![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মরন করে দূর অতীত
এমন কিছু ছবি
ছবিগুলো সামনে এলেই
মন হয়ে যায় কবি।
এমনি পাওয়া এই ছবিটি
উটল এখন ভেসে
আমি ও খালাত ভাই
তুলেছিলাম হেসে।
রাত বারোটায় ল্যাপটপ সাথে
ছিলাম দুজন বসে
এই ছবিটা বন্ধি হয়ে
পড়ল হটাৎ খসে।
সেই ভাইটির বিয়ে হবে
আর কিছুদিন বাকি
এমনি পাওয়া এই ছবিটি
যত্ন করে রাখি।।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৬
রাজীব নুর বলেছেন: বেশ।