![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটি মানুষের মাঝে এক অসাধারণ প্রতিভা থাকে।।।।
এই প্রতিভার দ্বারা সকলে মুগ্ধ হয়।।।
এই প্রতিভা মাঝে অন্যতম প্রতিভা হলো কথা।।।।
যে মানুষের কথা বলার ধরন যত সুন্দর,
সেই মানুষ ততই সবার নিকট প্রিয়।।
যে কথার মাঝে মজা,আনন্দ,রহস্য,আকাঙ্ক্ষা থাকে,
যে কথায় হাসির ঝর্না বয়ে যায়,
যে কথায় হৃদয় ছুঁয়ে যায়,
যে কথায় ঝাল,মিষ্টি,টক এই তিনটির স্বাদ বিদ্যমান,
সেই কথা আকর্ষণীয়
সেই কথা মুগ্ধকর
সেই কথা শুনার আগ্রহ থাকে
সেই কথার অপেক্ষায় থাকা হয়।।।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭
রিয়াদ মাহমুদ জাকারিয়া বলেছেন: জানিনা আমার কথায় আছে কি যাদু ?
হতে কি পেরেছি সবার বন্ধু?
সবার কাছে আমি অনেক তিক্ত,
তোমারা ছাড়া আমি অনেক রিক্ত।