নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shahin Alam Riyad

Shahin Alam Riyad › বিস্তারিত পোস্টঃ

ইংরেজী নাকি বাংলা গুরুত্বপূর্ণ?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৯

আপনি যদি খেয়াল করেন দেখবেন, পাঠ্যক্রম, শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক সবাই ইংরেজীকে তাক করেন। পরীক্ষায় ফল বেরুলে প্রথমে ইংরেজীতে কত এসেছে সেই চিন্তা। বাংলা নাম্বার আদৌ জিজ্ঞেস করা হয়? ইংরেজী কেনো গুরুত্বপূর্ণ? আন্তর্জাতিক ভাষা বলে? তাই বলে বাংলার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ? ইংরেজী দুই পত্রে পড়ানো হয়। এক পত্রে পড়ালেই তো কথা বলার মতো ইংরেজী শিখতে খুব বেশী দিন লাগবে না। এতো গ্রামার, নীতি, অনেক চিঠি, ইমেইল, রচনা, অনুচ্ছেদ কেনো শেখানো হয়? যারা ইংরেজী টেন্স জানে, তারা কি বাংলা কাল জানে? এদেশের অধিকাংশ মানুষের ইংরেজী ভাষী দেশের সাথে যোগাযোগের দরকার হয় না। মানে অধিকাংশ মানুষের ইংরেজী তেমন কাজে আসে না। ফেসবুক স্ট্যাটাস দেয়া, ভিসা পড়া বা অনলাইন গেম খেলতে যতোটা ইংরেজী লাগে, সেটা এক পত্রে ইংরেজী পড়ালেই চলবে। ব্রিটিশরা যেই গোলামি শিক্ষা পদ্ধতি রেখে গেছে সেটা এখনও বহাল। ইংরেজী শব্দ দৈনন্দিন কথায় ব্যবহার করে গর্বিত হই, কিন্তু এটা লজ্জার। বহু উন্নত দেশের অনেক লোক ইংরেজী জানে না বা শিখতে তেমন আগ্রহও দেখায় না। নিজেদের মাঝে কথা বলতে তারা ইংরেজী একদমই ব্যবহার করে না। তারা কি এজন্য পিছিয়ে গেছে? মাত্রাতিরিক্ত ইংরেজী বা বাংলাকে ভুলে ইংরেজী একদম নয়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.