নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

জো্চ্চুরি থামাতে হবে- এখনই- আজ

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

ব্যবসা বাণিজ্য শব্দটারও একটা এথিক্স আছে। মুনাফা অর্জন ব্যবসায়ের ধর্ম কিন্তু তা যেন তেন প্রকারে নয়। আজকাল TQM বলে একটা ধারণা প্রচলিত। যার মূল কথা হলো- কর্মস্থলে নিরাপত্তা, যুক্তিসঙ্গত মজুরি, উন্নত পণ্য উৎপাদন এবং পাওনাদার দেনাদারদের সাথে সদ্ভাব বজায় রাখা। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ছাড়া এটা সম্ভব নয়। যারা ব্রাণ্ড পণ্য উৎপাদন বা সরবরাহ করেন, তাদের ক্ষেত্রে এটা বিশেষ জরুরি। অতএব, গার্মেণ্টস মালিকরা যারা পরিবেশ দূষণ মুক্ত রাখে না- ভাঙা ছাদের নিচে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নেন, যথাসময়ে উপযুক্ত মজুরি দেন না, তাদের লাইসেন্স বাতিল হওয়া উচিত।

সরকারি এজেন্সিগুলোও দায় এড়াতে পারে না তারা কিভাবে লাইসেন্স পায়, কিভাবে কাজ পরিচালনা করে এটা দেখার ব্যবস্থা তো সরকারকেই করতে হবে। নাকি সোনার ডিম দিচ্ছে বলে তাদের সাত খুন মাপ?

টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নিশ্চিত না করে গার্মেন্টস চালানোর কোনো দরকার নেই। বৈদেশিক মূদ্রার জন্য জনশক্তি রপ্তানির দিকে বেশি নজর দেওয়া হোক। কারণ ওটাই সবচেয়ে সলিড আয়।

আমাদের শ্রমিকের রক্তে আমরা অন্যদের সস্তায় পণ্য সরবরাহ করার দায়িত্ব নিতে পারি না।

উদ্যোক্তার মাঝে যদি নৈতিকতাই না থাকে তাহলে সে যা কারে সেটা ব্যবসা নয়, জোচ্চুরি। ব্যবসা বাণিজ্যকে রক্ষা করতে চাইলে জো্চ্চুরি থামাতে হবে- এখনই- আজ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

নুরুল_হুদা বলেছেন: সব দায় সরকার কেই নিতে হবে।

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

রেজা সিদ্দিক বলেছেন: আলটিমেটলি সরকারকেউ দায় নিতে হয়। তবে অন্যদের আইনের আওতায় আনাটাও তার দায়ের মধ্যে পড়ে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১২

নুরুল_হুদা বলেছেন: প্রশাসন ঠিক থাকলে সব ঠিক

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬

রেজা সিদ্দিক বলেছেন: আপনার সাথে একমত

৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০

বাউন্ডুলের গল্প বলেছেন: একটা বিষয় ভেভে দেখেন- রাজউকের সফেদ দাদু বলছেন, রাজউকের বাইরে থেকে অনুমতি দিয়েছে সাভার পৌরসভা। সাভার যদিও ড্যাপ এর আওতায়, কিন্তু ড্যাপ পুরোপুরি কার্যকর হয়নি। সেজা কথায় তিনি দায় এড়িয়েছেন। উনার যদি দায় নাই থাকবে, উনার যদি এখতিয়ার নাই থাকবে সাভার পৌরসভার ইমারত নির্মান কার্যক্রমে তাহলে তিনি কোন এখতিয়ার বলে এই ঘটনায় রাজউক থেকে মামলা করলেন। সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ, আরও বিচিত্র এদেশের এইসব মানুষদের আচরণ। এই বুড়ো দাদু বছরের পর বছর আমাদেরকে পাগল বুঝিয়ে যাচ্ছে। আমরাও বুঝে চলেছি। মন্ত্রি টন্ত্রিরা্ও এসব কথায় কান না দিয়ে রাজউকের ফ্ল্যাট নিয়ে কাড়াকাড়িতে ব্যস্ত। রাজউক এখন আবাসন ব্যবসায়ি। দাদু এখন ফ্ল্যাট বেচেন। রাজউকের নামের নিচে একটা ট্যাগ লাইন জুড়ে দিলেই তো সব ঝামেলা নেমে যায় রাজউকের কাধ থেকে ‘‘রাজউক: আপনার ঝিলমিল আবাসন”। দাদু সারা বছর ব্যস্ত থাকের উনার ভাতিজাদেরকে ফ্ল্যাট বরাদ্দ দেবার কাজ নিয়ে। আমাদের মিল্প মন্ত্রী চুপ কেন? উনি কি দায় এড়াতে পারেন? সবার আগে পদত্যাগ করা উচিত ছিল শিল্পমন্ত্রীর। দেশের শিল্পগুলোর বেহাল অবস্থা ঠিক করবার জন্যই তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, টকশোতে চোখ বন্ধ করে মগজ হাতড়ে হাতড়ে দু’চারটে কথা বলবার জন্য নয়। এদের কার্যকলাপ দেখে নাগরিক হিসাবে আসলেই আমরা দিন দিন বিরক্ত হয়ে উঠছি।

২৭ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৪

রেজা সিদ্দিক বলেছেন: সহমত।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

উল্যাহ ১১ বলেছেন: ভাই যে দেশের প্রধান মন্ত্রী নিজেই মিথ্যা বলেন আর দায়িত্ব এড়িয়ে চলেন তাহলে তার পারিষদ দের কাছ থেকে ভালো কিছু আশা করে কোন লাভ আছে কি ???

২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

রেজা সিদ্দিক বলেছেন: কে করবে সেটা বড় কথা নয়। দাবী জানিয়ে রাখায় কোনো দোষ নাই।
তাছাড়া যারা সত্য কথ া বলেন তারা তো কাজটা করতে পারেন যখন ক্ষমতায় যাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.