নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

একজন পিতৃমাতৃহীন মানুষের কথা

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

জিল্লুর রহমান সাহেবের ছেলের কথাটা হৃদয় ছুয়ে গেল। তিনি নিজের হাতে নিজের মা এবং বাবা উভয়কেই সমাধিস্থ করেছেন। নিজের পিতার কবরে এবং মায়ের কবরে মাটি দেওয়ার মত হৃদয়গ্রাহী ঘটনা আর আছে কি না তা আমি জানিনা।

আমার বাবা যখন মারা যান তখন আমার বয়স ১৪। সবাই যখন বাবার কবরে মাটি দিতে বলছিল আমার কাছে মনে হয়েছিল মানুষ এত নিষ্ঠুর হয় কেমন করে?

তারপর ৫২ বছর বয়সে মাএর কবরে মাটি দিলাম- মাত্র ছয়মাস আগে। পৃথিবীর সবচেয়ে প্রিয় মুখগুলোকে এমনভাবে বিদায় দেওয়া সবার জন্য্আ কষ্টের। আমি আরো এক বছর আগে- আমার বড় বোন, আমরা যারা একসাথে খেলতে খেলতে বড় হয়েছি, তার কবরেও মাটি দিয়েছি। এসব সময় মনে হয়েছে নিজের একটা করে পাজর খসে পড়েছে, নিজের জীবনের বিন্দু বিন্দু শক্তিও কবরস্থ হয়েছে।

এই যন্ত্রণা সবাই অনুভব করেন- যাদের এমন অবস্থা সৃষ্টি হয়।

পাপন, আপনি আমার পরিচিত। আমরা একই স্কুলে পড়েছি। পরে হয়তো আর যোগাযোগ হয়নি-- কিন্তু আপনার কষ্ট কেবল আপনার নয়, আমাদের সবার।

আমরা যারা পিতৃমাতৃহীন তারাতো একা নই। অনেকে। আর এই দেশ, দেশের মানুষ, মানুষের সুখ দুঃখ সবই তো আমাদের সাথে! এরাই তো আমাদের মা বাবা, ভাই বোন!

এই অনুভূতিটুকু কেবলই আমার! কে কিভাবে দেখেন জানিনা-- তবে হৃদয়টাকে কিছুটা হালকা করার জন্যই এটুকু বলা।



মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

সেলিম আনোয়ার বলেছেন: সবাইকে যেতে হয় সবাই চলে যায়।

২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

রেজা সিদ্দিক বলেছেন: তা ঠিক। অনিবার্য যেনেও এই বিষয়টি মানা প্রিয়জনদের জন্য খুবই বেদনায়ক।

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কথা গুলো শুনে আমারও খুব কষ্ট লাগসে।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯

রেজা সিদ্দিক বলেছেন: এই কষ্ট জীবনের অংশ। কষ্ট জয় করারও সাহস প্রয়োজন। ধন্যবাদ।

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

কালোপরী বলেছেন: :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.