![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো অনেক কিছু হয়েছে- পরিসংখ্যানের হিসে্বে
বেড়েছে বিদ্যুতের উৎপাদন
বেড়েছে খাদ্যের যোগান
লেখাপড়ার উন্নতিও হয়েছে অনেক
মাথাপিছু আয়ও বেড়েছে- এখন সেটা ডলারেরই চার অংকে।
যুদ্ধাপরাধীদের বিচারও হলো--
দুই চারটি রায়তো কার্যকরের অপেক্ষায়।
কিন্তু:
মানুষ কি অনুভব করছে এই সব হিসাব?
মানুষের অনুভবে না থাকলে তো এই সব হিসাব কোনো কাজেই আসবে না।
তথ্যে নয়, চটকদারী বিজ্ঞাপনে নয়
বিলবোর্ডেও নয়
নাড়া দিতে হবে অনুভবের জানালায়।
তাপমাত্র হিমাঙ্কের নিচে নামলেও নাম নেই-
যদি মানুষের শীত না লাগে।
প্রখর আগুণ জালিয়েও লাভ নেই
যদি সেখানে তাপ না লাগে।
শত সফলতাও ম্লান হতে পারে- কেবল একটি ব্যর্থতায়।
০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:১১
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সফলতা বা ব্যর্থতাতো জীবনেরই অংশ। সরকার যদি মনে করে সে সফল- তবে তার জীবনে ব্যর্থতাও আছে। আবার বিরোধীদল যদি মনে করে সবটাই ব্যর্থতা তারপরও কোনো কোনো সফলতার কথা সে মনে থেকে মানে।
সফলতাকে সঠিকভাবে তুলে ধরতে পারাটাও একটি সফলতা। কেবলমাত্র এই ব্যর্থতার কারণেই সবটা ম্লান হতে পারে। কথাটি বিপরীত ভাবেও সত্য।
প্রসঙ্গ বিটিভি:
ওটা নিয়ে আমার কোনো কথা নেই। ওটা আগে থেকেই এমন এবং সব আমলেই তাই। কিন্তু বেসরকারী চ্যানেলগুলোও যেভাবে নিজেদের পরিবারের বিষয় লির্জজ্জ ভাবে প্রচার করে তাতে তো মনে হয়- প্রচারমাধ্যমের একটা প্রধান উদ্দেশ্য হলো (মালিক() পরিবারের সফলতা প্রচার
২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৪
খেয়া ঘাট বলেছেন: অসাধারণ চিন্তার এক অসাধারণ কবিতা। শেষের লাইনগুলো দারুন চিন্তা জাগানিয়া।
০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৭
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৯:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
কবিতার ফ্রেমে লিখেছেন, প্লেইন টেক্সট। কিন্তু একটু গভীরে ঢুকলেই বোঝা যায়, নেহায়েত প্লেইন টেক্সট নয়, এ হলো কবিতা বা তার চেয়েও কিছু বেশি।
কিন্তু:
মানুষ কি অনুভব করছে এই সব হিসাব?
প্রশ্নের উত্তর খুব জটিল। মানুষ অনেক সময়ই বোঝে না তারা আসলে কী চায়, বা কোন পথ তাদের জন্য অনুসরণযোগ্য। আমরা আবার খুব হুজুগেও। ধীরস্থির ভাবে অনেক কিছুই ভাববার সময় নেই আমাদের। আমার অভিমত হলো- মানুষ এসব অনুভব করছে ঠিকই- তবে তা দ্বিধাবিভক্ত, মিশ্র।
তাপমাত্র হিমাঙ্কের নিচে নামলেও নাম নেই-
যদি মানুষের শীত না লাগে।
প্রখর আগুণ জালিয়েও লাভ নেই
যদি সেখানে তাপ না লাগে।
শত সফলতাও ম্লান হতে পারে- কেবল একটি ব্যর্থতায়।
কথাগুলো মূল্যবান। কিন্তু শেষ লাইনটা দ্বারা আপনি কি কিছু ইঙ্গিত করলেন?
আমি ৮০%এরও বেশি দেখি বাংলাদেশি চ্যানেল, কিন্তু বিটিভি দেখা হয় না। চ্যানেল ঘুরিয়ে ওখানে ঢুকে পড়লে খুব বিরক্ত লাগে- মনে হয় সরকারী প্রচারযন্ত্র। অনুষ্ঠানের মান, বিশেষ করে উপস্থাপকদের তোতলামি দেখে আমার নিজের কাছেই লজ্জা লাগে। মুহূর্তে চ্যানেল পালটে ফেলি। আপনার ‘মাটি ও মানুষ’ এখনও চলে কিনা তা জানার জন্য এ কথাগুলো বললাম। উপস্থাপক হিসাবে আপনি সফল, এটা স্বীকার করছি।
শুভ কামনা রেজা ভাই।