নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোজাম্মেল হায়দার

জানতে হবে অনেক কিছু

মোজাম্মেল হায়দার › বিস্তারিত পোস্টঃ

কাতারে পহেলা বৈশাখের অনুষ্ঠান ১১ এপ্রিল

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৬

কাতারে পহেলা বৈশাখের অনুষ্ঠান ১১ এপ্রিল

পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১১ এপ্রিল কাতারে বৈশাখী কনসার্টের আয়োজন করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাঙালিরা।



কাতারে বসবাসরত প্রবাসীদের সংগঠন ফ্রেন্ডস সোসাইটি র উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

কনসার্টটি অনুষ্ঠিত হবে ওল্ড ইন্ডিয়ান আইডিয়াল স্কুল মাঠ (মিডম্যাক রাউন্ড অ্যাবাউটের পার্শ্বে ।



অনুষ্ঠানে বাংলাদেশ যে অতিথিরা যাবেন তারা হলেন- জাহিদ হাসান, ইলিয়াছ কাঞ্চন, মোশাররফ করিম, বাবর আলী,আ খ ম হাসান, মাজনুন মিজান, তারেক স্বপন,পারভেজ, কুদ্দুস বয়াতি, রিংকু, নিপুন, নির্ঝর, সুজানা, শামিমা নাজনিন, প্রমি,আফনান লাইভা, শাহনাজ বাবু ও জুই মোশাররফ করিম।

কাতারে বসবাসরত বাঙালি ভাইদের কে বৈশাখী কনসার্টে আসার জন্য বিশেষ ভাবে আনুরদ করা হইল।

টিকেট ও বিস্তারিত জানার জন্য মোবাইল করতে পারেন।

রিয়াদ

০০৯৭৪৬৬৬২০৬৯৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৯

চায়নাবুড়া১৮ বলেছেন: অনেক মিস করি কাতারের বাংলাদেশ স্কুলের কালচারাল প্রোগ্রাম। নব্বইয়ের দশকের সেই দিন গুলি। ঈদের চার দিন মেলা, সন্ধ্যা থেকে রাত অব্দি গান, নাচ, নাটক , খাওয়া দাওয়া, হই-হুল্লর, উফ কি যে আনন্দ , বলে শেষ করা যাবে না।
বিশেষ করে সবচাইতে বেশি লোক হতো আমাদের ''উদয়ন ব্রাদাস'' এর যেদিন প্রোগ্রাম থাকতো । ( দর্শক সারিতে আসন নিয়ে মারামারি ) ।
ঈদের ১০/১৫ দিন আগে থেকে স্কুলের ভিতর সারারাত রিহারসেল। মনে পরে সেলিম ভাই, জামিল ভাই, মফিয ভাই, মনোয়ার ভাই, ইসমাইল ভাই, জোড়া মালেক ভাই, আরো অনেককে ।
আমি ছিলাম আমাদের ব্যান্ডের ( উদয়দ ব্রাদাস ) কীবোর্ড প্লেয়ার, ও ভোকাল, ড্রামার অয়ালিদ কাতারি, ওমানি মহাম্মদ ব্যাস গীটার, সান্তশ লিড গীটার, লিটন, শা-আলম, সভিন নেপালি, । হুমায়ুন, বাপ্পা এখনো কাতারেই আছে।
তাদের সবাইকে মিস করি, সত্যি খুব মিস করি ।
আমি অ্যাপোলো তোমাদের জানাই ১১ এপ্রিল বৈশাখের অনেক অনেক সুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.