নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Freelance media worker & professional journalist.

রিজভী

https://www.facebook.com/Rizvibd

রিজভী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি কি আদৌ কোন পেশা?

২৪ শে জুন, ২০১৫ রাত ২:২০

ক'দিন আগের কথা।

দেশের অনলাইন গণমাধ্যমগুলোতে দিনভর একটি সংবাদ ঘুরে ফিরছে। সেটি হলো- “ট্রেনে কাটা পড়ে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত”।

যিনি মারা গেছেন তিনি কোন দলের মতাদর্শী সেটি নিয়ে আমার মাথা ব্যথা নেই। কারণ এ দেশের সকল প্রাপ্ত বয়স্ক মানুষই কোন না কোন দলের মতাদর্শ ধারণ করেন। যিনি বলেন তিনি কোন দলকেই সাপোর্ট করেন না, হয় তিনি ভন্ড না হয় মিথ্যাবাদী। সে যাই হোক, আমার প্রশ্নটা হলো গণমাধ্যমগুলো কেন ব্যক্তির রাজনৈতিক পরিচয়কেই সর্বদা হাইলাইট করে?

এ কথা বলার অপেক্ষা রাখে না যে, কোন সড়ক দুর্ঘটনায় যদি কেউ নিহত হন তবে বলার প্রয়োজন নেই যে আওয়ামী লীগ নাকি বিএনপি বা অন্য কোন দলের কেউ মারা গেল। যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না। কিংবা তার রাজনৈতিক পরিচয় কি ছিল সেটাও তো তার মৃত্যুর পর কোন কাজে আসবে না। তবু কেন রাজনৈতিক পরিচয় কে টেনে আনা হয়? সেই ব্যক্তি তো কোন না কোন পেশাজীবী ছিলেন। সেটিকেই কেন হাইলাইট করা হয় না?

একথা সত্য যে এদেশে রাজনীতি করাটাকেও অনেকে পেশা হিসেবেই গণ্য করেন। কারণ বিগত দিনগুলোতে নির্বাচনে অনেক প্রার্থীই পেশা হিসেবে লেখেন রাজনীতি। অথচ এটা কি আদৌ কোন পেশা?

অবশ্যই নয়।

টেন্ডারবাজি করে কিংবা কন্ট্রাক্টরের কাছ থেকে টু-পাইস নিয়ে চলাই তো এসব রাজনীতিজীবীদের ইনকাম? আর এটা তো মোটেই কোন বৈধ আয়ের উপায় বা স্বীকৃত কোন পন্থাও নয়। তবে কেন আমরা পেশা হিসেবে রাজনীতিকে টেনে আনবো। বরং কৃষক বা ব্যবসায়ীর পরিচয়টাও অনেক সম্মানিত। তাই অন্তত সকল গণমাধ্যমেরই উচিত ব্যক্তির রাজনৈতিক পরিচয়কে হাইলাইট না করা। কারণ রাজনীতি ব্যক্তিকে তৈরি করে না, বরং ব্যক্তিই রাজনীতিকে বিনির্মাণ করেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৫ রাত ৩:৫৭

নতুন বলেছেন: রাজনিতির চেয়ে লাভজনক আর শুধু পীর/মাজার ব্যবসাই আছে অন্য কোন ধান্দাই এর কাছে কিছু না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.