![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের পানি ধরে রাখতে পারলাম না, I salute u সৈয়দ শহিদুল হক
মামা আপনাকে..
আজ তিনি ATN NEWS কে যা বললেন
তা যদি কেও শুনে থাকেন লজ্জায়
আপনার মাথা হেট হয়ে যেতে বাধ্য...
তিনি এই কাদের মোল্লার মামলার
অন্যতম সাক্ষী ছিলেন, আজ
তিনি হতাশ হয়ে LIVE অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে বলেছেন, "আমি দেশের সবাইকে বলছি আমি যদি মারা যাই
এই দেশে আমায় মাটি দিওনা ,আমাকে Sweden এ নিয়ে যেও.. এত কষ্ট করে এত দূর থেকে এসে যার বিপক্ষে সাক্ষী দিলাম তার রায় আজ যাবজ্জীবন !
আমি জানি জামায়াতের অন্যতম
টার্গেট আমি, হয়তো দেখবেন আমার
লাশ এই বাংলার কোথাও পরে আছে সেদিন আমাকে তোমরা এই বাংলায় মাটি দিওনা "
একজন বীর মুক্তিযোদ্ধা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারেন... আমি আজ নিজেকে থু দেই, কারন আমি এই দেশে জন্মেছি...
মাফ করবেন ।।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯
খুব সাধারন একজন বলেছেন: কষ্ট।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১
পৈতাল বলেছেন: খুনের সাজা যাবত জিবন নয়।খুনের সাস্তি ফাসি।আর যুদ্ধাপরাধের সাস্তি একেকজন-কে দশবার করে ফাসি।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২
ইলিয়াছ বলেছেন: ভাই কিসের জন্য মাফ চান। আমাদের দেশে অন্যায় টাই হল সঠিক কাজ। এদেশে আইন নাই।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
ইলিয়াছ বলেছেন: শত শত লোক মারলে যদি যাবজ্জীবন হয় তাহলে দুই এক জন খুন করলে তো কিছুই হবে না
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
আল ইফরান বলেছেন: আমি যদি মারা যাই
এই দেশে আমায় মাটি দিওনা ,আমাকে Sweden এ নিয়ে যেও.. এত কষ্ট করে এত দূর থেকে এসে যার বিপক্ষে সাক্ষী দিলাম তার রায় আজ যাবজ্জীবন !
কতটা কস্ট পেলে একজন মুক্তিযোদ্ধা এই কথাগুলো বলতে পারেন, তা চিন্তা করলেই মনের ভিতর একটা অজানা জিঘাংসার প্রবৃত্তি কেন যেন মাথা চাড়া দিয়ে উঠতে চায়।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৪
শার্লক বলেছেন: নিজেকে থু দেবে কেন দেবে তো এই প্রহসনের বিচার যারা করলো তাদের মুখে। আর কোনদিন কেউ যদি কয় বাঙালী বীরের জাতি ওর মুখে থু দিমু। এক রাজাকার ক্ষমতায় আর এক রাজাকার রাস্তায়।