|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 আমি বিদ্রোহী
- আব্দুল্লাহ্ আল মামুন
ধনতান্ত্রিক এই সমাজে, প্রেমের কোন মূল্য নেই।
আমাদের কোন মূল্য  নেই।
অর্থের কাছে সবাই বিক্রি হয়ে গেছি।
পুঁজিবাদী  সমাজে আমার কোন মূল্য নেই।
আমার প্রেমের কোন মানে...
 ০ টি
০ টি   +০
+০
স্বপ্ন
♦♦♦♦
মো: আব্দুল্লাহ্ আল মামুন
*************
তোমাকে নিয়ে যে স্বপ্ন "
যে স্বপ্ন দেখেছে  আকাশের কালো চিল \'
হুতুম পেঁচার পাখার শব্দে "
যে স্বপ্ন দেখতে পারেনি বুনো শালিক।
আমি আজ সেই স্বপ্নে বিভোর \'
হাজার বছর...
 ০ টি
০ টি   +০
+০
বৃষ্টি নামুক আজ
#মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
বৃষ্টি নামুক আজ,
ভিজে যাক আমার প্রেমের বারান্দা।
বৃষ্টি নামুক,আর ভিজে যাক কবিতা।
আর আজিকার কবিদের দল।
এই বৃষ্টিতে ভিজে যাক।
কবিদের প্রেমিকার আঁচল।
প্রেমিকার কালো ঠোঁট,
আর চিবুকে জমা হোক এক...
 ৭ টি
৭ টি   +০
+০
 আমাদের চোখে তাকাও
- আব্দুল্লাহ্ আল মামুন
তোমরা কি আমাদের চোখে দেখো না?
কত ইতিহাস আছে লুকিয়ে।
কত ব্যথা সেখানে, রক্তের সাথে, জলের মতো।
শুকিয়ে আছে,  রোদের তাপে।
চারদিকে নরপিশাচ ,  
দেখো না...
 ৬ টি
৬ টি   +২
+২ 
আমাদের প্রেম
- আব্দুল্লাহ্ আল মামুন
শৈশবের  প্রেম ছিল,
প্রথম  ভালো লাগা।
কৈশোরের  প্রেম একটি হাতের ছোঁয়া।
আর প্রেম কাকে বলে জানা।
এভাবেই কত প্রেম আসে।
হাসি আর আনন্দের  প্রেম।
নারীর  প্রেম,...
 ৪ টি
৪ টি   +০
+০ 
আমিও প্রেমিক হতাম
- আব্দুল্লাহ্ আল মামুন
তুমি কাছে টেনে নিলে,
আমি প্রেমিক হবো,
তুমি কামিনী হলে, আমি কামনায় পুরুষ হবো।।
তুমি প্রেম শেখালে, আমি হবো কবি।
আমি হবো প্রেমের কবি।
আমি প্রেমিক, পিতা, সন্তান, স্বামী।
আমি...
 ৮ টি
৮ টি   +০
+০
তোমাকে দেখেছিলাম 
================
#মোঃ_আব্দুল্লাহ্_আল_মামুন 
তোমাকে দেখেছিলাম সেই শেষ প্রহরে। 
এখনো  তোমার হাসি কানে আন্দোলিত করে। 
এখনো সময়ের স্রোতে, তোমার স্পর্শ লেগে আছে। 
এখনো মাঠে মাঠে,  তোমার পদচিহ্ন দেখিতে পাই।...
 ৭ টি
৭ টি   +০
+০ 
আমি তোমার ঠোঁটে প্রেম খুঁজেছি
- আব্দুল্লাহ্ আল মামুন 
কবিরা বলে,তোমার গোলাপী ঠোঁটে প্রেম আছে।
আমি তোমার কালো ঠোঁটে ভ্রমর দেখেছি।
আমি তোমার কালো ঠোঁটে,
হাজার বছরের তৃষ্ণা দেখেছি,
দেখেছি  সজীব বিশুদ্ধ প্রেম।
কবিরা...
 ৬ টি
৬ টি   +০
+০ফিতরা বা ফেতরা(فطرة) আরবী শব্দ, যা ইসলামে যাকাতুল ফিতর (ফিতরের যাকাত) বা সাদাকাতুল ফিতর (ফিতরের সদকা) নামে পরিচিত। ফিতর বা ফাতুর বলতে সকালের খাদ্যদ্রব্য বোঝানো হয় যা দ্বারা রোজাদারগণ রোজা...
 ৭ টি
৭ টি   +১
+১টিম ওয়ার্ক ঃঃ সোজা কথায়, যখন কিছু মানুষ এক হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে, ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে কাজ করে – তাকেই টিম ওয়ার্ক বলে। একটি টিম একসাথে...
 ৪ টি
৪ টি   +০
+০  
কেউ কোথাও নেই 
====
কেউ কোথাও নেই, 
মানুষ শূন্য রাস্তা,  
কাকের ডাক,  আর কুকুরের ঘেউ ঘেউ। 
রাত্রে যে মানুষ গুলো, 
চায়ের দোকানে দিতো আড্ডা,  
তাদের দেখা...
 ১৬ টি
১৬ টি   +২
+২ 
তোমাকে ভালোবাসা অপরাধ ছিলো
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - 
_______======
তোমাকে ভালোবাসা টা ছিলো অপরাধ,
যে অপরাধ ক্ষমার অযোগ্য ছিল।
অপরাধ ছিলো তোমাকে পাশে চাইবার।
একটু সময় তোমাকে দেখার।
অপরাধ ছিলো ,তোমাকে দেখা, ।
আমি...
 ১১ টি
১১ টি   +১
+১স্নিগ্ধতা
++++++ 
  
সকালে খোলা ছাদের কোণায়।
দাঁড়িয়ে ছিলে একাই ।
কুয়াশা ঝরছিল খোপায় ।
প্রকৃতি ও বুঝি শান্তি নিচ্ছিল 
       তোমার গভীর স্নিগ্ধতায়।
তোমার স্নিগ্ধ ছোঁয়ায় ।।
প্রেমময়...
 ৮ টি
৮ টি   +২
+২পর্যটন নগরী চট্রগ্রামের দর্শনীয় স্থান সমূহ 
১)ভাটিয়ারী গলফ কোর্স এবং লেক।
২)সীতাকুণ্ড ইকো পার্ক।
৩)মিরসরাই মহামায়া লেক।
৪)ফ’য়েজ লেক।
৫)কালুর ঘাট মিনি বাংলাদেশ।
৬)ওয়ার সিমেন্ট্রি।
৭)পতেঙ্গা সৈকত এবং নেভাল সৈকত।
পার্কি সৈকত।
৮)চালন্দা গিরিপথ
৯)গুলিয়াখালী সমুদ্র সৈকত।
১০)বিবি মসজিদ 
১১)...
 ১১ টি
১১ টি   +০
+০ 
মার্কেটিং   এ বাজার,  বাজারজাতকরন সম্পর্কে যে ধারণা দেয়।  অর্থনীতি সেই সংজ্ঞা বা ধারণা দেয়না।   আর আমরা  সাধারণ মানুষ বাজার সম্পর্কে  যে...
 ৫ টি
৫ টি   +০
+০©somewhere in net ltd.