নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

হরতাল।। নো চিন্তা ডু ফূর্তি

০৯ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

প্রথমে ২ বার ৬০ ঘণ্টা, পরে ৭২ ঘন্টা এখন শুনছি আরো বেশি। সামনে নাকি আরো বাড়তে পারে।

অব্যাহত হরতালে বারবার পরিবর্তন হচ্ছে পরীক্ষার তারিখ।

ও লেভেল- এ লেবেল এর পরীক্ষার্থীদের এক বছর হারিয়ে যাওয়ার আশংকা।

বাজারে জিনিসের দাম ক্রমাগত বাড়ছে।

হরতাল যতই হোক- আমাদের কিন্তু অফিস আদালত যেতে্ই হচ্ছে।

হরতালে কর্মস্থলে যেতে তিনগুণ যাতায়াত খরচ। না গেলে বেতন কাটা। আসতেও কাটে যেতেও কাটে।

ব্যবসা বাণিজ্য বন্ধ- দোকানপাটও বন্ধ।

মধ্যবিত্তের অবস্থা ত্রাহি মধুসুদন।

মানুষ যদি বিরোধী দলের দাবি সমর্থনও করে তাও তাদের পক্ষে হরতাল পালন সম্ভব নয়।

প্রশ্ন আসতে পারে - আগের আওয়ামী লীগের হরতাল সহ্য করতে পারলে এখন পারবে না কেন?

সময়ের পরিবর্তনের সাথে সাথে কি মনোজগতে পরিবর্তন আসে না?

আগে মানলেও এখন মানবে এটা মনে করার কোনো কারণ নেই।

রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে সমস্যার সমাধান হবে না। আরো বাড়বে। জনদূর্ভোগ রেকর্ড স্পর্শ করবে।

আসলে সরকারি দল বা বিরোধী দল কে কতটা মানুষের মনের খবর রাখছে সেটা বলা মুস্কিল। মানুষের চেয়ে ক্ষমতায় থাকা বা যাওয়াটাই প্রধান।

আমাদের দেশে পরীক্ষায় ফেল করলে- স্যার ভালভাবে খাতা দেখে নাই।

ব্যবসায় লোকসান করলে- ওরা তো অইডা করলো- না হলে অইটা হতো।

প্রতিযোগিতায় হেরে গেলে- কারচুপি করছে।

আসলে নিজের দোষ দেখার কোনো মানসিকতাই নাই। তাই সমস্ত দায় আমাদেরই বহন করতে হয়।

দেশের রাজনীতি নিয়ে দেশের মানুষ যতটা ভাবছে তার চেয়ে বেশি উদ্বিগ্ন ভারত আমেরিকা। এটাও একটা অশণি সংকেত।

বাংলাদেশের রাজনীতিকরা হলে সর্বজ্ঞানী। তারা শিক্ষকদের চেয়ে শিক্ষার বিষয়টি ভাল বোঝেন? ডাক্তাদের চেয়ে চিকিৎসাও কম বোঝেন না। প্রকৌশলী কি বোঝেন- তার চেয়ে ভাল ইঞ্জিনিয়ারিং তাদের জানা। উকিল বিচারকদের চেয়ে আইনও ভাল বোঝেন। আর ব্যবসাটা তো আরো ভালো।

এত অসাধারণ গুণের ব্যক্তিরা নিশ্চয়ই জনগণের জন্য কল্যাণ ছাড়া আর কিছুই ভাবেন না। সো নো চিন্তা ডু ফুর্তি।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭

এম ই জাভেদ বলেছেন: হুম , দে আর জ্যাক অফ অল ট্রেডস ........।

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

রেজা সিদ্দিক বলেছেন: তা না হলে আর রাজনীতিক কেন?

২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৮

নূর রবি বলেছেন: দিনের পর দিন যারাই বিরোধী দলে গেছেন তাদের মূল কাজই হলো সরকারের ভুলগুলো তুলে ধরে ইস্যুতে ইস্যুতে হরতাল ডাকা।মাঝে মাঝেই আমার মনে হয় কোনো রাজনৈতিক দল বিরোধী দলে গেলেই হরতাল দেওয়াই তাদের দায়িত্বের শেষ বলে মনে করেন।

১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০

রেজা সিদ্দিক বলেছেন: আসলে সরকারের কোন ভুলের কারণে হরতাল হচ্ছে? হরতাল হয়েছে- মামলা প্রত্যাহারের জন্য, তত্বাবধায়ক সরকারের জন্য,। ডেসটিনির জন্য, পদ্মা সেতুর জন্য, সোনালী ব্যাংকের জন্য, ইউনিপেটু'া জন্য, শেয়ার মার্কেেটের জন্য বিরোধী দল কয়টা হরতাল করলো?
আসলে ক্ষমতায় যাওয়াটাই্ আসল। কারো ক্ষমতার যাওয়ার জন্য বা কারো ক্ষমতায় টিকে থাকার জন্য সাধারণ মানুষ এত মাশুল দেবে কেন এটাই আমি বুঝি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.