নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

এনাম মেডিকেলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

এনাম মেডিকেল কলেজ। একটি নাম। এই নামটি যে সব সময়ই সুদৃষ্টি পেতো তা নয়। কারণ হয়তো বা পরের ভাল দেখতে না পারার কিছু খারাপ প্রবৃত্তি আমাদের সবার মধ্যেই বিদ্যমান। ডা. এনাম কে আমি অনেক আগে থেকেই চিনি। তিনি তখন সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার। ৮৯/৯০ এর দিকে আমি সাভারে থাকতাম। একদিন রাতে আমার প্রচন্ড মাথা ব্যথা হয় । আমার ছাত্র আনন্দ আর আমার ছোটভাই সুমন মাঝরাতে ডা. এনামকে ডেকে আনেন বাসায়। এনাম সাহেবের এমই গুণ যে, মাঝরাতে গেলেও তিনি কখনো ফিরিয়ে দিতেন না। তখন তিনি গড়ে তুলেছেন এনাম ক্লিনিক। বেসরকারি ক্লিনিকে চিকিৎসার খরচ একটু বেশি। সেখানেও ছিল। লোকজনের কিছুটা অসন্তুষ্টিও ছিল। সেই এনাম সাহেব একজন চিকিৎসক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলেন এনাম মেডিকেল কলেজ।

এনাম মেডিকেল কলেজ-- প্রথমে মনে করতাম ছাত্রছাত্রী হবে না। কিন্তু না, যুগের চাহিদা তিনি বুঝেছিলেন। আর তাই তার হাসপাতালটি কানায় কানায় পূর্ণ ছাত্রছাত্রীদের দিয়ে।

সাভারের ছোট খাটো দূর্ঘটনা, যে কোনো ব্যক্তির চিকিৎসা বিষয়ে এনাম মেডিকেল কলেজ ভরসার স্থান ছিল। নিদেনপক্ষে ঢাকায় নিয়ে আসার আগ পর্যন্ত এই হাসপাতাল এখনো একমাত্র অবলম্বন।

এই হাসপাতাল স্থানীয়ভাবে চিকিৎসার অবলম্বন হয়ে উঠেছে। গতে তুলেছে সুনাম। তবে এটাও ঠিক সকল কাজে শতভাগ সন্তুষ্টি তৈরি করা যাবে এমনও না। নানা সমালোচনাও আছে এই মেডিকেল নিয়ে। আমার যতটুকু জানা তার সবটাই শোনা। শোনা কথায় বিশ্বাস করতে নাই জেনেও কিছু কিছু যে একেবারে বিশ্বাস করতাম না তা ও নয়।

কিন্তু এনাম হাসপাতাল -- সাভারের মর্মান্তিক ভবন ধ্বসের ঘটনার পর যে কাজটি করলেন তা নজিরবিহীন। একটি বেসরকারি হাসপাতাল- কেবল মাত্র মানব সেবার অনন্য উদাহরণই সৃষ্টি করলো না বরং দেখিয়ে দিল কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় তার বিপদের সময়। যে বিশাল ও ভয়ানক বিপর্যয় ঘটেছে সাভারে সেই বিপর্যয়ের মাঝে শত শত ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স, কর্মচারি সবাই একটি মহৎ পেশার মহত্তম কর্মটি করেছেন।

ডা. এনানের সাথে আমার পরিচয় আছে কিন্তু সখ্যতা নেই। আমি তাকে চিনি, তিনি আমাকে চেনেন। কিন্তু আজ মনে হয় তাঁর প্রতি আমার যে সামান্য নেতিবাচক ধারণা মনে অতল গহ্বরে জন্ম নিয়েছিল নিজের অজ্ঞাতে সেটির জন্য আমি লজ্জা পেতে পারি। কারণ যেভাবেই হোক না কেন তিনি হাসপাতালটি গড়ে তুলেছিলেন বলে আজ হাজারো রোগী জীবনের আশা খুজে পেয়েছে- বিনামূল্যে, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবাই কাজ করেছেন তার হাসপাতালে। ডাক্তার হিসেবে যে মানবিক চেহারাটি মানুষ দেখতে চায় এনাম হাসপাতাল সেটি করেছে। তাই বলে আমি অন্যান্য হাসপাতাল বা ক্লিনিককে ছোট করছি না। তাদের প্রতিও আমার বিনম্র শ্রদ্ধ। তবে এনাম সাহেব-- আপনার জন্য এই শ্রদ্ধাটা আরো একটু বেশি।

মন্তব্য ২৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪১

বিডি আমিনুর বলেছেন: এনাম সাহেবে কে বিনম্র শ্রদ্ধা ।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩

কয়েস সামী বলেছেন: বাংলাদেশে আরো এনাম চাই।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

এ কে সুমন বলেছেন: সত্যিয় তাই

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

বংশী নদীর পাড়ে বলেছেন: এনাম মেডিকেল নিয়ে যা আপনার ধারনা এটা কিন্তু মিথ্যা না। আমিও সাভারেরই বাসিন্দা। এনামকে আমিও বড় লোক হতে দেখেছি, বেশ পুরোনো দিনর কথা না। যাই হোক, ভাল নিয়েই প্রশংসা করি। আর তাকে ধন্যবাদ যে তার প্রতিষ্ঠিত বিশাল মেডিকেল কলেজের জন্যই হয় তো বা এতো বেশি লোক চিকিৎসা সেবা পাচ্ছে। তাছাড়া সাভারে আরো অনেক নামি বেনামি ক্লিনিক রয়েছে। তারাও এর দুর্ঘটনায় সেবা দিয়ে যাচ্ছে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলে এনামের প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

বোকাসোকাবেস্ট বলেছেন: বিনম্র শ্রদ্ধা ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

খাািলদ বলেছেন: আমার ও বিনম্র শ্রদ্ধা রইল তার প্রতি ।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ। মানুষের পাশে থাকা মানুষেরই তো কাজ।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪২

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সাভারের এনাম মেডিকেল, রাস্তার পাশে বিশাল সাইবোর্ড, ভর্তি হতে লাগে লাখ রাখ টাকা। এই এনাম মেডিকেল এর বিষয়ে আমার অনেক তিক্ত অভিজ্ঝতা আছে। তা না হয় আজ নাই বললাম। অনতত বর্তমান কাজের জন্য তাদের মাপ করে দিলাম।

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৬

রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৮| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩

লাবনী আক্তার বলেছেন: এনাম মেডিকেলের সকল ডাক্তার. নার্স এর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা । আরও শ্রদ্ধা জানাচ্ছি সেইসব মানুষদের যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৬

রেজা সিদ্দিক বলেছেন: আসলে কারো অবদানই তো ভোলার নয়।
আপনাকে ধন্যবাদ

৯| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

জুল ভার্ন বলেছেন: ডাঃ এনাম, এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাথে আমারও কিছুটা পরিচয়/ সংশ্লিষ্ঠতা রয়েছে। আমার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান (ট্রেডিং হাউজ) মেডিক্যাল ইকুইপমেন্ট এন্ড মেশিনারীজ আমদানী করত। গত ১২ বছরে দেশের প্রায় সকল সরকারী,বেসরকারী হাসপাতাল/ক্লিনিকেই সেই মেশিনারীজ ব্যবহার করে। সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালও সেই তালিকায় অন্যতম। ২০১১ সনের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন কারনে আমার ট্রেডিং হাউজ বন্ধ করে দেই। হঠাত ট্রেডিং হাউজ বন্ধ করায় আমার সেলস এজেন্ট/ডিলারগনের অসত সুযোগে আমি ব্যাপক আর্থীক ক্ষতির সম্মুখীন হই। তখনও আমার আমদানী করা ইকুইপমেন্টের মওজুদ যথেষ্ট পরিমানে ছিল। আমি সিদ্ধান্ত নেই আমদানী মূল্যেই কিম্বা মূলধন লস দিয়ে হলেও নগদ মূল্যে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ/ক্লিনিকে মওজুদ গ্রান্ড সেল করার। অনেক হাসপাতাল/ক্লিনিকের সাথে এনাম হাসপাতাল সেই সুযোগ গ্রহন করেছিল।

এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সাভারের মর্মান্তিক ভবন ধ্বসের ঘটনার পর যে মানবিক কাজটি করলো তা সত্যিই নজিরবিহীন। একটি বেসরকারি হাসপাতাল- কেবল মাত্র মানব সেবার অনন্য উদাহরণই সৃষ্টি করলোনা বরং দেখিয়ে দিল কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সাধারন মানুষের বিপদের সময়। যে বিশাল ও ভয়ানক বিপর্যয় ঘটেছে সাভারে সেই বিপর্যয়ের মাছে শত শত ছাত্রছাত্রী, ডাক্তার, নার্স, কর্মচারি সবাই একটি মহৎ পেশার মহত্তম কর্মটি করেছেন। ধন্যবাদ ডাঃ এনাম। ধন্যবাদ এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সকল চিকিতসক, নার্স,কর্মকর্তা,কর্মচারদের।

একই সাথে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আবেদন থাকবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ বরাদ্ধ দিয়ে এইধরনের দূর্যোগকালীণ সময়ে আরো উন্নত চিকিতসা সুবিধা দেয়ার সুব্যবস্থা করা।কারন, সাভার ও আশপাশের বিশাল এলাকা জুড়ে রয়েছে অজস্র শিল্প প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কর্মজীবি মানুষের অবস্থান-তাদের যেকোনো দূর্যোগকালীণ অবস্থায় এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যাতে আরো বেশী ভূমিকা পালন করতে পারে।

ধন্যবাদ রেজা সিদ্দিক সুন্দর একটি পোস্টের জন্য।

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

রেজা সিদ্দিক বলেছেন: ধ্ন্যবাদ আপনাকে। ব্যবসায়ের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এই দৃষ্টান্ত সবাই অনুসরণ করুক।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩

মুরশীদ বলেছেন: তবে এনাম সাহেব-- আপনার জন্য এই শ্রদ্ধাটা আরো একটু বেশি।

২৬ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মানুষ মানুষের জন্য। এই হাসপাতাল প্রমাণ করলো। স্কয়ার, এ্যাপোলো, ল্যাবএইড ও পারতো একটা ফিলন্ড হাসপাতাল স্থাপন করতে।
আর ভুললে চলবে না, সাভারের আরো ক্লিনিক, রাবেয়া, দীপ, সিএমএইচ, সরকারী স্বাস্থ্যকেন্দ্র বা গণস্বাস্থ্যেকথা।

২৬ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

রেজা সিদ্দিক বলেছেন: কারো কথা্ ভুলে গেলে চলবে না।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩

রেজা সিদ্দিক বলেছেন: এইযে আমরা আছি বলে পাশে থাকি।
না থাকলে কেউ থাকি না
শুধু হৃদয় জুড়ে আনা গোনা
অপেক্ষার প্রহর গোনা
আছি বলেই ফিরে আসি
আছি বলেই জীবন মৃত্যু কান্না হাসি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.