নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

কৃষি পণ্যের মূল্য- বিপনন বিভাগের কাজটা কি?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আলু নিয়ে কৃষক দিশেহারা এমন সংবাদ প্রকাশিত হয়েছে- সম্প্রতি। এবং একথা সত্য কৃষকরা কৃষি উৎপাদন নিয়ে এক হতাশার মধ্যে আছেন।



আমাদের কৃষি বিপনন বিভাগের কাজটি কি? কৃষকরা ফসল ফলাবেন অথচ মূল্য পাবে ন না- তাহলে কৃষি বিপনন বিভাগ কি আঙুল চোষে?

আসলে কৃষি বিপণন বিভাগ তাদের কাজটি সম্পর্কে সচেতন কি না জানি না। মার্কেটিং বিভাগের কাজ হলো- বাজার চাহিদা নিধারণ করা এবং সেই অনুযায়ী উৎপাদনের পরকিল্পনা করা। আর উৎপাদিত পণ্য সঙ্গত মূল্যে বিক্রয়ের ব্যবস্থা করা। উৎপাদন যদি বেশি হয় তাহলে বাজারে চাহিদা সৃষ্টি করাটাও মার্কেটিং বিভাগের কাজ, আবার চাহিদার তুলনায় উৎপাদন কম হলে কোথা থেকে কিভাবে ঘাটতি পূরণ করা যাবে সে বিষয়েও মার্কেটিং বিভাগ কাজ করবে।

কিন্তু আমাদের কৃষি বিপনন বিভাগ বাজার দর প্রকাশ করা ছাড়া কোনো কাজই করে না। আবার বাজার গবেষণা করার মতো যথেষ্ট জনবল সেখানে আছে কিনা সেটাও দেখার বিষয়। তবে আমাদের কৃষি বিপনন বিভাগ যে দক্ষ নয় এ বিষয়ে কোনোই সন্দেহ নেই।

একদল আছে, তারা বলেন- বাজার অর্থনীতিতে বাজারই পণ্যের মূল্য নির্ধারণ করে। কথা ঠিক। কিন্তু কখনো কি কৃষি বিপনন বিভাগ বাজার সম্পর্কে আগাম তথ্য দিতে পেরেছে যেটা উৎপাদনের আগেই জানা প্রয়োজন।

আসলে এই বিভাগে রয়েছে এক অসাধারণ সংকীর্ণতা। বিভাগের নাম মার্কেটিং- কিন্তু মার্কেটিং এর লোক যাতে নিয়োগ না পেয়ে কেবল কৃষি অর্থনীতির ব্যক্তিরাই যাতে থাকেন সে দিকে নজর বেশি। লক্ষ্য অর্জনের চেয়ে গোষ্ঠী স্বার্থ বেশি প্রাধান্য পায়। তারই ফলে ্এ যাবতকাল কৃষকরা বাম্পার ফলন করেও লোকসানের মধ্যে পড়েছেন। আলু নিয়েও এমন অবস্থা তৈরি হয়েছে।

বাজার অর্থনীতিতে সক্ষমতা অর্জন করতে না পারলে এই কৃষি বিপনন বিভাগের কোনো প্রয়োজন নেই। কৃষি অর্থনীতিতে পড়াশুনা করলেই পণ্য বিপনন প্রক্রিয়া বা কৌশল জানা যায় না। মার্কেটিং একটি বিশেষায়িত বিষয়- এক্ষেতে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নিয়েই কাজ করা উচিত। দশ চক্রে ভগবান ভুত হয়ে যায়- আর বাংলাদেশের কৃষি তো পড়েছে চল্লিশ চক্রে। এর পরিণতি আমারা নিজেরাই উপলব্ধি করতে পারি।



মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের কৃষি বিপনন বিভাগের কাজটি কি? কৃষকরা ফসল ফলাবেন অথচ মূল্য পাবে ন না- তাহলে কৃষি বিপনন বিভাগ কি আঙুল চোষে?

আমার একই প্রশ্ন।পোস্টে +

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ। আমি ৩১ বছর ধরে দেখছি- দৃশ্যমান কোনো সফলতা এই বিভাগের নেই।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: কৃষকের সাফল্য থাকলেও সরকারি বিভাগের সাফল্য নাই। বর্তমানের সরকার কৃষি বান্ধব হলেও- কৃষকবান্ধব নয়। আর মার্কেটিং বিভাগের কথা তো আপনিই বলেছেন। আপনার চেয়ে ভাল আর কেই বা বলতে পারবে। তবে হাড়ির মাঝে আরো খবর আছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০৩

রেজা সিদ্দিক বলেছেন: হাঁড়ির খবর থাকলে দিতে পারেন

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৬

দুরদেশী বালক বলেছেন: বড়ই চিন্তার বিষয়

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০২

রেজা সিদ্দিক বলেছেন: হম;;;;;;;;;

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

toysarwar বলেছেন: এই নামে যে একটা বিভাগ আছে তাই তো অনেকে জানে না। এত এত কৃষি বিষয়ক বিভাগ আছে যে কোনটা কার কাজ তা জানতে পারাটাই বিরাট হাঙ্গামা। আজ পর্যন্ত এদের সকলের সেবা একই নির্দিষ্ট জায়গা থেকে পাবার কোন পদ্ধতি কি উদ্ভব হয়েছে?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০২

রেজা সিদ্দিক বলেছেন: না তেমন কিছু নেই। বরং- ঐক্য সৃষ্টির চেয়ে দ্বন্দ্ব সৃষ্টির নানা উদাহরণ আছে।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল বলছেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০১

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.