নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

অতীতবিহীন ভবিষ্যত? যা আমরা কখনো চাই না

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আমার এক চাচা আছেন। অত্যন্ত সরল মানুষ। সিরামিকে কাপে যে গোল্ড প্লেট এর নানা ডিজাইন তা তার বিশ্বাস হয় না। তার ধারণা ওটা সোনা না- রং। কিন্তু আসলেই তো সেটা সোনার প্লেটিং। তিনি বলেন-- আমার সামনে সোনা গলিয়েও যদি অমন ডিজাইন করে তাও আমি বিশ্বাস করবো না।

কিছু মানুষ আছেন-- যারা কোনোভাবেই নিজের ধারণা পরিবর্তন করতে চান না। মানুষের ধারণা যে জ্ঞান অর্জনের সাথে সাথে পরিবর্তন হতে পারে-- এটা সত্য। কিন্তু কথা বলার সময়-- থ্রিডি, জীবন যাপনের ক্ষেত্রে ডিজিটাল, যোগাযোগের ক্ষেত্রে আইটি, কিন্তু অন্য ক্ষেত্রে-- পুরো আদিম। কি অসাধারণ বৈপরীত্য।

কেউ কেউ বলেন স্বাধীনতার চেতনায় বিশ্বাস করি। কিন্তু স্বাধীনতার চেতনাটি কি তা কিন্তু পরিষ্কার করে বলেন না। কেউ কেউ তারুণ্যের উপর ভর করে একাধিকবার ক্ষমতায় আসেন কিন্তু এখনো তারুণ্যের আবেগ বা ভালবাসা বুঝতে পারেন না। বুঝবেন কেমন করে, তারুণ্য তো সারাজীবন ক্ষমতাগ্রহণের সিড়ি।

কেউ কেউ অহিংস অবস্থানকে বলেন ফ্যাসিবাদী আর এক্ই সাথে পুলিশ ক্যাম্পে হামলা, ঘড় বাড়ী জ্বালানো, সংখ্যালঘুদের বাড়ীতে হামলা, মন্দির পুড়িয়ে দেওয়াকে বলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন।

এই বাংলাদেশ ৭১ এ দেখেছে গণহত্যা-- এই স্বাধীনতার মাসে পায় গণহত্যার নতুন সংজ্ঞা।

বাংলাদেশের মানুষ কি অসহায় এই সব রাজনীতিকদের হাতে।

আসলে কে যে কি চায় তা পরিস্কার। দেশ বড় নয়, কর্র্মীর আবেগটাও বড় নয়, দেশবাসীর আকাঙ্খাটাও বড় নয়, ক্ষমতাই বড়।

আর সবচেয়ে বড় দু:খজন বিষয় হলো-- এদের উপরই আমরা ন্যস্ত করবো দেশ চালনার দায়িত্ব।

আমাদের অতীত থাকবে না-- ভবিষ্যতটাও ঝরঝরে। যা আমার কখনো চাই না।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৫

বাবুল হোসাইন বলেছেন: কান্দেন, ভাল কইরা কান্দেন, কেডা হুনব আপনার কান্দন? যে কোন এক পক্ষ নেন দেখবেন সাথী পাবেন । বাহবাও পাবেন। ক্ষেমতা থাকলে সামনে ইলেকশন আছে হইয়াও যাইতে পারেন কিছু একটা ।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৫

রেজা সিদ্দিক বলেছেন: জি না। ওটাতে আপনি বিবেচনা করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.