয়ে অনার্স করেছেন। বেসরকারি প্রতিষ্ঠান থেকে। কোন ব্যবহারিক জ্ঞান নাই।  খুব কম।  সারর্টিফিকেট আছে অনার্স /সম্মান শ্রেণী। চাকরি নিয়েছেন  গোয়েন্দা সংস্থাতে লাখ টাকা দিতে মামুর বিরিয়ানী খেয়ে। (মামুর বিরিয়ানী বুঝেন নাই, ঘুস দিয়ে আরকি        তো আপনার দক্ষতা ওইখানেই আত্মহত্যা করেছে। চাইলেই আপনি দক্ষ  কম্পিউটার প্রকৌশলী হতে পারতেন। তাহলে কি বুঝলেন সারর্টিফিকেট কোথায় গেলো? সরকারি দপ্তরে। সরকারি মোটা ফাইলে আটকে গেলো আপনার সারর্টিফিকেট            
২)অনেল লোক আছে কম্পিউটারে কোন সার্টিফিকেট নাই। তারপরেও কাজ করে এমন যেনো কোন বড় ডিগ্রী নিয়ে বসে আছে। আসলে তার কাজ তাকে এই বাস্তব সারর্টিফিকেট দিয়েছে। এটা কোন ফাইলে বন্দী হবে না৷ মরনের আগ পর্যন্ত সাথে থাকবে। 
৩)অনেক শিক্ষিত লোক আছে     আমাদের সমাজে, তাদের আচরণ এতো খারাপ যে তাদের আমরা কুকুরের সাথে তুলনা করে ফেলি সময়ের প্রয়োজনে। যদিও তারা অনেক বড় প্রতিষ্ঠান (ভার্সিটি) হতে ডিগ্রিধারী ও হয়।  তারা আচরণের দিক থেকে নিচু মানের               
৪) আবার অনেক লোক আছে যারা বড় ডিগ্রিধারী নয়৷ আবার অশিক্ষিত ও নয়। তবে তাদের আচরণ উচ্চ মানের হয়    
৫)আমাদের কর্মক্ষেত্রে এমন লোক ও পেয়ে থাকি যে,  সে সারর্টিফিকেট অনুযায়ী একটা বিভাগে আছে। সরকার তাকে নিয়োগ দিয়েছে, ধরুন ককম্পিউটার ট্রেনিং অফিসার হিসেবে। হায় দেখা যায় তার ডিপ্লোমা সারর্টিফিকেট আছে। অথচ সে ইমেইল আইডিও খুলতে পারেনা।             সে ভালো টাইপিং জানে না,  সে কম্পিউটার সম্পর্কে ১০%জ্ঞান ও রাখেনা   , তার মানে এই যে তার সারর্টিফিকেট আছে,  তবে সে দক্ষনা। তার দক্ষতা নাই।  বাস্তব জ্ঞান নাই।  পাঠ্যবই পড়েছে হয়তো। সে সাইকেল কিভাবে চালাতে হয় এই বই  মুখস্ত করেছে,  সাইকেল ধরেনি          
আমাদের জীবনে সারর্টিফিকেট দরকার আছে। পড়ালেখার দরকার আছে।  পাঠ্যপুস্তক দরকার আছে।  তার সাথে সাথে যেটা বেশি দরকার 
সেটা হল বাস্তবতা। জীবনে বাস্তবিক জ্ঞান,  বাস্তবিক আচরণ, বাস্তব অভিজ্ঞতা।  ওই ইউ পি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন হতে দেয়া চারিত্রিক সার্টিফিকেট নয়। বাস্তব জীবনে চলতে বাস্তব অভিজ্ঞতা ও ভালো অভিজ্ঞতা ভালো চরিত্র  থাকা চাই             
শিক্ষা যেনো শুধু মুখস্ত বিদ্যা না হয়।  মনের ভিতরে থাকে।             
 ৪৩ টি
    	৪৩ টি    	 +৬/-০
    	+৬/-০  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৬
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ। আপনার নিকটা অনেক পুরাতন। তারপরও লেখা নাই। আচ্ছা কিছু মনে না করলে একটা প্রশ্ন করি৷ এই নিক কি ব্যবহার করেন না?
২|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৪
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইউনিয়ন, পৌরসভা তে টাকা দিয়ে ফিস পরিশোধ করে চারিত্রিক সার্টিফিকেট আনতে পারবেন। 
তবে বাস্তবে যে জ্ঞান থাকে তা টাকা দিলে পাওয়া যায়না।
.............................................................................. সহমত
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।
৩|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৬
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: প্রোগ্রামিং এ  অভিজ্ঞতাই সব  
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩১
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই?? ভালো।।  ঠিক বলেছেন আজকের  এই গতিময় জীবনে  দক্ষ হওয়া খুব জরুরী।    
কাজে দক্ষ হলে সরকারি চাকরি না হলেও হয়৷ ।।  আমি দেখেছি অনেক লোক  লাখ টাকা আয় করে এই কম্পিউটারে কাজ করে। আউটসোর্সিং করে    
ধন্যবাদ,
৪|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৯
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২৯
ঢাবিয়ান বলেছেন: শিক্যোষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে এইদেশে চাকরি পাওয়াও কঠিন আবার পেলেও উন্নতি করা কঠিন।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনার কথাও মিথ্যা নয়। আমাদের সমাজে এসব হয়।   
সরকারি  চাকরি না করেও অনেকে  অনেক সফলতা পায়৷
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মনব্যের জন্য। আপনার কথাও যুক্তি আছে। বাস্তব৷।।
৫|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৫
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। সুন্দরের প্রত্যাশায়।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪১
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৬|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৭
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৭
ব্লগার_সামুরা বলেছেন: 
লাইক।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
৭|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৯
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৩৯
আরোগ্য বলেছেন: শিরোনামে পাঁচ পোস্টে পাঁচ, দশে দশ।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪১
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়৷ ভালোবাসা নিবেন
৮|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থিউরী আর প্র্যাক্টিক্যাল দুটোই দরকার। তবে সবার আগে দরকার সত্যিকারের মানুষ হওয়া।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৪
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি৷৷ বড় ডিগ্রিধারী হলাম। মানুষ  হলাম না। সেটা মূল্যহীন।
ধন্যবাদ আপনার সুন্দর  মন্তব্য দেওয়ার জন্য
৯|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ইয়েস ভালো লিখেছেন।
 
আপনি ভালো ভালো পোষ্ট দেন চমৎকার সব বিষয় নিয়ে।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৯
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
আপনার সুন্দর লেখাগুলোও খুব মনোমুগ্ধকর।।। জীবনমূখী।। আমাদের জীবনের সুন্দর কথা গুলোই
১০|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৩
রাজীব নুর বলেছেন: ইয়েস ভালো লিখেছেন।
 
আপনি ভালো ভালো পোষ্ট দেন চমৎকার সব বিষয় নিয়ে।
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৮
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১১|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৬
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয়তে নিতে বাধ্য হলাম মামুন ভাই!
  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৮
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:৫৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালোবাসা নিবেন।।
১২|  ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০৬
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ১১:০৬
কবীর বলেছেন: যদি বলি ““রাজনিতি করলে ডিগ্রীর কী প্রয়োজন”’ 
  ২৪ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:১৮
২৪ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রাজনীতিতেও আপনাকে অঅভিজ্ঞতা লাগবে৷  কাজের দক্ষতা লাগবে।     আপনি হঠাৎ কোন দলে গেলেন। আর আপনাকে কারন ছাড়া বড় পদে বসাবে না। আমি সেইটাই বলেছি।।। আপনাকে কাজে  দক্ষ হতে হবে।  রাজনীতিতে আপনি খারাপ করেন আর ভালো জনসেবা করেন সেটা বড় কথা নয়।
দলে যেতে হলে আপনাকে যে কোন এক বিষয়ে অবশ্যই দক্ষতা দেখাতে হবে।  সেটা ভালো বক্তৃতা হতে পারে, ভালো কর্মী হয়েও হতে পারে। আরো আছে নানান কাজ।৷
১৩|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:০৩
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সবাইকে আন্তরিক ধন্যবাদ।
১৪|  ২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:১৪
২৪ শে নভেম্বর, ২০১৮  সকাল ১১:১৪
নতুন নকিব বলেছেন: 
খুব সুন্দর।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৩
২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১৫|  ২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০১
২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১২:০১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লিখেছেন।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৪
২৪ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৬|  ২৪ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:০৬
২৪ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:০৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সঠিক কথা বলেছেন।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:০৭
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ।।
১৭|  ২৪ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৪
২৪ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৪
ইব্রাহীম আই কে বলেছেন: কাগুজে মূল্যায়ন থেকে আমাদের কর্তৃপক্ষের ও বের হয়ে আসা উচিৎ।
  ২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
২৪ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ২০০বছরেও পারেনি। ইংরেজ বণিক দুষ্টু চক্র ভারতকে  আজাদ করেছে। তবে আমাদের ফাঁসিয়ে দিয়ে গেছে এই কাগজী নীতিতে।
আমলা তান্ত্রিক  নীতিতে।  আমাদের দেশে সরকার বদলায় । আমলাদের দুর্নীতি  বদলায় না। দেশ গণতুন্ত্রের  ছোয়া ভালো করে পেতে পারেনা একমাত্র  আমলা তান্ত্রিক  ব্যবস্থার জন্য।
১৮|  ২৪ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:১০
২৪ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:১০
হাবিব বলেছেন: ভালো লেখেছেন প্রিয় ভাই........
  ২৫ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৩৪
২৫ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৩৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ
১৯|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৫৮
হাবিব বলেছেন: ভাইজান কেমন আছেন?
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০০
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি ভাই।আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ
২০|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০১
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০১
হাবিব বলেছেন: অনেক দিন হলো পোস্ট পাচ্ছিনা আপনার.........
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০২
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: কাজে ব্যস্ত। শহর পরিবর্তন করবো। তাই
২১|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০২
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০২
হাবিব বলেছেন: জামালপুর কেন?
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০৩
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:০৩
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সেখানেই আমার পিতা থাকে। তাই।।।। চাকরির সূত্রে
২২|  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:২০
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ৯:২০
নজসু বলেছেন: 
কেমন আছেন মামুন ভাই?
আশা করি ভালো আছেন।
  ২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:০৪
২৬ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:০৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আলহামদুলিল্লাহ ।। ভালো।। আপনি ভালো আছেন?
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২১
২৩ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:২১
Nurullah বলেছেন: ভালো