![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভার ট্রাজেডিতে যে সব পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের পুনর্বাসনের একটি উদ্যোগ আমরা গ্রহণ করেছি। প্রথমেই এ জন্য এলাকা ভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে এবং প্রত্যেকের প্রয়োজন নির্ধারণ করা হবে।
আমারা সরসারি কোনো অর্থ সংগ্রহ করবো না। আমরা ব্যক্তি বা পরিবার ভিত্তিক পুনর্বাসন পরিকল্পনা তৈরি করবো এবং আগ্রহী সহায়তাকারীর সাথে সংযোগ করিয়ে দেবো। আমাদের কাজ মূলত অনুঘটকের।
আমি ইতিমধ্যেই আমার ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করেছি তথ্য সংগ্রহের কাজে। আমার সহকর্মীরা প্রত্যক্ষভাবে এই তথ্য যাচাই বাছাই করে তালিকা তৈরি করবেন। কেউ যদি অন্য কোনো সূত্র থেকে সহায়তা পেয়ে থাকেন সেটাও উল্লেখ থাকবে।
আমরা সাধারণত যে বিষয়গুলোতে সহায়তা প্রদানে আগ্রহী তা হলো:
১. ক্ষতিগ্রস্থ পরিবারের একটি আয়বর্ধনমূলক কাজে নিয়োজিত করা। এক্ষেত্রে কৃষি ভিত্তিক কাজ, হাসমুরগি বা গাভী পালন, ক্ষুদ্র ব্যবসায় (যেমন দর্জি দোকান, মনোহরি দোকান, চায়ের স্টল) ইত্যাদি কাজে নিযুক্ত করা।
২. পরিবারের সন্তানদের লেখা পড়ার ব্যবস্থা নিশ্চিত করা। সেক্ষেত্রে এককালীন টাকা প্রদানের পরিবর্তে- বছর ভিত্তিক স্কুল কলেজের পাওনা পরিশোধ, বই খাতার ব্যবস্থা, বিনামূল্যে কোচিং বা গৃহশিক্ষকের সুবিধা প্রদান করা।
৩. ক্ষতিগ্রস্থদের সামাজিক মূলধারার মধ্যে নিয়ে আসা। এবং তাদের আত্মবিশ্বাস উন্নত করা। এজন্য তাদের আর্থিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করা।
এর মধ্যে অনেকে ক্ষতিগ্রস্থদের কিছু কিছু নগদ সহায়তা দিচ্ছেন। যেটি আসলে তাৎক্ষণিক প্রয়োজন মেটালেও দীর্ঘমেয়াদে কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করতে পারলে ভাল।
আমার এই জন্য কাজটা শুরু করবো এখনই কিন্তু বাস্তবায়ন করবো আরো কযেকদিন পর, যখন এই হতভাগ্য পরিবারগুলোর পাশে খুব কম লোকই পাওয়া যাবে।
আমি ফেসবুকে আহবান জানানোর পর অনেক সাড়া পেয়েছি। আমাদের দেশী বিদেশী বন্ধুর ব্যক্তিগতভাবে সহায়তা করা জন্য প্রস্তুত আছেন।
এই খানে এই লেখা প্রকাশের উদ্দেশ্য হলো, যদি কেউ এই প্রক্রিয়াতে অংশ নিতে চান তাহলে জানান।
আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে মেসেজ দিতে পারেন যাতে আপনার সাথে যোগাযোগ করা যায়।
এখানে আমার ফেসবুক লিংক দেওয়া হলো
ধন্যবাদ
http://facebook.com/rez.k.siddique
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫১
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩
পূরান পাগল বলেছেন: ভাল উদ্যোগ।শুভকামনা রইল।
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৮
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা মে, ২০১৩ রাত ১:৪৪
বাউন্ডুলের গল্প বলেছেন: জনাব, আপনার এই ধারনার সঙ্গে সম্পূর্ণ সহমত (শুধু এটুকু বাদ দিয়ে-(কোচিং বা গৃহশিক্ষকের সুবিধা প্রদান করা)। বিষয়টি কি আপনি একটু ভেবে দেখবেন প্লিজ। বাস্তবতা যদিও এটিকে সাপোর্ট করে, তথাপি এই দুটি বিষয় উন্নয়নের মূল মূল্যবোধের পরিপন্থি বলেই মনে হয়। ভালো কিছু কততে গিয়ে আমরা যদি এমন কোন পন্থার আশ্রয় নেই যা শিক্ষার মূল্যবোধকে নষ্ট করে, তা কি আমাদের উচিৎ হবে? একটু ভেবে দেখবার অনুরোধ করছি। ধন্যবাদ আপনার উদ্যোগের জন্য।
০১ লা মে, ২০১৩ সকাল ৯:২৪
রেজা সিদ্দিক বলেছেন: শিক্ষার বিষয়টি নিয়ে আমিও সচেতন। তবে যদি কোনো কম মেধাবী শিক্ষার্থীকে সাময়িক সহায়তা প্রদান করার জন্য অতিরিক্ত উদ্যোগের প্রয়োজন পড়ে তাহলে হয়তোটা অতটা খারাপ বলা যাবে না। তবে আমি মনে করি কোচিং শিক্ষার মূল্যবোধ নষ্ট করে। এটা কোন স্থায়ী পন্থা নয় একেবারেই সাময়িক।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর মানানসই উদ্দ্যুগ
সকলের সংশ্লিষ্ট সহযোগিতা হোক দুর্গত মানুষ দের স্বাভাবিক জীবনে
বেচে থাকার প্রাথমিক অবলম্ভন ।
মানুষ মানুষের জন্য