![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতাল ধর্মঘট দিয়ে কি মৃত বা আহতদের সমস্যার সমাধান হবে?
প্রযোজন কতকগুলো বিষয়ে জনমত তৈরির।
১. গার্মেন্টস সহ শ্রমনির্ভর শিল্পগুলোতে কর্মীর কর্মস্থলের নিরাপত্তা বাড়াতে হবে।
২. নিহত আহতদের ক্ষতিপূরণের জন্য আইন করতে হবে। জীবনের মূল্য ১০/২০ লাখ নয়। আইন করে নিহতদের জন্য ৫০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ১৫- ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানে মালিককে বাধ্য করতে হবে।
৩. প্রতিটি দূর্ঘটনার সাথে সাথে সকল মালিকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে এবং প্রয়োজনে সম্পত্তি ক্রোক করতে হবে।
৪. অপরাধীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে।
৫. পরিবেশ, নিরাপত্তাকে অগ্রাধিকার না দিলে কোনো গার্মেন্টস কে লাইসেন্স দেওয়া যাবে না।
এই দাবিগুলোর বিষয়ে জনমত তৈরির জন্য সকলের একাত্ম হওয়া প্রয়োজন। এই দাবি মানতে সকলকে বাধ্য করতে হবে।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২২
রেজা সিদ্দিক বলেছেন: Thanks for comment
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬
কাওসার আহমেদ খান বলেছেন: সহমত।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০
digitalpagla বলেছেন: ৩. প্রতিটি দূর্ঘটনার সাথে সাথে সকল মালিকের ব্যাংক হিসাব জব্দ করতে হবে এবং প্রয়োজনে সম্পত্তি ক্রোক করতে হবে।
উপরের সবগুলোর সাথে একমত।
কিন্তু ৩ নম্বর এর নিয়ে কিছু সমস্যা আছে।
পৃথিবীর কোথাও এমন আইন নেই।
বাংলাদেশের জন্য প্রয়োজনে করা যেতে পারে।
ব্যাংক হিসাব কেনো জব্দ করতে হবে? রানা টাকা নিয়ে পালিয়ে গেছে বলে?
সকল ফ্যাক্ট্রি মালিকদের আপনি এক কাতারে ফেলতে পারেন না।
আজ না হয় বিল্ডিং ধসে পড়েছে,,,আগামীতে যদি অনাকাংক্ষিত আগুল লাগে তাহলে মালিকসহ সকলেই বিপদে পরবে।
নিরাপত্তা জোরদার করাই এখানে বড় কথা ।
ধন্যবাদ।
রানার স্ত্রী এবং চাচাতো ভাইকে বিনা অপরাধে ধরা এটা রাষ্ট্রীয় মানবাধিকারের চরম লংঘন!!
রানাকে ধরতে না পারা সরকারের চরম ব্যর্থতা।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬
রেজা সিদ্দিক বলেছেন: আপনার ভিন্নমত থাকতেই পারে। তবে যদি কোনো প্রতিষ্ঠানে অবহেলাজনিত হত্যাকান্ড ঘটে তাহলে তার ক্ষতিপূরণ তো মালিকদের কাছ থেকেই আদায় করতে হবে। সেক্ষেত্রে ব্যাংক হিসাব জব্দ না করলে কি তা পারা যাবে? পৃথিবীর কোথাও এমন নড়বড়ে দালানে কারখানা চালায় না। আর আইনতো মানুষের জন্য।
কোনটা দূর্ঘটনা আর কোনটা অবহেলাজনিত দূর্ঘটনা সেটা বিচার করার ব্যবস্থা থাকবে না তাতো নয়। অতএব এই মৌলিক প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত ব্যাংক হিসাব স্থগিত করলে কারখানার মালিকরা নিশ্চয়ই না খেয়ে মারা যাবেন না।
রানার স্ত্রী বা আত্মীয়কে ধরা ঠিক নয়। তবে তাদের কাছ থেকে তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: দাবীগুলোর সাথে সহমত। হরতাল দেয়া একটা রাজনৈতিক বানিজ্য। হরতালকে সবারই না বলতে হবে দেশের স্বার্থে।
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
digitalpagla বলেছেন: জিজ্ঞাসাবাদ এক জিনিস আর থানায় পুরে ফেলা আরেক জিনিস।
আজ শুনলাম রানার মা হার্ট এট্যাক এ মারা গেছে।
এক তরফা সবকিছু ভাবলে চলবে না। এটা আবেগ ছাড়া কিছু নয়।
বাঙালীর আবেগ দু-দিনের জন্য। আগ্রাসি মতধারা পাল্টে ফেলে... সকল স্থাপনা ও কর্ম ক্ষেত্র নিরাপদ করতে হবে।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫
রেজা সিদ্দিক বলেছেন: আবেগ সবারই আছে। পক্ষে বা বিপক্ষে কেইসটা রানা প্লাজা নিয়ে নয়। কেইসটা গার্মেন্টস সেক্টর নিয়ে। রানার মায়ের মৃত্যু অবশ্যই দু:খজনক। আর আইনি বিধানে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা যায় কিনা সে বিষয়ে আইনবিদরাই ভাল বলতে পারবেন।
এক তরফা ভাবার কোনো অবকাশ যেমন নেই, তেমনি সংখ্যাগরিষ্টের প্রতি অন্যায় বা অবিচারের বিষয়টি এড়িয়ে গেলেও চলে না।
আর বাঙালীর আবেগ হয়তো বা দুইদিনের সেই জন্যই আইনগত বিধানটা শক্ত হওয়া প্রয়োজন।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভাবনা
************
মৃত দের আত্মার প্রতি শান্তি এবং তাদের অসহায় ম্রিয়মান স্বজন
দের পাশে দাঁড়ানো এখন বিবেকবান মানুষের জন্য অবশ্যই মানবিক
দায়িত্ব ও কর্তব্য ।
নহে এদের প্রতি মিথ্যাচার রাজনীতি
চাই দুর্গতদের পাশে থেকে
সেবা ও সহযোগিতা ।
আল্লাহ আমাদের সৎকাজে মন মানসিকতাকে সাভার দুর্গত দের
সাহায্যার্থে রহমত দিন ।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
বাউন্ডুলের গল্প বলেছেন: সহমত
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হরতাল ধর্মঘট দিয়ে কোন সমস্যারই সমাধান হবে না।
প্রয়োজন সততা, আর দেশ প্রেম। যেটা দেশের খুব বেশী মানুষের নেই। যাদের আছে তাদের হাতে ক্ষমতা নেই।
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
রেজা সিদ্দিক বলেছেন: এখানেই সমস্যা। যেখানে দেশপ্রেমটাই অনুপস্থিত তারা দেশের ভাল করেন কিভাবে?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: সঠিক কথা