নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

তরুণরা যা পারেন- আমরা অনেকেই তা পারি না

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

তরুণরা যা পারেন- আমরা অনেকেই তা পারি না

পাঠ্যপুস্তকে ভুলের বিষয়ে সাম্প্রতিক রিপোর্ট সচেতন মানুষকে একটা ধাক্কা দিয়েছে। গত কয়েকবছর ধরে শিক্ষা মন্ত্রণালয়ের সফলতার কথাটিই বড় করে এসেছে। যথাসময়ে পাঠ্যবই বিতরণ, প্রাথমিক ও স্কুল পর্যায়ে পরীক্ষা প্রবর্তন, নতুন শিক্ষাণীতি ইত্যাদি নানা কারণে সরকারকে শিক্ষাবান্ধব বলেছে অনেকেই। কিন্তু পাঠ্যবইয়ের ভুলে সকল সফলতা ম্লান হওয়ার উপক্রম। যদিও শিক্ষা মন্ত্রনালয় এই সমালোচনা ও রিপোর্ট কে ইতিবাচক হিসেবে গ্রহণ করে পাঠ্যবই সংশোধনের উদ্যোগ নিয়েছে। এই বিষয়টি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।



প্রশ্ন উঠেছে বই রচনা, সম্পাদনার সম্মানী এত কম যে কেউ কেউ নাকি সম্মানীর অর্থ ফিরিয়ে দিয়েছেন- আবার কেউ কেউ নাকি সম্পাদনার কাজও করতে সম্মত হন নি। শিক্ষক ও জ্ঞানী ব্যক্তিরা আঞ্জুমানে মফিদুল ইসলাম নন যে তারা বিনা সম্মানী বা নাম মাত্র সম্মানীতে কাজ করবেন- তারপরও একটা কথা থেকে যায়। জাতির মেধা বিকাশের প্রশ্নে সমাজের উচ্চ স্তরের মানুষ- যাদের অর্থের অভাবটিও অতটা প্রকট নয় তারা কি সম্মানীর দোহাই দিয়ে এই দায়িত্ব এড়াতে পারেন? মানুষের সব শ্রমই কি অর্থের মূল্যে পরিমাপ করা যাবে? তাহলে নিজের জ্ঞানকে নিজেই কি বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত করলাম না?



শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘদিন থেকে বিনামূল্যে বই বিতরণ করছে। বছরে ২৭ কোটি। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য কি কোনো বই তৈরি হয়েছে? প্রতিবন্ধী শিক্ষার্থীরা কি মূলধারার শিক্ষা পাবেন না?



এই কথাটির অবতারণা এই জন্য যে, একটি অসাধারণ ঘটনা ঘটিয়েছে বিদেশে বসবাসরত বাংলাদেশের মেধাবী তরুণ সমাজ। তাঁরা একটি ফেসবুক গ্র“প তৈরি করেছে যার নাম বাংলা ব্রেইলি। এরা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য সকল পাঠ্যবইয়ের অডিও ভার্সন বা অডিও বুক এবং ব্রেইলি বুক তৈরি করছে। ২৫০০ এর বেশি স্বেচ্ছাসেবক এই দলে কাজ করছেন। একদল অডিও দিচ্ছেন, একদল বইগুলোকে ইউনিকোডে রূপান্তরিত করছেন। পুরো কাজটি হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। কোনো প্রকল্প নয়, কোনো সম্মানী নয়, দেশের একটি প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণদের এই অবদানকে অস্বীকার করা যাবে না কোনো মতেই। নিরবে এই কাজটি যে হচ্ছে তা সরকারের কোনো মহল জানেন না। তাদের এই শ্রমলব্ধ ফলাফল সরকার গ্রহণ করবে কিনা তাও তারা জানেন না। তারা মনে করেছেন- সরকার কাজটি করছে না বা করতে পারছে না- অতএব আমরাই করি। এই সব তরুণ উদ্যোক্তারা শুরু করলেন এবং এগিয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে এই দলে যুক্ত হয়ে জানতে পেরেছি কেবল দেশের প্রতি ভালবাসা থেকেই এই ধরনের উদ্যোগ। আমি নিজেও দুটি বইয়ের জন্য কণ্ঠ দিয়েছি- লুতফুন্নাহার লতাও দিয়েছেন- সম্ভবত আমরাই একটু বেশি বয়সের। আর যারা কাজ করছেন- তারা সবাই তরুন- ২০ থেকে ৩৫ বছরের মধ্যে তাদের বয়স।



প্রসঙ্গটির অবতারণা এই জন্য যে, সম্মানীর দোহাই দিয়ে আমরা অনেক গুণীজনকে দেখি একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ কাজকে অবজ্ঞা করতে, আর কয়েকজন উদ্দীপ্ত তরুণকে দেখি- পড়াশুনা- চাকরির পাশাপাশি নিজের অবসর সময়টুকু দেশের জন্য উৎসর্গ করতে। আর এ জন্যই হয়তো আমরা বার বার বলি - তরুণরাই পথ চেনাবে।



তরুন দের নিয়ে আমার আগের লেখাটি এখানে

Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০২

রাতুল_শাহ বলেছেন: তরুণরা যুদ্ধ করে জয় আনে, বৃদ্ধরা তা উপভোগ করে, ছোটরা আনন্দ করে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

রেজা সিদ্দিক বলেছেন: ভাল বলেছেন।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

একটি শিশিরবিন্দু বলেছেন: বাংলা ব্রেইল এর উদ্যোগটি বিদেশে উচ্চশিক্ষা বা চাকরিরত শিক্ষার্থীরা শুরু করলেও স্বেচ্ছাসেবকরা ছড়িয়ে আছেন বিশ্বের নানান দেশে, বাংলাদেশ থেকে যারা করছেন, তারা ইন্টারনেটের স্লো স্পীডের কারণে অসুবিধার সম্মুখীন হলেও যতটুকু পারেন কাজ চালিয়ে যাচ্ছেন।

দেশের জন্য কিছু করতে চাইলে ইচ্ছাটুকুই যথেষ্ট। রাস্তায় পড়ে থাকা একটা চিপসের প্যাকেট তুলে ডাস্টবিনে ফেলে দিলেও দেশের উপকার হয়। ফেসবুকে স্ট্যাটাস দেবার চে বরং কিছু একটা করুন। আত্মতৃপ্তি পাবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

রেজা সিদ্দিক বলেছেন: সহমত

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

একটি শিশিরবিন্দু বলেছেন: যারা দৃষ্টি পরিবন্ধীদের জন্য বই তৈরির কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাদের জন্য এখানে নির্দেশনা ও প্রজেক্টের অগ্রগতি দেখতে পাবেন

http://www.banglabraille.org/

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:

ভুল মানা যায়। ভুল তো মানুষেরই হয়!
কিন্তু ভুল যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন সেটা মানুষে করেছে না গরু ছাগলে করেছে সেই প্রশ্ন জাগে মনে!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

রেজা সিদ্দিক বলেছেন: সহমত

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৫

কালোপরী বলেছেন: চমৎকার উদ্যোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.