নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যান্ত্রিকতার স্বরচিত কারাগারে আমি এক অযান্ত্রিক মানুষ

রিশাদ রিজওয়ান

একেবারেই সাদামাটা এক ছেলে আমি । আর দশজনের মত আমিও বৃত্তাবদ্ধ । তবে স্বপ্ন দেখতে ভালবাসি ভীষণ । গাইবান্ধা শহরে আমার জন্ম এবং বেড়ে ওঠা । ছোট্ট সে শহরের অলি গলির সাথে আমার মিতালি । সময়ের সাথে তাল মেলাতে গিয়ে আমার প্রিয় ব্রক্ষ্মপুত্রকে ছেড়ে বহুদূরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র-কৌশল বিভাগের ক্লাসে বসে অনেকের সাথে আমিও স্বপ্ন দেখি অনাগত দিনের । সেইসব স্বপ্নকল্পের হিসেব না হয় সময়ই দেবে । আর আমার এই লেখালেখি – এ নিছক এক সাদামাটা চরিত্রের আত্মকথন । আমার মানসিকতা যথেষ্ট কিংবা প্রচন্ড বিকৃত । স্বয়ং প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এটি বলেছেন । সত্য বলতে কী, চারপাশের সব নষ্ট হয়ে যাওয়া মানুষদেরকে দেখতে দেখতে আমিও বিকৃত, নষ্ট হয়ে গেছি । সেই নষ্ট জঞ্জাল থেকেই কোন একদিন শুদ্ধ কোন ফিনিক্সের জন্ম হবে কিনা তা জানা নেই । তবে হলেও অবাক হব না ।

রিশাদ রিজওয়ান › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি ......

২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৬

মাননীয় প্রধানমন্ত্রী



কেমন আছেন ?? জানি , ভালো নেই ।

আপনাকে আঘাত করতে নয় , আমাদের দুঃখ আর শোকের , গ্লানি আর ক্ষোভের কথা গুলি জানাতেই আপনাকে এই চিঠি লেখা । আপনাকে আমাদের একজন ভেবেই লেখা । জানি এ চিঠি গন্তব্যে পৌছবার নয় । তবু লেখা এ আশায় ... চিঠি না হোক আমাদের কান্না গুলো যেন বাতাসে ভেসে হলেও পৌছে । হয়ত আজ নয় , কাল নয় , হয়ত কোন এক দিন ।





কোথায় যাচ্ছি আমরা ?? গন্তব্য আরো কত নীচে ??? আরো কতটা অধঃপতিত হলে আমাদের সচলায়তনের দ্বার খুলবে ????



আমরা ; আমাদের বাংলাদেশ ।



বিধাতাও বুঝিবা মুখ ফিরিয়ে নিয়েছেন । তাই প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা । জীবনের নিশ্চয়তা অনেক আগে থেকেই নেই আমাদের । কিন্তু এখন জীবনের কোন মূল্যও যে নেই । কোন এক রাজা-রাণীর রাজত্ব কালে আমাদের একটা জীবনের দাম নেমে দাঁড়ায় একটা “ব্ল্যাক বেঙ্গল ছাগলে”র দামে । আর আজ ?? কী পেয়ে বসেছে দেশটাকে ??? একটার পর একটা লঞ্চ ডুবছে । প্রতিদিন কেঊ না কেঊ খুন হচ্ছে । এখন খুনের স্টাইল বদলেছে । কেবল মেরেই শান্তি নয় ... কেটে টুকরো টুকরো করে নদিতে ফেলে দিলে, বা বস্তা বন্দি করে মাটি চাপা দিয়ে তবে শান্তি । আজ একটা ট্রেন উলটে পড়ছে তো কাল দশটা বাস খাদে পড়ছে । মিরসরাই এ যা হল – তাতে সারা দেশে শোকদিবস পালন করলেও খুব কিছু করা হয় না । যে জীবন ঝরেছে , তাকে পাবো কি ফিরে ??? যে বাবা মা’র কোল খালি হয়েছে তা ভরতে পারে পৃথিবীর কোন রাজা-রাণী । আমার ভাইয়ের মৃত্যুর পর, আমার বোন ধর্ষিত হবার পর প্রধান-মন্ত্রীর স্বান্তনায় আমার কী হবে ? ভিকারুন্নেসায় যা হল , তার দায় কী উপর তলার কারো উপর বর্তায় না ??? হৈ-চৈ হল দিন দুয়েক । আমরা অনেকেই উত্তপ্ত সংবাদে নিজেরাও উত্তপ্ত হয়ে উঠলাম । কত জনের মুন্ডু উচ্ছেদ করলাম । তারপর ??? ওই নির্যাতিতা মেয়েটির কি হবে ? তার পরিবারের ? তার স্বপ্নের ??? মিরসরাইয়ে এত গুলি প্রাণ একসাথে ঝরে গেল । এর জবাব কে দেবে ?? কেউ না ?? আমাদের রাজা রাণীদের ছেলেমেয়েদের কারো কোন দুর্ঘটনা ঘটে না কেন ?? নাকি তারা ব্রাক্ষ্মণ ?? ব্রক্ষ্মাচারি ? তাই আমাদের বিধাতার দয়া তাদের উপর বৃষ্টির মত ঝরে পরে ??



এই ৪৪ টা প্রাণ । এদেরই তো কেউ হত ডাক্তার- হাজার প্রাণ বাচাতে , কেউ বা প্রকৌশলি- সভ্যতার বিনির্মানে , কেউ বিজ্ঞানী কিংবা হয়ত এদের মাঝেই ছিল আমাদের জাতির সত্যিকারের কোন আদর্শ রাজনিতিক – কান্ডারি । কে জানে !



মাননীয় প্রধানমন্ত্রী ,



আপনার স্বান্তনার মুল্য যে একেবারেই নগন্য এই প্রাণের নির্বাপিত সম্ভাবনার কাছে । আপনার অনুভুতিকে আঘাত করে নয় , কিন্তু , আমাদের ওই বোনটির , চোখের জল ধারা যে আমাদের জাতিগত অধঃপতনকে চিন্হিত করে আপনার দিকেও অঙ্গুলি সঙ্কেত করে । ও’র মত সহস্র প্রাণের নিরাপত্তার দায়িত্ব যে আপনি স্বেচ্ছায় কাধে তুলে নিয়েছেন । দায়িত্ব নিলে দায়টুকুও যে নিতে হয় ।



আমি নিশ্চিত মাননীয় নেত্রী ,

মিরসরাই এর ওই অতগুলি প্রাণ যে ঝরে গেল , ওরা রাজনিতির তাপ বুঝে উঠবার মত বড় হয়ে উঠে নি , ওরা কেঊই আপনার বা আপনাদের মত আমাদের প্রভুদের সম্পর্কে এখনো খুব বেশি কিছু শুনে উঠে নি , আমি নিশ্চিত মাননীয় নেত্রী , ওরা অন্য জগতে হারিয়ে যাবার আগে মুহুর্তের জন্য হলেও ভেবেছিল , তাদের প্রধানমন্ত্রী হয়ত তাদের জন্য কিছু একটা হলেও করতে পারে । আমি জানি মাননীয় নেত্রী , আপনার কিছুই করবার ছিল না । কিন্তু আমি এও জানি, আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন । এদেশের মানুষ আপনাকে সেই ক্ষমতাটুকু দিয়েছে , ভালবেসেই দিয়েছে ; ভালবাসার অবমূল্যায়ন করবেন না ।



আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি না , আমরা যোগাযোগ মন্ত্রী বুঝি না , আমরা ন্যায়-অন্যায়-রক্ষক-ভক্কক ইত্যাদি বিবিধ মন্ত্রী বুঝি না । আমরা বুঝতে চাই আপনাকে । কারণ আমরা নিয়োগ করেছি আপনাকে , আপনি করেছেন তাদেরকে । তারা আপনাকে জবাব দিতে পারে । কিন্তু আমাদের কাছে আপনাকেই , হ্যা , আপনাকেই জবাব দিতে হবে ।



আর কতবার আমাদের এই বাংলা মাকে ধর্ষিত হতে হবে ???? তার রানের উপর দিয়ে রক্ত স্রোত বয়ে চলেছে । আরও কতবার ???? আর কতবার আমার বাবাকে বেয়নেট আর বুলেটে ক্ষত-বিক্ষত হতে হবে ??? আর কতবার আমার ভাইকে বিনা কারণে পথে চলতে চলতে মরতে হবে ???? আর কতবার আমাকে কান্নার বদলে বিদ্রোহ করতে হবে ???



আমরা আর পারছিনা মাননীয় প্রধানমন্ত্রী ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:২৩

অচেনা রাজ্যের রাজা বলেছেন: আর কত চিঠি দিবেন ?? আমাদের মতো সাধারণের চিঠি দেশপ্রেমিকদের কাছে পৌঁছায় না।

২| ২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৫:৪৭

প্রথম বাংলা বলেছেন:
জনতার দুরবস্তার কথা তাদের কাছে না বেলে চলেন তাদের সমাজের প্রথম শ্রেণীর নৈতিক অবক্ষয় এবং লুভ লালসার কথা জনতার কাছে প্রকাশ করি।

সুদিন একদিন আসবে।

৩| ২৩ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৭

বাংলার মানুষ হ্যাপি বলেছেন: স্টিকি করা হোক । আর করেই বা কি লাভ ওনী ত আছেন শুধু ওনার বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য, তাও পারবেন কিনা ?

৪| ২৩ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৭

সত্য কথায় যত দোষ ! বলেছেন: আপনার ঐতিহাসিক চিঠি পড়ার সময় নাই। তিনি এখন বংগবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলা সিনেমার নায়ক-নায়িকাদের নিয়ে মৌজ কর্সেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.