নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

বাম্পার ফলন এবং কৃষকের দুঃখ

০৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

বাম্পার ফলন এবং কৃষকের দুঃখ



কয়েকদিন আগে গিয়েছিলাম নওগা, বগুড়া ও জয়পুরহাটে। ধানের উৎপাদন বেশ ভাল। শিলাবৃষ্টির যে ক্ষতি হয়েছিল তাও পুষিয়ে গেছে। তারও আগে গেলাম সুনামগঞ্জেএ, সেখানেও ফলন চোখে পড়ার মতো। মাঠ থেকে এই খবরই আসছে যে এবার আরেকটি বাম্পার ফলন হবে।

এই বাম্পার ফলন দেশের জন্য আশীর্বাদ হলেও কৃষকদের শঙ্কার কারণ। বাম্পার ফলন মানে লক্ষমাত্রার চেয়ে বেশি উৎপাদন- অর্থ চাহিদার তুলনায় যোগান বেশি। অতএব দাম কম।



এ যাবতকাল কৃষি ব্যবস্থা পরিচালিত হয়েছে ঘাটতি ব্যবস্থাপনার দৃষ্টি থেকে। ঘাটতি ব্যবস্থাপনায় উৎপাদনকেই উৎসাহিত করা হয়। কারণ যাই হোক না কেন- খাদ্য নিরাপত্ত নিশ্চিত করা জরুরি।

কিন্তু প্রযুক্তির কল্যানে এখন উৎপাদন বাড়ছে। বাড়তি উৎপাদনের কারণে এখন যোগান বাড়ছে চাহিদার তুলনায়- অতএব দামও কমে যাচ্ছে। অতএব এখন কৃষি উৎপাদন উদ্বৃত্ত ব্যবস্থাপনার দিক থেকে পরিচালিত হওয়া উচিত। কিন্তু এই উদ্বৃত্ত ব্যবস্থাপনার সক্ষমতা আমাদের অর্জিত হয়েছে তা বলা যাবে না।

উদ্বৃত্ত ব্যবস্থাপনায় উৎপাদন পরিকল্পনা- চাহিদা সৃষ্টি, বাজার সৃষ্টি এবং পণ্য উৎপাদন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকা উচিত। কৃষি মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় এটি করছে বললে ভুল হবে। সেক্ষেত্রে নীতি নির্ধারকদের সচেতন হওয়া দরকার।

তাই একেকটি বাম্পার ফলন মানে- কৃষকের হতাশা- আরো কিছু দায় দেনা- আবার কিছু জমি হারানো- আর এভাবেই কৃষক পরিণত হয় ভূমিহীনে- । যারা বড় কৃষক তারা দাম বৃদ্ধির জন্য অপেক্ষা করতে পারেন- কিন্তু ক্ষুদ্র কৃষক তো তা পারেন না। অতএব- বাম্পার ফলন এর খবর সরকারের সফলতা হলেও আর কৃষকের জন্য সুসংবাদ নয়। আর যে সফলতায় কৃষক বঞ্চিত সেই সফলতার অর্থ কী?

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:৪১

বোধহীন স্বপ্ন বলেছেন: তার মানে বাম্পার ফলন কৃষকের জন্য হিতে বিপরীত হচ্ছে! উদ্ধৃত্ত ফসল কি রপ্তানীর ব্যাবস্থা করা যায় না?

০৫ ই মে, ২০১৪ রাত ৯:২১

রেজা সিদ্দিক বলেছেন: হ্যা, করা যায়। আমি সেই কথাই বলছি- উদ্বৃত্ত ব্যবস্থাপনাই এখন করা প্রয়োজন যদি কৃষকদের বাঁচাতে চাই। কারণ বেশি উৎপাদনের জন্য কৃষকের লাভ হচ্ছে না- আবার ভোক্তারাও যে কমদানে পাচ্ছেন তাও নয়। পুরোটা চলে যাচ্ছে ব্যবসায়ীদের পকেটে। রপ্তানী একটা পন্থা- বাজার সৃস্টি আরেকটি পন্থা আর উৎপাদন পরিকল্পনায় সহায়তা করা সেটা আরেকটি। এগুলোই কৃষককে বাঁচাতে পারে। আমি তাই মনে করি।

২| ০৫ ই মে, ২০১৪ রাত ৮:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
নীতি নির্ধারকদের সচেতন হওয়া দরকার
ব্যাস্, সফলতার অর্থ এখানেই সংজ্ঞায়িত হয় ...

০৫ ই মে, ২০১৪ রাত ৯:২৩

রেজা সিদ্দিক বলেছেন: সচেতনতা মানে কৃষকদের দৃষ্টিভঙ্গী থেকে যাতে সফলতা নিশ্চিত হয় সেটাই প্রধান বিবেচ্য হওয়া দরকার।
ধন্যবাদ মন্তব্যের জন্য

৩| ০৬ ই মে, ২০১৪ সকাল ৮:৩৬

দুরদেশী বালক বলেছেন: এটাই নিয়ম। গার্মেন্টস শ্রমিকরা পরিশ্রম করে- লাভ পায় মালিকরা। কৃষক উৎপাদন করে মুনাফা পায় ব্যবসায়ীরা। সরকার নিজেই যখন ব্যবসায় করে তখন আর কি হবে?

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮

রেজা সিদ্দিক বলেছেন: ব্যবসায়টা কৃষকদেরও শিখানো দরকার।

৪| ০৬ ই মে, ২০১৪ সকাল ৮:৩৯

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সহমত জানিয়ে গেলাম

০৬ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.