![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটি ও মানুষের কথা ৫
মাটি ও মানুষ অনুষ্ঠানটি নিয়ে আগাগোড়াই একটি বিভ্রান্তি প্রচলিত আছে। এই অনুষ্ঠানের শুরুটা কিভাবে, কারা এর উদ্যোক্তা এবং কিভাবে এটি পরিচালিত হয় এ নিয়ে নানা জন নানা কথা বলে থাকেন। আসলে ইতিহাসের স্বার্থেই এগুলোর একটা নিরসন হওয়া প্রযোজন।
৭৭/৭৮ সালে বাংলাদেশ টেলিভিশন বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি অনেকগুলো উন্নয়নমূলক অনুষ্ঠান শুরু করে। এগুলোর মধ্যে ছিল গণ শিক্ষা, কাজের কথা, আমার দেশ কৃষি ও কৃষক ইত্যাদি।
সে সময়ের প্রযোজক ছিলেন আলী ইমাম, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, বেলাল বেগ, আলী হায়দার রিজভী প্রমুখ। এরাই মূলত বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা ও উন্নয়নমূলক অনুষ্ঠানের রূপকার। আর এদের পশ্চাতে ছিলেন জামিল আহমেদ, মুস্তাফা মনোয়ার, খালেদা ফাহমী, মোস্তফা কামাল সৈয়দ সহ আরো গুণিজনেরা।
আমার দেশ নামে যে কৃষি ও কৃষক অনুষ্ঠানটি হতো সেটি ছিল মূলত কৃষি প্রযুক্তি নির্ভর। মাঠ থেকে ধারণ করে স্পট এডিটেড অনুষ্ঠান প্রচার করা হতো। এর কোনো নিয়মিত উপস্থাপক ছিল না। একেক অনুষ্ঠান একেক জন উপস্থাপনা করতেন। এদের মধ্যে ছিলেন গিয়াসউদ্দিন মিলকী, ড. জাহাঙ্হীর আলম (পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে অবসরে গেছেন), জাফর আহমেদ (গনসংযোগ বিভাগে কাজ করতেন), রায়হান গফুর, আলী ইমাম প্রমুখ।
অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক হিসেবে দেওয়ান সিরাজ আসেন ৮২ সালে। সে সময়ের তরুণ ছাত্র হিসেবে তিনি অনুষ্ঠান করতে থাকেন। তবে তখনো আরো অনেক উপস্থাপক ভিন্ন ভিন্ন পর্ব পরিচালনা করতেন।
১৯৮৩ সালের জানুয়ারি মাসে আমি এর সাথে যুক্ত হই। আমি কিভাবে এর সাথে যুক্ত হলাম তা আগেই বলা হয়েছে।
১৯৮৩ সালের শেষভাগে দেওয়ান সিরাজ চাকরি নিয়ে বিদেশ চলে যান। তার পর থেকে এককভাবে আমিই এই অনুষ্ঠান উপস্থাপনা করতাম। তবে মাঝে মাঝে মামুনুর রশিদ কচি, মাহমুদ হাসান এরা যুক্ত থাকতেন।
১৯৮৪ সালের শেষে এই অনুষ্ঠানটি ৫০ মিনিটের অনুষ্ঠানে রূপ পায়। তখন যুক্ত হয় স্টুডিও সুবিধা। এক জনের পক্ষে পুরো অনুষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়ে। এই প্রেক্ষিতে এই অনুষ্ঠানে যুক্ত হয় নানা উপাদান। গিয়াসউদ্দিন মিলকী, দিলীপ চক্রবর্তী, মাহফুজা আক্তার এর সাথে যুক্ত হন ভিন্ন ভিন্ন পর্ব নিয়ে। সেই সময় মাঠ প্রতিবেদন করতেই শাইখ সিরাজের আগমন।
শাইখ সিরাজ একসময় খেলাধূলা ও ইউনির্ভাসিটি ম্যাগাজিন অনুষ্ঠান করতেন। আলিমউজ্জমান যুক্ত ছিলেন নতুন কুড়ির সাথে। নতুন কুড়ির অন্যতম প্রযোজক হওয়ার কারণে ফরিদুর রেজা সাগরের সাথেও তার ভাল সম্পর্ক ছিল। আবার সাগরের খাবার দাবার দোকানের কারণে মোস্তফা কামাল সৈয়দের সাথে বিশেষ সম্পর্ক ছিল সাগর, সিরাজের সাথে। কারণ স্টেডিয়ামের খেলাধুলা অনুষ্ঠানে গিয়ে ওখানেই টিভির লোকজন আড্ডা মারতেন সেখান থেকে নানা সম্পর্ক শুরু।
এরশাদ বিরোধী আন্দোলনের প্রভাবে ইউনির্ভাসিটি ম্যাগাজিন বন্ধ হয়ে গেলে মোস্তফা কামাল সৈয়দ শাইখ সিরাজকে এই অনুষ্ঠানে সম্পৃক্ত করতে আলিম উজ জামানকে অনুরোধ করেন। সে সময়ে আলিমউজ্জামান অনেকটা বাধ্য হয়েই শাইখ সিরাজকে যুক্ত করেন-।
এরই মাঝে অনুষ্ঠানের নামটিও পরিবর্তন হয়। সে সময়ের মহাপরিচালক মনজুর উল করিম, পরে যিনি তথ্য সচিব ছিলেন তার প্রেরণাতেই এর নাম হয় মাটি ও মানুষ।
মাটি ও মানুষ এখনো বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান। এক্ষেত্রে কৃষি তথ্য সার্ভিসের একটা সহায়তা ছিল এর বিষয়বস্তু নির্ধারণে। জাতীয় অনুষ্ঠান হওয়ার কারণে বাংলাদেশ টেলিভিশন সবসময়ই এর বিষয়বস্তু বিতর্কের উর্ধে রাখতে চাইতো। যে কারণে প্রায় সব বিষয়েই কৃষি বিভাগের সহায়তা অপরিহার্য ছিল।
মাটি ও মানুষকে সহায়তা করার জন্য কৃষি তথ্য সার্ভিসের লোকবলও নির্ধারণ করা ছিল। কৃষি বিভাগ ছাড়াও, সমবায় বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বন বিভাগ সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা সবার সাথেই যোগাযোগ রাখতে হতো।
এখনো মাটি ও মানুষ প্রায় সব বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে কাজ করে, জাতীয় প্রয়োজনে, সংকটে সম্ভাবনায় মাটি ও মানুষ আছে কৃষকের পাশাপাশি। এটা কোনো ব্যক্তির অঙ্গীকার নয়, এটা মাটি ও মানুষের অঙ্গীকার।
মাটি ও মানুষ কোনো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গী ধেকে কার্যক্রম পরিচালনা করে না। এর কার্যক্রম পরিচালিত হয় প্রয়োজরের দৃস্টিভঙ্গী থেকে।
মাটি ও মানুষের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকে তারকায় রূপান্তরিত করা নয়, কৃষি ও কৃষকই এই অনুষ্ঠানের মূল তারকা।
একটি ছোট্ট বীজ থেকে মহীরুহের জন্ম। বাংলাদেশ টেলিভিশন এই বীজটি বপন করেছিল। আর এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচর্যা করে মাটি ও মানুষকে পরিণত করেছে মহীরুহে। তাই কোনো একক ব্যক্তির অবদান বড় করে দেখার কোনো অবকাশ নেই। সাধারণ কৃষক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, টেলিভিশনের কলাকুশলী এবং আপামর দর্শক এই অনুষ্ঠানকে যেভাবে ভালবেসেছেন সেটাই এর মূল শক্তি।
২| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
মহিসন খান বলেছেন: জনাব রেজা,
সালাম নেবেন। মাটি ও মানুষ এর বিগত ৬/৭বছরে প্রচারিত পর্বগুলো আমি দেখতে চাই। পর্বগুলো আর্কাইভ থেকে সংগ্রহ করা যাবে কি? কিভাবে তা সম্ভব দয়া করে বলবেন কি?
ধন্যবাদ।
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১
রেজা সিদ্দিক বলেছেন: সব পর্ব বিটিভির আর্কাইভে আছে। তবে ইউটিউবে কিছু আপলোড করা আছে- দেখতে পারেন।
এর লিংক হচ্ছে:
https://www.youtube.com/my_videos?o=U
তাছাড়া ফেসবুকের মাটি ও মানুষ পেইজ এ লাইক দিয়ে কিছু তথ্য পেতে পারেন
Click This Link
৩| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
মহিসন খান বলেছেন: জনাব রেজা,
সালাম নেবেন। মাটি ও মানুষ এর বিগত ৬/৭বছরে প্রচারিত পর্বগুলো আমি দেখতে চাই। পর্বগুলো আর্কাইভ থেকে সংগ্রহ করা যাবে কি? কিভাবে তা সম্ভব দয়া করে বলবেন কি?
ধন্যবাদ।
৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৪
মহিসন খান বলেছেন: বর্তমানে মাটি ও মানুষ অনু্ষ্ঠানটি সপ্তাহে কয়দিন প্রচারিত হয় এবং প্রচার সময় কখন???
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯
রেজা সিদ্দিক বলেছেন: সপ্তাহে ৪ দিন। শুক্রবার ৭:৩০ সকাল, রোববার: ১০:৩০ সকাল। মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ এবং বুধবার: ৬:৩০
৫| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: তথ্যমূলক পোস্ট। আপনারা বেচে থাকতেই ইতিহাসগুলো লিখে যান। না হলে ভবিষ্যতে এর বিকৃতি রোধ করা যাবে না। চাপাবাজদের প্রকোপ তো অনেক বেশি।
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করছি।
৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯
মহিসন খান বলেছেন: জনাব রেজা,
আপনাকে অনেক ধন্যবাদ। ইউটিউবে যা আছে তা মুটামুটি দেখা হয়েছে। আমি পোল্ট্রি এবং ডেইরির উপর প্রতিবেদন খুজছিলাম
২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
রেজা সিদ্দিক বলেছেন: পোলট্রি ও ডেয়ারির উপর প্রতিবেদন গুলো আপলোড করার চেষ্টা করছি। আপলোড করলেই জানাবো।
৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
রাতুল_শাহ বলেছেন: +++
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:০১
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:২৬
কালোপরী বলেছেন: +++++++++++++
০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
৯| ২৭ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:৩৫
বাউন্ডুলের গল্প বলেছেন: ভাই...। এটাও পড়া শেষ...। ভোরবেলা আপনার জন্য দোয়া করছি। আল্লাহ আপনাকে হাজার বছর বাচিয়ে রাখুক। ভাই আমার অনুরোধটার কিন্তু কোনো গতি হলো না?!!!!!!!!!!!!
২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৪
রেজা সিদ্দিক বলেছেন: ভাই দয়া করেন। আবার বলেন
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
মহিসন খান বলেছেন: জনাব রেজা,
সালাম নেবেন। মাটি ও মানুষ এর বিগত ৬/৭বছরে প্রচারিত পর্বগুলো আমি দেখতে চাই। পর্বগুলো আর্কাইভ থেকে সংগ্রহ করা যাবে কি? কিভাবে তা সম্ভব দয়া করে বলবেন কি?
ধন্যবাদ।