নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার লেখা আপনাদের কথার সাথে মিলবেনা এটাই সত্য। কারন কেউতো একজন থাকা চাই যে আলাদা ভাবে দুনিয়াকে দেখবে। আপনি পজিটিভ ভাবে আমার লেখা পড়লে আপনাকে স্বাগতম। আর নেগেটিভ ভাবনা নিয়ে পড়লে আমার কিছু করার নাই। ভালো চিন্তা করুন। দেশ, জাতি, আর ধর্মকে ভালোবাসুন।

আব্দুল্লাহ্ আল মামুন

মোঃ আব্দুল্লাহ আল মামুন

আব্দুল্লাহ্ আল মামুন › বিস্তারিত পোস্টঃ

রসগোল্লা , রসে রসে মুখ মিঠা

২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪


আমি যখন ছোট ছিলাম। আমাদের বাজারে একজন ময়রা ছিলো। সে প্রতি হাটবাজার এর দিন আসতো। আর একটা কাঠাল গাছের নিছে দোকান নিয়ে বসতো। আর রসগোল্লা বিক্রি করতো। তার রসগোল্লা ছিলো খাটি বাংলার রসগোল্লা । আমি বড় হওয়ার পর এতো জেলা ঘুরেছি, ওই রসগোল্লার মতো রসগোল্লা কোথাও দেখিনি । সেই রসগোল্লা ছিলো রসে রসে ভরপুর। মানে রসগোল্লা নামের পূর্ণ সম্মান ইজ্জত রাখে এমন রসগোল্লা।
কি বলবো এখন তো মিষ্টির দোকানে যে রসগোল্লা বিক্রি করে। তাতে নামে মাত্র রস থাকে। আর গোল্লাতে আটা ময়দা থাকে বেশি ।
কিছু দোকানে গোল্লার ভিতরে কাচা আটার বল পাওয়া যায়।




আমাদের গ্রামের সেই চাচার রসগোল্লা ছিলো, রসগোল্লা গল্পের -সৈয়দ মুজতবা আলীর বর্ণনা করা রসগোল্লার মতোই রসে ভরা। মানে মুখে দিলে সেটা অনুভব করা যেতো। অর্থাৎ যে রসগোল্লা খেয়ে ফরাসি জার্মানি ইতালির স্প্যানিয়ার্ডদের মন রসে ভরে গিয়েছিল, আর সবাই বলেছিল বাহ বাহ। । এটা ছিলো সেই রসগোল্লা ।



ইতালির প্রখ্যাত কবি ফিলিকাজা গেয়েছেন,
‘ইতালি, ইতালি, এত রূপ তুমি কেন ধরেছিলে, হায়!
অনন্ত ক্লেশ লেখা ও-ললাটে নিরাশার কালিমায়।’
আমিও তার স্মরণে গাইলুম,
রসের গোলক, এত রস তুমি কেন ধরেছিলে হায়!
ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়!! ( রসগোল্লা-সৈয়দ মুজতবা আলী))





রসগোল্লাতে এত রস ছিলো যে, একটা রসগোল্লা খেলেও ২০০ গ্রাম রস /সিরা পাওয়া যেতো। গোল্লা গুলো সিরায় সাতার কাটতো ।
এই হল রসগোল্লা। নামের সাথে সাথে রসেও ভরপুর । নামেও রস হাড়িতেও রস / সিরা ।


বাংলা সাহিত্যেও এই রসগোল্লাকে নিয়ে রচিত হয়েছে সরেস সাহিত্যকর্ম। বিশিষ্ট রম্য সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচনা করেছেন বিখ্যাত রম্যগল্প "রসগোল্লা" যা ইউরোপের বহু দেশে সমাদৃত হয়েছে।


রসগোল্লার আবিষ্কারক কে, কখন ও কোথায় এর আবিষ্কার হয়েছিল- এসব নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচলিত আছে। সবচেয়ে প্রচলিত মত হলো- কলকাতার সাবেক চিনি ব্যবসায়ী নবীন চন্দ্র দাস রসগোল্লার আবিষ্কারক। তার পঞ্চম প্রজন্মের উত্তরসূরি ধীমান দাসের মতে, রসগোল্লার আবিষ্কার নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই।


রসগোল্লা আবিষ্কারক হিসেবে কলকাতায় যে নবীন চন্দ্রের কথা বলা হয়, তিনি বরিশাল অঞ্চলের লোক। এক সময় তিনি পটুয়াখালীর কাছেই থাকতেন। তার হাত ধরে শিল্পটি সেখানে (কলকাতায়) যেতে পারে। ( পেপার হতে , ইন্টারনেট, ও অন্যান্য তথ্য কোষ)
রসগোল্লা কাহিনি


ব্লগের মুক্তিতে সবাইকে রসগোল্লার রসময় শুভেচ্ছা ।


মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জিবে জল এনে দিলেন রীতিমত। মুক্তিতে শুভেচ্ছা আপনাকে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা। তবে আফসোস হল সেই আসল রসগোল্লা এখন আছে কোথায়? হ্যা ২ মাস আগে আমি গ্রামে গিয়ে এমন এক লোককে পেয়েছিলাম৷ যে নিজের বাড়িতে রসগোল্লা বানায়৷ আর সেটাও ছিলো সেই রসে ভরপুর

২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ ব্লগিং

৩| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: যাদের ডায়াবেটিকস তারা সাবধান।

আমরা খেয়ে নিই আগে।

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগিং শুভ হোক। শুভেচ্ছা নিবেন।

রসগোল্লার রসের স্বাদে

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ব্লগিং শুভ হোক। শুভেচ্ছা নিবেন।

রসগোল্লার রসের স্বাদে

৪| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২১

জুন বলেছেন: খেপুপাড়ার জগার মিষ্টির মাঝে রসগোল্লাটা অসাধারণ লেগেছিল। কুয়াকাটা যাবার পথে খেয়েছিলাম।

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অনেক মিষ্টি দোকানি আছে। যারা এখনো পুরাতন মিষ্টির আসল রঙ রূপ ধরে রেখেছে। তারা ব্যবসাটা আগে প্রাধান্য দেয়না । তারা বাপ দাদার রেখে যাওয়া শত বছরের ঐতিহ্য রক্ষা করে। আর আসল রসগোল্লা তৈরি করে।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৮

গোধুলী বেলা বলেছেন: যদিও মিষ্টি কম খাই তবে আজ রসগোল্লা খাবই।

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১১

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: রসগোল্লা খেলে বেশি রস ওয়ালা দেখে খাবেন। সিরা বেশি যে দোকানে

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৪

শাহিদা খানম তানিয়া বলেছেন:

আমার বানানো স্পঞ্জী এবং রসালো মালাই চপ।

আপনার রসগোল্লার স্বাদ বাড়িয়ে দিলাম। শুভ ব্লগিং। !:#P

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ধন্যবাদ আপনাকে, এখন এই রসে ডুবে যাওয়ার সময় হয়ে গেছে।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: কিছু কিছু গ্রামের বাজারে ভালো রসগোল্লা পাওয়া যায়।

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জি গ্রামের যারা মিষ্টি বিক্রি করে তারা এখনো আগের ঐতিহ্য ধরে রেখেছে।

শহরে লাভবান হতে চায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.