নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

মাটি ও মানুষের কথা-৭

২১ শে মে, ২০১৩ রাত ৮:৩১

মাটি ও মানুষের কথা- ৭

মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত কয়েকজন প্রয়াত মানুষ, যাদের বাদ দিয়ে মাটি ও মানুষের কথা কখনো বলা যাবে না।

এই মানুষগুলো হলেন আলিমউজ্জামান,- যার হাতে মাটি ও মানুষ শৈশব থেকে যৌবনে উপনীত হয়েছে। মাটি মানুষের কাঠামোগত পরিকল্পনা তারই ছিল। মাটি ও মানুষ অনুষ্ঠানে আজিজুল হাকিম, অরুনা বিশ্বাস, হারুণ আল রশিদ দের তিনি জায়গা করে দিয়েছেন। এখান থেকেই তারা সব পরিণত হয়েছেন তারকায়। আলিম উজ্জামান বা দুলু ভাইয়ের কথা আগেও বলেছি, বার বার আসবেন তিনি আমাদের আলোচনায়।

গত হয়েছেন আলী হাসান ফারুক। তিনি ছিলেন জামালপুরের মানুষ। প্রযোজনা সহযোগী। একেবারেই নিরব নির্বিবাদী মানুষ। নেপথ্যে কাজ করতেন আমাদের সাথে। তিনি চলে গেছেন অনেক দিন।

সড়ক দূর্ঘটনায় মারা গেছেন প্রযোজক আব্দুল হালীম। হালীম ভাই টাঙ্গাইলের মানুষ। একজন সরল ও সৎ প্রকৃতির মানুষ হিসেবে তিনি ছিলেন মাটি ও মানুষের একজন নিবেদিত সৈনিক। রফি আহমেদে সুলতান যখন অনুষ্ঠান প্রযাজক ছিলেন, হালিম ভাই তখন সহযোগী প্রযোজক হিসেবে সাথে থাকতেন। এর মধ্যে সুলতান ভাই অনুষ্ঠান অধ্যক্ষ হয়ে গেলেন তখন কাজী আবু জাফর সিদ্দিকীর পরামর্শে হালিম ভাইকে প্রযোজকের দায়িত্ব দেওয়া হলো। অনেক দিন তিনি এই দায়িত্ব পালন করেছেন। কিন্তু ভাল মানুষগুলো বেশিদিন থাকে না। একদিন এক সড়ক দূর্ঘটনায় তিনি চলে গেলেন আমাদের চেড়ে। তার সাথে রয়েছে আমাদের অনেক সুখ স্মৃতি অনেক প্রতিকূলতাকে আমরা মোকাবেলা করেছি এক সাথে।

রফি আহমদে সুলতান। মাটি ও মানুষ অনুষ্ঠান সবচেয়ে বেশি দিন ধরে করেছেন তিনি। প্রায় সব রেকর্ডিং এ তিনি যেতেন- প্রতিটি আইটেম তিনি মনিটরিং করতেন, প্রতিটি মানুষের সাথে তিনি কথা বলতেন। এমন হৃদয় দিয়ে অনুষ্ঠান আর কেউ করেন নি। সুলতানভাই মাটি ও মানুষের সকলকে নিয়ে এমন এক পরিবার গড়ে তুরেছিলেন যে পরিবারের বন্ধন এখন আগের মতো নেই। আসলে বন্ধনের জন্য তো পরিবার প্রধান মূল ভূমিকা রাখে। সুলতান ভাই অবসর গ্রহণের পরও যোগাযোগ রাখতেন। আমি এক্ষেত্রে কিছুটা অপরাধে ভুগি যে হাজারো কর্মব্যস্ততার মাঝে আমি তার সাথে যোগযোগ রাখতে পারিনি। কয়েকদিন আগে তিনি চলে গেলেন। তখন আমি ছিলাম ঢাকার বাইরে।

সুলতান ভাইয়ের সেই শিশুসুলভ আচরণ, প্রাণখোলা হাসি, ট্যুরে গিয়ে তাস খেলা, গাড়ীতে বসার জায়গা নিয়ে হট্টগোল করা, ফেরী ঘাটে ফেরী ছেড়ে যাওয়ার মুহুর্তে ডাব নিয়ে দৌড়ে আসা, ঘুমানোর জন্য রেস্ট হাউজে রুম ঠিক করতে যাওয়া এসব নিয়ে রয়েছে অনেক স্মৃতি। সেই স্মৃতি আছে এখনো কেবল মানুষটিই নেই। মাটি ও মানুষ নিয়ে যাতে কিছু লিখি এ বিষয়ে তারই সবচেয়ে আগ্রহ ছিল। আজ যেটুকু লিখছি সেটিও তিনি দেখে গেলেন না এটাই আমাকে সবচেয়ে বেশি পীড়া দেয়।

মাটি ও মানুষের আরেকজন প্রাণ ছিলেন মুনীর ভাই। অনেক সিনিয়র একজন ক্যামেরাম্যান। একসময় নিউজ ক্যামেরামান ছিলেন। পরে তিনি মাটি ও মানুষের স্থায়ী ক্যামেরাম্যান হয়ে যান। অসংখ্য টূর করেছি মুনীর ভাইয়ের সাথে। ডায়াবেটিক থাকার পরও অনুষ্ঠান করতে গিয়ে গপাগব কয়েকটা মিষ্টি গিলে খাওয়া, খাওয়ার পর একসাথে ওষুধের পাত্র সাজিয়ে বসা, জোকস আর তাস খেলার আড্ডা, নিরাপত্তার জন্য পিস্তল নিয়ে চলাফেরা করা সহ অনেক স্মৃতি আমাদের কাছে এখনো জ্বল জ্বল করে। সেই মুনীরভাইও চলে গেছেন না ফেরার দেশে।

মাটি ও মানুষের জন্য আরেকজন দরদী মানুষ ছিলেন কৃষিবিদ গিয়াসউদ্দিন মিলকী। তখন তিনি কৃষি তথ্য সার্ভিসের পরিচালক। মূলত তার চেষ্টাতেই এই কৃষির ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ব্যক্তিটি মাটি ও মানুষকে কৃষি মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত করেছিলেন। তাঁর কারণেই সৃষ্টি হয়েছিল এক পরস্পর নির্ভরশীলতা ও সহযোগিতার এক চমৎকার সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে বিভিন্ন সময় নানা টানা পোড়েন আছে তারপরও এই সম্পর্কটি পরস্পরকে সমৃদ্ধ করেছে তাতে কোনো সন্দেহ নেই।

মাটি ও মানুষের বয়স এখন কত? ১৯৭৮ থেকে ধরলে ৩৫ বছর। এই দীর্ঘ সময়টি পাড়ি দিতে গিয়ে কত জনের কাছে কতনা ঋণ, সেটা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো। ইতিহাসের অতল গহ্বরে হয়তো একদিন সবার নাম তলিয়ে যাবে- কিন্তু মাটি ও মানুষ তো থেকে যাবে? মাটি ও মানুষ থাকলে তার সাথে এই নামগুলো না থাকলে তো অন্যায় করা হবে। মাটি ও মানুষের সাথে আমরা যারা এখনো আছি তারা অন্তত কখনো ভূলতে পারবো না এদের কথা।

তাঁদের সবার স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য ৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৩ রাত ৮:৪০

কালোপরী বলেছেন: আপনাদের সবার প্রতি শ্রদ্ধা ও সালাম

২১ শে মে, ২০১৩ রাত ৮:৪৪

রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

২| ২১ শে মে, ২০১৩ রাত ৯:১৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: টি ও মানুষের বয়স এখন কত? ১৯৭৮ থেকে ধরলে ৩৫ বছর। এই দীর্ঘ সময়টি পাড়ি দিতে গিয়ে কত জনের কাছে কতনা ঋণ, সেটা কি আমরা কেউ অস্বীকার করতে পারবো। ইতিহাসের অতহ গহ্বরে হয়তো একদিন সবার নাম তলিয়ে যাবে- কিন্তু মাটি ও মানুষ তো থেকে যাবে? মাটি ও মানুষ থাকলে তার সাথে এই নামগুলো না থাকলে তো অন্যায় করা হবে। মাটি ও মানুষের সাথে আমরা যারা এখনো আছি তারা অন্তত কখনো ভূলতে পারবো না এদের কথা।
তাঁদের সবার স্মৃতির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।

আপনাদের সকলকে শ্রদ্ধা।

২১ শে মে, ২০১৩ রাত ৯:১৫

রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৩| ২২ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

পাপীতাপী নালায়েক বলেছেন: মাটি ও মানুষ "পাওয়ার অফ কমিউনিকেশন" এর একটি বড় উদাহরন। একটি কৃষি বিষয়ক টেলিভিশন প্রোগ্রাম বাংলাদেশের কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছে তা সারা বিশ্বে সত্যিই বিরল। আপনাদের সবার প্রতি আমাদেরও বিনম্র শ্রদ্ধা। "আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন........", এই গানটি শুনলে প্রথমেই মনে হয় "মাটি ও মানুষের" কথা।

২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৬

রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালবাসাটাই আমাদের প্রেরণা

৪| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৪৫

বোকামন বলেছেন:


শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি আপনাদের সবাইকে.....

২৪ শে মে, ২০১৩ সকাল ৯:৪৯

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.