![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ডেনিম সার্টের উৎপাদন খরচ ১৩.২২ ডলার। আর বাংলাদেশে এর উৎপাদন খরচ ৪.৭০ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে এক্ষেত্রে মজুরি হিসেবে শ্রমিকরা পান ৭.৪৭ মার্কিন ডলার আর বাংলাদেশের শ্রমিকরা পান ০.২২ ডলার। আর মাঝে মাঝে বোনাস হিসাবে জোটে অগ্নিকান্ড, ভবন ধসে মৃত্যু।
উৎপাদন খরচ কম হয় বলে কি আমেরিকান ক্রেতারা কম দামে পোষাক বিক্রয় করেন? মোটেও তা নয়। সেখানে ২০/২৫ ডলারের নিচে তেমন কোনো ডেনিম সার্ট পাওয়া যায় না। (প্রবাসীরা এ বিষয়ে আরো ভাল বলতে পারবেন।)
তাহলে-- বাংলাদেশের শ্রমিকদের সব বঞ্চনার সুফল ভোগ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইউরোপের ব্যবসায়ীরা।
হায়রে এটাই নাকি তাদের সাথে আমাদের বন্ধুত্বের নিদর্শন। এটাই মানে নাকি আধুনিক ব্যবসায়। এটাই নাকি দেশের প্রবৃদ্ধির সূচক।
বন্ধুত্ব মানে কি তাহলে বিদেশীদের শোষণ করার সুযোগ করে দেওয়া?
ব্যবসায় মানে কি তাহলে বিদেশী শোষণের স্থানীয় এজেন্টে পরিণত হওয়া? যেটা গার্মেন্টস ব্যবসায়ীরা করছেন?
প্রবৃদ্ধি মানে কি তাহলে শোষিত মানুষের রক্তের উপর লোভী মানুষের প্রাসাদ গড়া? এটা কি প্রবৃদ্ধি না প্রবঞ্চনা? কারণ- প্রবঞ্চনা না বাড়লে তো প্রবৃদ্ধি বাড়বে না।
এই তথাকথিত বন্ধুত্ব, এই তথাকথিত ব্যবসায় এবং প্রবৃদ্ধি আমরা চাই না।
শ্রমিকের রক্তের মূল্যে এই অসুস্থ প্রবৃদ্ধিকে আমি ঘৃণা করি।
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৪
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
২| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৩
হাসিব০৭ বলেছেন: ভাইরে এইসব শোনার কেউই নাই আমাদের..... শ্রমিক নির্যাতন বন্ধ হোক....
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৪
রেজা সিদ্দিক বলেছেন: নিজেরা তো জানি।
৩| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৪৩
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: এই তথাকথিত বন্ধুত্ব, এই তথাকথিত ব্যবসায় এবং প্রবৃদ্ধি আমরা চাই না।
শ্রমিকের রক্তের মূল্যে এই অসুস্থ প্রবৃদ্ধিকে আমি ঘৃণা করি।
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৪৬
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫০
সপ্নময় তপু বলেছেন: Taile ki korben bolun? Sromo mullo baraben to bajar onno desher hate chole jabe. Foreign currency ashao bondho. Bideshider dosh na dia age amader desher roktochosa haramjada kuttarbachha malukgulare thik kora dorkar. Tara luv ektu kom korlei sromikra arektu valo salary peto.
০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০২
রেজা সিদ্দিক বলেছেন: কে কি করবে সেটা তার নিজের ব্যাপার। আমি ঘৃণা করি। আমি যেমন ব্যবসায়ীও না সরকারও না । তাই করার কিছু থাকলে তারাই করবে। কিন্তু ঘৃণা করাটাকে তো কেউ আটকাতে পারবেন না। রাজনীতি সমাজনীতি সবই যখন ব্যবসায়ীদের দখলে তখন ঘৃণা ছাড়া তো পথ নেই। আবর এদের বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে কতই না বিশেষণ জুটবে! অতএব-- ঘৃণা করাই উত্তম।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ঘৃণা করাই উত্তম
সুন্দর পোষ্ট ধন্যবাদ