![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাইখ সিরাজ অনেক নামকরা উপস্থাপক। তিনি খ্যাতিমান, এবং দেশের গর্ব। সামান্য মিথ্যা তার না বললেও চলে। তার পরেও তার এই মিথ্যাটিকে প্রতিবাদ করার জন্যই এই লেখা।
সংশোধনী
বিভিন্ন সময় আমরা বলেছি মাটি ও মানুষ নামকরণ হয় ১৯৮৫ সালে। আসলে এটি আমাদের ব্যর্থতা যে আমরা ঠিক সময়টি মনে রাখতে পারিনি। তবে হঠাৎ করেই একটি পুরানো কাগজ হাতে এসেছে- সেখানে ১৯৮৬ সালের জুলাই মাসেও এই অনুষ্ঠানের নাম ছিল আমার দেশ। একটি পরিকল্পনার খসড়া। এই পরিকল্পনাটি আলিমউজ্জামান, গিয়াসউদ্দিন মিলকী এবং আমি তৈরি করেছিলাম। এই পরিকল্পনাটি টিভি কর্তৃপক্ষের কাছে জুলাই মাসে পেশ করা হয়। তখনো কিন্তু নামটি আমার দেশই ছিল। পরে ১৯৮৬ সালেই এর নাম মাটি ও মানুষ হিসেবে ঘোষণা করা হয়। অতএব যারা ১৯৮২ সাল থেকে মাটি ও মানুষ করছেন বলে বলে বেড়াচ্ছেন- তাদের অসত্য ভাষণের আরেকটি প্রমাণ পাওয়া গেল।
চ্যানেল আইয়ের বার্তা বিভাগের পরিচালক শাইখ সিরাজ প্রথম আলোর ৫ আগস্ট ২০১৩-এর বিনোদন পাতায় কথোপকথন পর্বে যে বক্তব্য দিয়েছেন সেখানে বিটিভিতে কৃষি অনুষ্ঠান বিষয়ে তার মন্তব্য অসত্য ও নিন্দনীয়। উল্লেখ্য, শাইখ সিরাজ ১৯৮৫ সালে মাটি ও মানুষ অনুষ্ঠানে যুক্ত হলেও তিনি বরাবরই এই অনুষ্ঠানের পরিকল্পনাকারী বলে দাবি করে থাকেন। প্রথম আলোতে প্রকাশিত তার বক্তব্যেও এটা তার একক চিন্তা বলে দাবি করেন। প্রকৃত ঘটনা হলো- তিনি বিশ্ববিদ্যালয় ম্যাগাজিন নামে বিনোদনমুখী এক অনুষ্ঠানে যুক্ত ছিলেন এবং এরশাদের সময় ১৯৮৪ সালে এই অনুষ্ঠান বন্ধ করা হলে সে সময়ের জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল সৈয়দ ‘মাটি ও মানুষের’ প্রযোজক আলিম উজ্জামান এবং এর উপস্থাপক হিসেবে আমাকে অনুরোধ করেন শাইখ সিরাজকে যুক্ত করতে। তখন আমার সাথে প্রতিবেদক হিসেবে তাকে যুক্ত করা হয়। উল্লেখ্য, মাটি ও মানুষের আদি নাম ছিল ‘আমার দেশ’। ১৯৮৫ সালে এর নতুন নাম হয় ‘মাটি ও মানুষ’। ‘মাটি ও মানুষ’-এর পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন- মরহুম আলিম উজ্জমান, মরহুম গিয়াসউদ্দিন মিলকী, খালেদা ফাহমী এবং উপস্থাপক হিসেবে আমি। এই অনুষ্ঠান পরিকল্পনায় শাইখ সিরাজের কোনো সম্পৃক্ততা ছিল না। শাইখ সিরাজ একজন ভাল উপস্থাপক, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মাটি ও মানুষ নিয়ে মিথ্যাচার করতে গিয়ে প্রকৃত পরিকল্পনাকারীদের এবং এর সাথে সংশ্লিষ্ট কর্মী, বিজ্ঞানী, সম্প্রসারণকর্মী, প্রগতিশীল কৃষকদের অপমান করছেন এবং সমাজের সামনে হেয় করছেন। তার মতো ব্যক্তির নিকট থেকে এটা আশা করা যায় না। উপরন্তু বাংলাদেশ টেলিভিশনের কলাকুশলীদের গড়া জনপ্রিয় ব্র্যান্ড ‘মাটি ও
মানুষ’-এর নাম পরিবর্তনের অপপ্রয়াস চালান কয়েকবার। কিন্তু কলাকুশলীদের বাঁধার মুখে নাম পরিবর্তন সফল না হলে তিনি সেই ব্র্যান্ডের সাথে হৃদয়ে শব্দটি যুক্ত করে ভিন্ন একটি চ্যানেলে হৃদয়ে মাটি ও মানুষ পরিচালনা করছেন। একটি পরিচিত নামকে উপজীব্য করে টিকে থাকার প্রচেষ্টা মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গীরই পরিচায়ক, এর সাথে অঙ্গীকারের কেনো সম্পর্ক নেই। মাটি ও মানুষ সরকারের পরিচালনাধীন বিটিভি থেকে প্রচার হওয়ার কারণে এই অনুষ্ঠানটি নিয়ে উচ্চবাচ্য করার প্রয়োজন পড়েনি, কারণ এর অর্থায়ন এবং পরিচালনার কাজটি বংলাদেশ টেলিভিশন নীরবেই করে গেছে। অনুষ্ঠানের কলাকুশলীদের তারকা বানানোর পরিবর্তে এই অনুষ্ঠান কৃষি, কৃষক ও কৃষি প্রযুক্তিকে তারকায় রূপান্তরিত করেছে। মাটি ও মানুষ ১৯৮৩ থেকে আজ পর্যন্ত আমার উপস্থাপনা ও সক্রিয় পরিকল্পনায় প্রচার হচ্ছে। এই ত্রিশ বছরে ‘মাটি ও মানুষ’ জনপ্রিয় করেছে- ভাল বীজের ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়নে বেসরকারি উদ্যোগ ইত্যাদি। এসব কারণে এখনো উন্নয়নমূক অনুষ্ঠানের মধ্যে মাটি ও মানুষের জনপ্রিয়তা শীর্ষে। এই কথাগুলো বিনয়ের সাথে উপস্থাপন করা হলো
এ কারণে যে, সঠিক তথ্যের অনুপস্থিতিতে বিকৃতির সম্ভাবনা বৃদ্ধি পায়। শাইখ সিরাজ এতদিন ধরে যে অসত্যাচরণ করে গেছেন বাংলাদেশ টেলিভিশনের নীরবতা এবং এর সাথে সংশ্লিষ্টদের প্রচারবিমুখতার কারণে তার সদুত্তর দেয়া সম্ভব হয়নি। সাংবাদিকরা সবসময় সত্য অনুসন্ধান করেন এবং তথ্য বিকৃতির হাত থেকে রক্ষা করে জাতিকে সঠিক পথের সন্ধান দেন। আমরা আশা করেছিলাম, শাইখ সিরাজের এই সব কর্মকা- বিষয়ে দেশের
গণমাধ্যম কর্মীরা সঠিক সময় তুলে ধরবেন। আমার বিশ্বাস অধিকাংশ গণমাধ্যমকর্মী এ বিষয়টি জানা সত্ত্বেও এক প্রভাবশালী চ্যানেলের বার্তা পরিচালক হওয়ার কারণে গণমাধ্যম কর্মীরা তার বিষয়গুলোকে এড়িয়ে যাচ্ছেন। এটি আসলেই আমাদের হতবাক করে। এমনিভাবে চললে- এক্ষেত্রেও ইতিহাস বিকৃত হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা আশা করবো, গণমাধ্যম কর্মীরা এক্ষেত্রে সঠিক তথ্যটি খুঁজে বের করবেন। কৃষি অনুষ্ঠানের সুবাদে শাইখ সিরাজ কৃষকদের নিয়ে নানা আয়োজন করেন সেগুলো কতটা কৃষি বা
কৃষকের কাজে আসে তা প্রশ্নসাপেক্ষ। যে কৃষক ফসলের ন্যায্যমূল্য পায় না, সেখানে কৃষকের হাসিকে পণ্য বানিয়ে ঈদ বিনোদন করছেন কয়েক বছর থেকেই। তিনি নিজেই বলেছেন- কৃষকের হাসিটাই বিনোদন। যে কৃষকের নুন আনতে পান্তা ফুরোয় সেই কৃষককে বাদর বানিয়ে কলাগাছে ওঠানোর প্রতিযোগিতা পরিচালনা করা কৃষকদের সাথে প্রহসন ছাড়া আর কিছু না।
তিনি অনেক নাম করা উপস্থাপক, যেটুকু মিথ্যা তিনি বলছেন- ওটুকু না বললে তার অবস্থান কমবে না। কিন্তু এ ধরনের আচরণে তিনি বিরত থাকলে তারই যে ভাল হবে এটা তিনি যত দ্রুত বুঝবেন ততই মঙ্গল।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ।
২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩১
স্পেলবাইন্ডার বলেছেন:
আমিও তাই বলি। বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আপনি। শাইখ সিরাজ ছিলেন একজন রিপোর্টার বা প্রতিবেদক। আজকে সেই শাইখ সিরাজ বিটিভির সত্যিকারের একটা জনপ্রিয় অনুষ্ঠানের কনসেপ্ট পূজিঁ করে বিশাল ব্যবসা ফেঁদে বসেছে।
এদেশে এরকমই হয়।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ। তবে এর জন্য শাইখ সিরাজ একা নয় আমরাও দায়ি। বিটিভির উদাশীনতার সুযোগ নিয়েছে শাইখ সিরাজ।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৯
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: কলেজে পড়া অবস্থায় বিটিভির এ অনুষ্ঠানে হালকা-পাতলা গড়ন কিন্তু ভরাট কণ্ঠের একজন উপস্থাপক হিসাবে দেখেছি বলে মনে পড়ে।
কীভাবে যেন শাইখ সিরাজ লাইম লাইটে চলে আসলেন, সবাই এখন কৃষি আইকন বলতে শাইখ সিরাজকেই চিনি। অথচ আপনার কথা ভুলেই গিয়েছিলাম, ধন্যবদা মনে করিয়ে দেয়ার জন্য।
তবে কৃষিতে ভিন্নমাত্রা যোগ করে এগিয়ে নেয়ার ব্যাপারে শাইখ সিরাজের অবদানও অস্বীকার করছিনা।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮
রেজা সিদ্দিক বলেছেন: শাইখ সিরাজের অবদান অস্বীকার করা ঠিক হবে না। আমি কেবল সততার কথা বলছি। মিথ্যা বললে অবদান বাড়ে না ।
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১
মদন বলেছেন: +
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ ঘুরে যাওয়ার জন্য
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯
প্যাপিলন বলেছেন: আপনাকে মনে আছে, আপনার অনেক বক্তব্যর সাথেও একমত তবে মাটি ও মানুষকে জনপ্রিয় করার পেছনে শাইখ সিরাজের ভুমিকাই বেশি। মাটি ও মানুষ এর অনেক প্রোগ্রাম ছিল ক্ষতিকারকও। যেমন গরু মোটা তাজাকরণ মাটি ও মানুষের মাধ্যমেই জনপ্রিয় হয়। এখন পাব্লিক বুঝে যে কি ক্ষতিকর এই প্রক্রিয়া। এরকম আরো অনেক ক্ষতিকর ফিচার মাটি ও মানুষ প্রচার করেছে যার জন্য মুখ্যত শাইখ সিরাজই দায়ী।
কৃষকের ঈদ আনন্দ নিয়ে আপনি যে অভিযোগ করেছেন তা বিরোধীতার খাতিরেই বিরোধীতা। এই অনুষ্ঠানটি আমি মিস করিনা এবং ঈদে বিনোদনের নামে হাজারো বস্তাপচা অনুষ্ঠানের মধ্যেই এই একটিতেই প্রকৃত আনন্দ পাই। আমার বিশ্বাস কৃষকরাও এটি উপভোগ করে। তবে সেই একই আইটেম কলাগাছ বাওয়া, বালিশ যুদ্ধ, পিঠে বেধে দৌড় আবারও হলে বোরিং লাগবে
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
রেজা সিদ্দিক বলেছেন: আপনার কথার সাথে আমিও একমত। ওনার ভূমিকা অনেক বেশি। কিন্তু উনি এই অনুষ্ঠানের জনক নন যেটা উনি বলেন।
ঈদের অনুষ্ঠান নিয় আপনার মতের প্রতি ম্রদ্ধা রেখেই বলছি- আমাদের দেশের সাধারণ কৃষকরা কিন্তু এই অনুষ্ঠানের দর্শক নন। দর্শক আপনি বা আমি- এখনেও কিন্তু কৃষক পণ্য।
বিনয়ের সাথে বলি= আপনি অপরকে ছোট করে নিজেকে বড় করতে পারেন না। আমি নিজেও এই লেখা লিখে মহান হবো না। জানা সত্বেও সত্যটা কেউ বলছে না। অতএব অপ্রিয় কাজটি আমাকেই করতে হলো।
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২২
চাকমা বলেছেন: ১৭ / ১৮ বছর আগের কথা, "মাটি ও মানুষ" আমারও খুব প্রিয় একটা অনুষ্ঠান ছিল। কেন জানি এই অনুষ্ঠানটা সব সময় দেখতাম। শাইখ সিরাজের উপস্থাপনা ভালই লাগতো। আপনার লেখা পরে অনেক কিছু নতুন করে জানলাম। যদি এই লেখা সত্য হয়, তাহলে সত্যি অনেক দুঃখজনক।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, শাইখ সিরাজ আর "মাটি ও মানুষে" নেই। যদিও যত "হৃদয়ে মাটি ও মানুষ" বলতে থাক।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
রেজা সিদ্দিক বলেছেন: ইতিহাস তার আপন গতিতে অগ্রসর হয়।
৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭
ফেরদাউস দেশী বলেছেন: মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদী লেখার জন্য অসংখ্য ধন্যবাদ - - -
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪২
মুদ্দাকির বলেছেন: সকিং
সত্য উন্মোচন হোক
আপনাকে সেলুট +++++++++++
কিন্তু শাইখ সিরাজ মাটিও মানুষ ছাড়লেন কেন?????
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
রেজা সিদ্দিক বলেছেন: তার জবাব দিতে পারবেন- নওয়াজিশ আলী খান, শাহরিয়ার জেড ইকবাল, শাইখ সিরাজ নিজে, ঢাকা ফিশারিজ এর মালিক, যশোরের হবি সর্দার-- চাইলে আরো নাম দিতে পারবো। ওই কথাগুলো আমার কাছ থেকে না আশাই ভাল।
৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭
আশিক হাসান বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম। হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটি দেখার সময় আপনার কথা মন পড়ত। কারন শৈশবে এই কিছু অনুষ্ঠানের মধ্যে এই মাটি ও মানুষ অনুষ্ঠানটি আমার মনে দাগ কেটেছিলো। সত্য উন্মচোনের জন্য ধন্যবাদ। আপনি ভাল থাকুন এবং আশা করি সত্যকে স্বীকার করে শাইখ সিরাজ নিজেকে আরো উজ্বল করবেন।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ;
১০| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭
আশিক হাসান বলেছেন: আপনাকে অনেকদিন পর দেখলাম। হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানটি দেখার সময় আপনার কথা মন পড়ত। কারন শৈশবে এই কিছু অনুষ্ঠানের মধ্যে এই মাটি ও মানুষ অনুষ্ঠানটি আমার মনে দাগ কেটেছিলো। সত্য উন্মচোনের জন্য ধন্যবাদ। আপনি ভাল থাকুন এবং আশা করি সত্যকে স্বীকার করে শাইখ সিরাজ নিজেকে আরো উজ্বল করবেন।
১১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
ঝড়ো পথ বলেছেন: অনেক ধন্যবাদ পুরনো সৃতি মনে করিয়ে দেয়ার জন্য। আপনার প্রোফাইল ছবি দেখে চিনতে পারলাম। শাইখ সিরাজের কাছ থেকে এরকম অকৃতজ্ঞতা আশা করিনি। সত্যের জয় হোক ।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২০
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধব্যবাদ
১২| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫
রাহাত না বলেছেন: apnar kotha ekdom thik.
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫
সেলিম আনোয়ার বলেছেন: মাটি ও মানুষ অনুষ্ঠান দেখে খুব বিরক্ত হতাম।ওটা পর কোন একট জনপ্রিয় অনুষ্ঠান হতো বোধ হয়।কার্টুন কিংবা অন্য কিছু। মিথ্যে বলা অন্যায়।আরেকজনের প্রশংসা করার মত মন হয়তো তার নেই।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০
রেজা সিদ্দিক বলেছেন: প্রত্যেকের নিজের একটা মন আছে। সেটা যে কেমন, তা সে নিজেই ভাল জানেন।
১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: খবরটা শুনে ভাল লাগলো না........বিশ্বাস করতে কষ্ট হচ্ছেনা....যখন ওনাকে দেখি বিপিএলের মাঠে.....!!
একই সাথে বলি ......আপনাকেও ভালো লাগতো ..জানিনা ভবিষ্যতেও লাগবে কিনা....কারন কারো ইমেজের প্রতি এখন আর বিশ্বাস করতে ভয় হয়!!
আপনার উচিত ছিল এটা নিয়ে তার সাথে সরাসরি কথা বলা ...............হয়তো বলেও থাকতে পারেন..........এ ব্যাপারে তাঁর বক্তব্য কি সেটা প্রকাশ করতে পারতেন!! ভুল হলে ক্ষমা করবেন!!
ভালো থাকবেন!!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯
রেজা সিদ্দিক বলেছেন: আপনার কি মনে আমি তার সাথে কথা বলিনি। যে লোক সমাজের প্রতি এত অঙ্গীকারাবদ্ধ তার কি খুব বেশি আত্মপ্রচারের দরকার? দরকার এই জন্য যে ব্যবসায় খুব বেশি দরকার। কারো ইমেজের প্রতি আস্তা রাখা আসলে খুব কষ্ট। কারণ একজন মানুষকে আমরা যত বড় মনে করি তাদের মনটা সব সময় অত বড় হয় না। আর এটাই হয়তো আপনাকে কষ্ট দিচ্ছে। শাইখ সিরাজ ১৯৯৬ সালে বিটিভির অনুষ্ঠান থেকে বাদ পড়েন বা চলে যান। এরমাঝে ১৭ বছর চলে গেছেন- এই মিথ্যাটা এতদিন ধরেই চলেছে।
আপনি এ বিষয়ে আরো অনুসন্ধান করে দেখেন- দেখবেন কষ্টটা আরো বাড়বে।
১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৪
যান্ত্রিক বলেছেন: শুধু ব্লগে নয় আপনিও প্রথম আলোতে ব্লগের মতো প্রতিবাদ করে এই লেখাটিই দিন।
কারণ ব্লগ পড়ুয়া খুব কম। সবার জানা দরকার।
আর প্রথম আলো এই লেখা নিতে না চাইলে আরো অনেক সংবাদপত্র আছে।
আপনাকে ধন্যবাদ।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ।
১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
আব্দুল্লাহ আল নোমান বলেছেন: @যান্ত্রিক ভাইয়ের সাথে একমত!!
আর রেজা ভাই.. আমার মন্তব্যকে ব্যক্তিগত আ্ক্রমন হিসেবে নিবেন না আশা করছি.....আর আমার প্রথম মন্তব্যে আমি কিন্তু বলেছি যে ...আপনি তার সাথে কথা বলেও থাকতে পারেন...আর মন্তব্যের প্রথমেই বলেছি বিপিএলে তার উপস্থিতির কথা..... অতএব যা বুঝার বুঝে নিন!!
ভালো থাকবেন!!
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯
রেজা সিদ্দিক বলেছেন: নোমান ভাই।
আমি ব্যক্তিগতভাবে নেই নি। আক্রমণও মনে করছি না। শাইখ সিরাজের সাথে আমার ভ্যুক্তিগত পরিচয় খারাপ না। একাধিকবার বিভিন্ন সময়ে কতাগুলো বলার চেষ্টা করেছি। একজন গুণী মানুষ হওয়ার কারণে তার সম্পর্কে সরাসরি এইভাবে কথা বলাটাও বিব্রতকর।
একটা ছোট ঘটনা বলি-- আজ অন্তত ২০/২২ টে ফোন পেয়েছি- সবাই লেখার পক্ষে আমাকে ধন্যবাদ দিয়েছেন- কিন্তু ফেসবুক বা সামু ব্লগে মন্তব্য করেন নাই। তাদের প্রতি সম্মান রেখেই বলি- আসলে সবাই রাখ ঢাক করেই চলেন।
আমি আন্তরিকভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি।
আপনিও ভাল থাকবেন।
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১
েবনিটগ বলেছেন: মিথ্যার বিরুদ্ধে প্রতিবাদী লেখার জন্য অসংখ্য ধন্যবাদ - - -
ব্লগে আপনি আছেন জেনে খুব ভাল লাগছে, নিয়মিত লিখবেন আশা করি
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯
বিচছু বলেছেন: সত্যের পক্ষে আমরা কেউ যাইনা প্রমান ৮০০ বার পঠিত কিন্তু কমেন্টের আকাল মাটি ও মানুষ আমার পছন্দের অনুষ্ঠান ছিলো একসময়
এখন আর বস্তাপচা টেলিভিশন(বিটিভি) দেখিনা
রেজা ভাই আমিও আপনার সাথে একমত
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৭
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ
১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৭
বিষঠোকরা; নিঃসঙ্গ পাখি বলেছেন: আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে। মাটি ও মানুষ খুব জনপ্রিয় অনুষ্ঠান, যেটি আমারও অনেক ভালো লাগতো। এ অনুষঠানের রিপোর্টিংগুলো ছিল খুব আকর্ষণীয়, মূলত সেগুলোর কারণেই অনুষ্ঠান জনপ্রিয় হতে থাকে। আপনার চেহারা স্পষ্টত মনে পড়ে। তবে শাইখ সিরাজের রিপোর্টিং ও বিভিন্ন প্রোজেক্ট খুব উপভোগ করতাম। সত্যি কথা বলি, প্লিজ মাইন্ড করবেন না। আপনি উপস্থাপক আর শাইখ সিরাজ একজন রিপোর্টার, অথচ বাংলাদেশের মানুষ শাইখ সিরাজকেই এক নামে চিনতো। এতে তাঁর ক্রেডিট ছিল তাঁর কাজের জন্যই। আমরা এমনও আশা করতাম সেই বিটিভি আমলে যে, বাংলাদেশের কোনো সন্তান যদি নোবেল প্রাইজ পান, সেটি হবেন কৃষিতে শাইখ সিরাজ। অনুষ্ঠানে রিপোর্টার নিশ্চয়ই শাইখ সিরাজ একা ছিলেন না, অনেকের মধ্য থেকে মেধা ও পরিশ্রমের দ্বারা তিনি শীর্ষে উঠে আসছিলেন।
শাইখ সিরাজের অবদান অশেষ। তবে আপনার সাথে একমত, আপনার উল্লেখিত মিথ্যা কথাগুলো তিনি না বললে বরং তাঁর সম্মান উজ্জ্বলতর হতো।
আপনাকে শুভেচ্ছা।
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮
রেজা সিদ্দিক বলেছেন: আমি আপনার সাথে একমত। কয়েকটি মিথ্যা না বললে তার সম্মানের কোনো হের ফের হতো না।
২০| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০
পড়শী বলেছেন: মুখোশধারী মানুষ দের জন্য করুণাই হয়। খ্যাতি, যশ, ব্যবসা, টাকার জন্য মানুষ তার আত্মসম্মান ও বিকিয়ে দিতে পারে, এ ঘটনা তারই প্রমাণ।
'নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান'
আপনাদের মত মানুষদের, সাথে এর পেছনের কত মানুষের পরিশ্রম, পরিকল্পনা, অবদান আমরা সহজে ভুলে যাই। কৃতজ্ঞতা স্বীকারের মত সাধারণ ভদ্রতাও দেখাতে চাই না। পাছে নিজের আসল রূপ প্রকাশ হয়ে পড়ে। শাইখ সিরাজদের মত মুখোশধারী মানুষেরা, আমাদের সেই স্মৃতি-ক্ষণিকতার সুযোগ নেয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ঘটনাটি সামনে নিয়ে আসার জন্য।
পোস্ট টি স্টিকি করার দাবী জানাচ্ছি।
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
২১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪
েবনিটগ বলেছেন: পোস্ট টি স্টিকি করার তীব্র দাবী জানাচ্ছি।
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৮
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
২২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৭
নীল_সুপ্ত বলেছেন: ব্লগে আপনাকে দেখে ভালো লাগছে, তবে সত্যটাকে ছড়িয়ে দিন আরও প্রকটভাবে, যান্ত্রিক এর সাথে একমত,
যান্ত্রিক বলেছেন: শুধু ব্লগে নয় আপনিও প্রথম আলোতে ব্লগের মতো প্রতিবাদ করে এই লেখাটিই দিন।
কারণ ব্লগ পড়ুয়া খুব কম। সবার জানা দরকার।
আর প্রথম আলো এই লেখা নিতে না চাইলে আরো অনেক সংবাদপত্র আছে।
আপনাকে ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৯
রেজা সিদ্দিক বলেছেন: আমি এটা সবখানে দিয়েছি। ইনকিলাব ছেপেছে। অন্যরা ছাপবে কি না জানিনা।
২৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৪৫
খেয়া ঘাট বলেছেন: একটি পরিচিত নামকে উপজীব্য করে টিকে থাকার প্রচেষ্টা মূলত বাণিজ্যিক দৃষ্টিভঙ্গীরই পরিচায়ক, এর সাথে অঙ্গীকারের কেনো সম্পর্ক নেই। - একমত।
হৃদয়ে মাটি ও মানুষের সেই মানুষটি তবে সত্যিকার অর্থে মাটি ও মানুষের রইলোনা। আফসুস।
০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৫০
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
২৪| ২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০
আল-রোমান বলেছেন: লেখক বলেছেন: ইতিহাস তার আপন গতিতে অগ্রসর হয়।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
বর্তমান তার আপন গতিতে অগ্রসর হয়, পেছনে ফেলে অতীত।
সমস্যা একটাই, ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না।
২৩ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১০
রেজা সিদ্দিক বলেছেন: মানুষ জানে না- সে যদি নিজের ইতিহাস না লেখে- তাহলে নিরপেক্ষ ব্যক্তিরাই ইতিহাস লিখবে। আর সেটিই হবে সবচেয়ে বস্তুনিষ্ঠ ইতিহাস
২৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০০
কেএসআমীন বলেছেন: হুম...
আপনি বলেছেন কয়েকটি মিথ্যা না বললে তাঁর সম্মানের হেরফের হতো না। কথাটা ঠিক না। বরং সম্মান আরো বাড়তো।
শাইখ সিরাজ খুব শিগগিরই ম্যাগসাইসাই পুরষ্কার পাওয়ার কথা। নোবেল পেলেও অবাক হওয়ার কথা না। তিনি মেধাবী ও পরিশ্রমী বটে। মেধার তো নানা রকমফের রয়েছে, উনি না হয় দুচারটা মিথ্যা বলে বেশী পরিমাণ বাহবা পাওয়ার চেষ্টা করেছেন শুধু...
আরেকটা কথা, জনপ্রিয়তা পেতে হলে মিডিয়ার সঠিক ব্যবহারও প্রয়োজন। শাইখ সাহেব এক্ষেত্রে পুরোপুরি সফল। একটি জনপ্রিয় টিভি চ্যানেলের অন্যতম মালিকও বটে তিনি।
শাইখ সিরাজ সাহেব নোবেল পেলে বাংলাদেশী হিসেবে আমি খুব খুশী হবো। তবে সে সম্ভাবনা নাকি একেবারেই কম কারণ একজন বাংলাদেশীকে নোবেল দিয়ে নোবেল কমিটি এখন বিপাকে! যেভাবে ড. ইউনুসকে সরকার অপমানিত করা শুরু করেছে...
কোন দেশের সরকার সেদেশের নোবেল লরিয়েটকে অপমানিত করেছে, এ রকম ঘটনা নাকি পুরো পৃথিবীতেই বিরল।
ভবিষ্যতে নাকি বাংলাদেশ থেকে আর নোবেল পাওয়ার কোন সম্ভাবনাই নাই...
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
রেজা সিদ্দিক বলেছেন: শাইখ সিরাজ খুব শিগগিরই ম্যাগসাইসাই পুরষ্কার পাওয়ার কথা। নোবেল পেলেও অবাক হওয়ার কথা না। তিনি মেধাবী ও পরিশ্রমী বটে। মেধার তো নানা রকমফের রয়েছে, উনি না হয় দুচারটা মিথ্যা বলে বেশী পরিমাণ বাহবা পাওয়ার চেষ্টা করেছেন শুধু...
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
রেজা সিদ্দিক বলেছেন: আপনি যতটা বুঝেছেন- শাইখ সিরাজ ততটা বুঝলেই মঙ্গল।
পুরস্কার পাওয়ার মধ্যে নিশ্চয়ই আনন্দ আছে। সে আনন্দ আমরা সবাই ভোগ করতে চাই। কিন্তু তার মানে তো এই নয় যে, যেন তেন প্রকারে তা অর্জন করতে হবে। অবশ্য যুগটা বানিজ্যের কে কতটা বাণিজ্য করে নিতে পারে সেটা তাদের যোগ্যতার বিষয়। এই সমাজে তো তারাই বেশি মূল্যবান। অন্যরা অচল মাল।
২৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪
তেপান্তরের পথিক বলেছেন: ছোটবেলায় একটা অসম্ভব ভাললাগা থেকে মাটি ও মানুষ অনুষ্ঠান টা দেখতাম .... অনার্স এ ভর্তি হবার পর ঠিক একই রকম ভাললাগা কাজ করত আপনার ক্লাস গুলো করার সময় ......ভাল থাকবেন স্যার ......
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩
সবুজ মহান বলেছেন: আজথেকে ৮/১০ বছর আগের কথা। তখন স্কুলে পড়তাম। বিটিভি'র ''মাটি ও মানুষ'' ছিল আমার খুব প্রিয় একটি প্রোগ্রাম । আপনার নামটি ভুলে গেলেও প্রোফাইল পিক দেখে চিনে ফেলেছি। ভাল থাকবেন।