![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপডেট
আমার এই ব্লগটা নিয়ে কেন জানি বিতর্ক শুরু হয়ে গেল। আমি দুঃখিত। আমি কেবল নিজের কথাই শেয়ার করেছি। প্লিজ এর মাঝে অন্য কোনো বিতর্ক না করলেই খুশী হবো।
এই লেখার মন্তব্য অংশে কেউ কেউ অপ্রাসঙ্গিকভাবে অন্যান্য কউকে টেনে এনেছেন। আর এই প্রসঙ্গ নিয়ে কিছু বিতর্কও হয়েছে। এই ব্লগে আমার লেখা নিয়ে সমালোচনা হলে কোনো সমস্যাে নই। সেটি গ্রহণ করার কত মানসিকতা আমার আছে। কিন্তু অন্য বিষয় নিয়ে সমালোচনা এখানে না হওযাই ভাল তাই কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য এখান থেকে মুছে দিয়েছি। আশা করি অপ্রাসঙ্গিক বিষ নিয়ে আলোচনা আর হবে না।)
কৃষি অনুষ্ঠান মাটি ও মানুষে কাজ শুরু করেছিলাম ১৪ জানুয়ারী ১৯৮৩ ।
দেখতে দেখতে পার হয়ে গেলো ৩০ বছর্। যখন অনুষঠান শুরু করি তখনও বিম্ববিদ্যারয়ে যাওয়া আসা ছিল। মধুর ক্যান্টিনে বন্ধুরা (তাহেরউল্লাহ এবং অন্যান্যরা ) রসিকতা করে বলতেন- আপনি মিয়া উড়চুঙ্গা আর লেদা পোকা নিয়ে আছেন। বলাই বাহুল্য আমি তখন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনের কর্মী ছিলাম। যখন আমি ব্রেখট এর নাটক করেছি, আবৃত্তি করেছি টিএসসি তে, আন্ত বিশ্বদ্যিালয় সাংস্কৃতিক আন্দোলন করেছি তখনই আবার ছুটেছি কৃষকরে মাঠে, সরিষার ক্ষেতে, আলুর মাঠে- ধান ক্ষেতের আইলে। কত জায়গায় জায়গায় গিয়েছি সব মনে নেই। কতটা অনুষ্ঠান করেছি তা মনে নেই।
৩০ বছরে প্রতি সপ্তাহে এক দিন করে হলেও মাঠে দেখেছি হিসাব করলে প্রায় কমপক্ষে ১৫০০ দিন। প্রায় ৪ বছর। কত হাজার কিলোমিটার ভ্রমণ করেছি সেটা বলতে পারবো না, কতটা গ্রামে গিয়েছি তাও মনে নেই। কতটা পর্ব প্রচারিত হয়েছে সেটাও রেকর্ড নেই। আসলে রেকর্ডের জন্য তো আর কাজ করিনি, তারই রেকর্ড রক্ষার চেষ্টাও হয়নি।
আজকাল ২৫, ৫০, ১০০ পর্ব করেই মানুষ আয়োজন করে- আড়ম্বর করে।
আমি তো কাজ করি সরকারি টিভিতে নিজের ঢোল সেখানে পেটানো যায়না। তারপরও ভাল আছি। এখনো কৃষকরে মাঠে যখন যাই তারা এতটা আপন ভাবে যে মনে হয় কত জন্ম জন্মান্তর থেকে আমরা পরিচিত। মানুষের ভালভাসা, তাদের হাসি কান্না, তাদের আনন্দ আয়োজনে আমি আছি।
গাইবন্ধার কৃষক মাঠের আখ কেটে নিয়ে আসেন--। বগুড়ার কৃষক-- তার গাছে কূল ধরলে আমার জন্য রেখে দেন। আমাকে না খাইয়ে সে এখনো কূল মুখে দেয় না। যাশোর খাজুরা গ্রামের আইয়ুব হোসেন নিজের গাছের রস সংগ্রহ আমার জন্য গুড় নিয়ে আসেন। তাদের ভালবাসায় আমার জীবন পূর্ণ।
এই ৩০ বছর আমি আনন্দে আছি। মাটি ও মানুষের সাথেই আছি।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আপনাকে আমি চিনি রেজা আঙ্কেল। আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি। ছোট্ট এ বিশ্ববিদ্যালয়টিতে অনেক সমস্যা। বিশেষ করে সিলেটের কৃষি ব্যবস্থাতেও অনেক সমস্যা। আপনাদের টিম যদি এ দিকে একটু নজর দিত। কথা দিচ্ছি, মাটি ও মানুষের জন্য জান দিয়ে খাটব >
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
রেজা সিদ্দিক বলেছেন: সিলেটের কৃষি ব্যবস্থার উপর আমি অনেকগুলো অনুষ্ঠান করেছি। সফলতা এবং সমস্যাটাও অনেক। আপনার কথা মনে থাকবে। ভবিষ্যতে নিশ্চয়ই যোগাযোগ হবে।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ক্ষুধিত পাষাণ বলেছেন: শাইখ সিরাজের প্রানবন্ত উপস্থাপনার গুনেই একসময় মাটি ও মানুষ অনুষ্ঠানটি বিটিভি'র যেকোনো ম্যাগাজিন অনুষ্ঠানের চাইতেই বেশী জনপ্রিয়তা পেয়েছিল-যেখানে আপনার ভূমিকাও উল্লেখযোগ্য।
শুভ কামনা।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
জাহিদ ফারুকী বলেছেন: আপনি আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। আপনার উপস্থাপনা সত্যি প্রান জুড়িয়ে দেয়।
আপনার কণ্ঠ আজও আমার কানে বাজে। ছোটবেলা থেকেই আপনাকে খুব পছন্দ করি।
বিদেশে থাকি তাই বি টি ভি আর দেখা হয় না। আপনি কি পারেন না ইউটিউবে পর্ব গুলো আপলোড করতে?
খুব নষ্টালজিক হয়ে গেলাম আপনার পোষ্ট দেখে।
খুব ভালো থাকুন।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইউটিউব এ কিছু আপলোড করা আছে। দেখতে পারেন।
http://www.youtube.com/user/MatioManushbd1
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
শার্লক বলেছেন: যখন ছোট ছিলাম তখন তো শুধুমাত্র বিটিভি ছিল তখন থেকেই শুরু মাটি ও মানুষ দেখা, কেন জানি ঐ বয়সেও মাটি ও মানুষ অনুষ্ঠানটা মিস করতাম না, হয়তো মাটি ও মানুষের জন্য । ভাল লাগলো আপনার অনুভূতি।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিকড় কি কখনো ভোলা যায়।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
কালোপরী বলেছেন: আমি আপনার একজন ভক্ত। স্কুলে যাওয়ার আগে স্কুল থেকে আসার পর কিংবা শুক্র শনিবার বেলা ১০ কি ১১টায় আবার বিকাল ৩টা কি ৪টায় বসে থাকতাম মাটি ও মানুষ দেখতে। জানিনা সময়টা ঠিক বলছি কি না। মাটি ও মানুষ স্বাস্থ্য কথা এই অনুষ্ঠানগুলো দেখতে খুব ভালবাসতাম । বড় বড় বাঁধাকপি, পেয়ারা, শাক, ধানের পোকা আরও কত কি। অনেকদিন টিভিই দেখা হয়না
আমি আপনার ব্লগে লুকিয়ে লুকিয়ে আসি। ভক্ত কথাটা উচ্চারণ করতে লজ্জ্বা লাগে। আজ বললাম কেন??
যারা আপনাদের চেনে না তাদের আসলে লজ্জ্বা পাওয়া উচিত। আর কিছু বলতে ইচ্ছা করছে না, কারন ক্যাচাল আমারও ভাল লাগে না
অনেক অনেক ভাল থাকবেন
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমাকে কে চিনবেন আর কে চিনবেন না সেটা তো বড় কথা নয়। আমরা তো ঘটক মাত্র। আসল কাজ তো কৃষকরাই করছেন। তাদের প্রতি মানুষের ভালবাসা যদি বাড়ে তবে তো আমাদের সফলতা।
আমার ব্লগে আপনার এই নিঃশব্দ যাওয়া আসা, সেতো আমাকে প্রাণিত করবে।
আপনিও ভাল থাকবেন।
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: বিতর্ক করতে চাই না। তবে বাংলাদেশ টেলিভিশনের ইতিহাস অনুযায়ী শাইখ সিরাজ ১২৮৩-৮৪ সালে করতেন ইউনিভার্সিটি ম্যাগাজিন। এরশাদ সরকার এই অনুষ্ঠান বন্ধ করে দেয়। তখন মোস্তফা কামাল সৈয়দ আলিমুজ্জামানকে অনুরোধ করেন শাইখকে মাটি মানুষে নিতে। বলাই বাহুল্য তখন থেকে রেজা সিদ্দিক ও শাইখ সিরাজ একসাথে অনুষ্ঠান করতে থাকেন। শাইখ সিরাজ অত্যন্ত সফল উপস্থাপক কোনো সন্দেহ নেই। কিন্তু তার সহকারী বলে রেজা সিদ্দিক কে তাচ্ছিল্য করাটা ভদ্রতার লক্ষণ নয়।
প্রাইমারি শিক্ষখদের কাছে অ আ শিখে অনেকে বড় ডিগ্রী নিয়ে শিক্ষা অধিদপ্তরের বড় কর্তা হতে পারেন। তাই বলে তার ছোটবেলার শিক্ষকটি তার সহকারী হয়ে যায় না। এটা বিকৃত রূচির পরিচায়ক।
এরপর আর কোনো কথা বলতে চাই না। ধন্যবাদ।
রেজা সিদ্দিক আপনি নিশ্চয়ই বিতর্ক চান না। কিন্তু আপনারে পক্ষে দু চারটা কথা বলে মানুষের প্রতি আপনার ভালভাসার জন্য যে ঋণ জন্মেছে তার কিছুটা শোধ করতে চাই।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
রেজা সিদ্দিক বলেছেন: আমার প্রতি আপনার ভালবাসা হয়তো একটু বেশি। কিন্তু কি প্রয়োজন আছে এত কথা বলার?
ধরুন যমুনা নদীর সামনে দাঁড়িয়ে কেউ দি বলে এটা পদ্মা তাহলে যমুনা বা পদ্মার কি কিছু আসে যায়? যে যতটুকু জানে তিনি ততটুকুই বলবেন। তাতে কারো দঃখ পাওয়ারও কিছু নাই আর আনন্দিত হওয়ারও কিছু নাই।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
অজানামন বলেছেন: বাংলাদেশের টিভি অনুষ্ঠানে সব চাইতে জনপ্রিয় অনুষ্ঠান "মাটি ও মানুষ" আমাদের উপহার দেওয়ার জন্য আপনার+সাইখ সিরাজের কাছে কৃতজ্ঞ। চালিয়ে যান আঙ্কেল
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
অজানামন বলেছেন: গত কিছুদিন আগে আপ্নার আর আপনার অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছিল এক বড় ভাইয়ের সাথে।আপনি হয়তো জানেননা যে আপনার এই "মাটি ও মানুষ" "ইত্যাদি" এর চেয়েও জনপ্রিয় । আপনারা নিঃস্বার্থ ভাবে বাংলার মাটি এবং মানুষকে ভালবাসেন বলেই হয়তো টিআরপি খুঁজে বেড়ান না,অথবা বাংলার খেটে খাওয়া কৃষক গুলা কৃষক বলেই তাদের মতামত টিআরপিতে প্রকাশ পায়্না।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
রেজা সিদ্দিক বলেছেন: আসলে দুই ক্ষেত্রে দর্শকতো আলাদা। তবে একথাও ঠিক যে টিআরপি আমরা খুজি না। আমরা প্রয়োজনটা দেখার চেষ্টা করি। আপনার মন্তব্যের জ্ন্য অনেক ধন্যবাদ।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
অজানামন বলেছেন: গত কিছুদিন আগে আপ্নার আর আপনার অনুষ্ঠান নিয়ে কথা হচ্ছিল এক বড় ভাইয়ের সাথে।আপনি হয়তো জানেননা যে আপনার এই "মাটি ও মানুষ" "ইত্যাদি" এর চেয়েও জনপ্রিয় । আপনারা নিঃস্বার্থ ভাবে বাংলার মাটি এবং মানুষকে ভালবাসেন বলেই হয়তো টিআরপি খুঁজে বেড়ান না,অথবা বাংলার খেটে খাওয়া কৃষক গুলা কৃষক বলেই তাদের মতামত টিআরপিতে প্রকাশ পায়্না।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: রেজা ভাই, আপনি এই ব্লগে লেখেন এটা আমি জানতাম না। আজই আপনার এই মোবাইলে এই পোষ্ট দেখলাম এবং পড়লাম। শুধু আপনার এই পোস্টে কমেন্ট করে আপনাকে অনুসরনে নেয়ার জন্যই লগইন করেছি।
আপনার অসাধারন বাচনভঙ্গিসহকারে মাটি ও মানুষ উপস্থাপনা এখনও আমার কানে বাজে ও চোখে ভাসে। যদিও টিভি এখন দেখার সময়ই পাই না। শ্রদ্ধা জানিয়ে গেলাম........
১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২
রেজা সিদ্দিক বলেছেন: আপনকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০
ইকরাম উল্যাহ বলেছেন: আমি আপনার অনুষ্ঠান একটা সময় নিয়মিত দেখতাম। বিশেষ করে এসএসসির আগে। সেবার গ্রামের বাড়িতে উঠানের দখলও নিয়েছিলাম। আমি চিফ আর আমার সাঙ্গপাঙ্গরা বাগান পাহারা দিত। আপনার অনুষ্ঠান দেখে একবার জাম্বুরা গাছে কলম করতে গিয়েছিলাম, ব্যাডলাক বাগানের মত সে উদ্যোগ সফল হয়নি!
ঢাকায় আসার পর টিভি দেখা কমিয়ে দিয়েছি। আর বিটিভিতো দেখাই হয় না, যদিও আমি এর পাশেই থাকি।
আপনাকে সামুতে দেখার পর ফলো করি।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
রেজা সিদ্দিক বলেছেন: এক উদ্যোগ সফল হয় নি নিশ্চয়উি আরেক উদ্যোগ হবে। আসলে প্রতিটি উদ্যোগ আমাদের জন্য এককটি শিক্ষা। ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
সানজিদা হোসেন বলেছেন: সামুতেও ক্ষেতখামারের মত কিছু ছাগল ঢুকেছে । মডারেটর নামের বেড়াও এদেরকে আটকাতে পারছেনা । এদের কমেন্টের উত্তর দেয়ার দরকার নেই। কমেন্ট মুছে দেন।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭
অজানামন বলেছেন: আঙ্কেলের ফেসবুক আইডি দিবেন প্লিজ ?
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ভ্রমন কারী বলেছেন: ধন্যবাদ, ভালো লাগলো আপনার অভিজ্ঞাতা।++++++