![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা কোটি টাকার আম বিষাক্ত করে তারা কৃষকও নয় খুচরা বিক্রেতাও নয়। তারা মধ্যস্থ কারবারী এবং মুনাফার লোভে অপরিণত আম পাকায় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আর সেই আমে প্রয়োগ করে ফরমালিন।
কৃষকরা তাদের বাগান বিক্রী করে দেয় ব্যবসায়ীদের কাছে। আর বড় বড় ব্যবসায়ীরা বাগানকে বিষাক্ত করে।
হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ে ভাগ পায় প্রশাসন, রাজনীতিক এবং আরো অনেকে। অতএব তাদের ধরা সাধ্য কার?
মাত্র দু পয়সার খুচরা ব্যবসায়ীদের ফল বিনষ্ট করাটা বাহাদুরি নয়। যারা ফল বিষাক্ত করে ঢাকায় নিয়ে এলো তারা ধরা ছোঁয়ার বাইরে যায় কিভাবে? যারা ফলে কার্বাইড দেয়, ফরমালিন দেয় এমনকি ক্ষতিকর কেমিকেল দেয় অধিক মুনাফার জন্য।
বড় লোক ব্যবসায়ীকে বাঁচিয়ে গরীব ব্যবসায়ীকে সর্বস্বান্ত করে দেশপ্রেমিক বা স্বাস্থ্য সচেতনতার নমুনা দেখানোর কোনো প্রয়োজন আছে কি?
বিষাক্ত আম নষ্ট করতে হবে এবং তা খুচরা বিক্রেতার হাতে আসার আগেই। তবেই বোঝা যাবে- আপনারা কত পারেন।
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:২৯
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৩৫
দুরদেশী বালক বলেছেন: বড়দের ------- ফালাইতে পারবো না। যত লাফানি গরীবের লগে
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৪৪
রেজা সিদ্দিক বলেছেন: ঠিকই বলেছেন
৩| ২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৪০
শরৎ চৌধুরী বলেছেন: সম্পূর্ণ একমত।
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:৪৩
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে
৪| ২৮ শে মে, ২০১৪ সকাল ১১:৪৫
সুমন কর বলেছেন: বিষাক্ত আম নষ্ট করতে হবে এবং তা খুচরা বিক্রেতার হাতে আসার আগেই। তবেই বোঝা যাবে- আপনারা কত পারেন।
ভালো বলেছেন।
২৮ শে মে, ২০১৪ রাত ১০:৩১
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১০
সোহানী বলেছেন: একদম ঠিক।
কেন সরকার জেনেও দিনের পর দিন ফরমালিন/কার্বাইড নিষিদ্ধ করছে না খোলা বাজারে। কত টাকা দরকার ব্যবসায়ীদের ????
অারেকটি কথা, ফরমালিন/কার্বাইড দেন বেশি ব্যবসার আশায় তাই না ..... কিন্তু আসুন একটা হিসেব করি......
১) এই মুহূর্তে আম পাকি পাকি করছে, আমরা যদি ফরমালিন/কার্বাইড না দিয়ে বাজারে ছাড়ি তাহলে প্রায় ১৫/২০ দিন আম এমনিতেই ভালো থাকে। এবং ১০০% সবাই চোখ বন্ধ করে আম খাবে।
২) যদি এই মুহূর্তে ফরমালিন/কার্বাইড দিয়ে বাজারে ছাড়ি তাহলে হয়তো আরো কিছুদিন ভালো থাকবে কিন্তু ২৫% ও আম খাবে না।
এবার বলেন কোন ব্যবসাটা ভালো !!!!!!!!!! তাইলে পাবলিক এখন অনেক চালাক ও সচেতেন..... এভাবে আর কতদিন আমাদের ঠকাবে তারা !!!!!!!!
২৮ শে মে, ২০১৪ রাত ১০:৩৪
রেজা সিদ্দিক বলেছেন: আমের ফরমালিন মিশায় বেশি দিন রাখার জন্য্। আর তাড়াতাড়ি পাকানোর জন্য ব্যবহার করে কার্বাইড। আসলে ক্রেতা বা ভোক্তারা সচেতন হলে এগুলো এমনিতেই কমে আসবে। কিন্তু ক্রেতা ও ভোক্তারা যেন একদিনেই সব খাবে- এমন হিসাব করে পাকাটাই কিনতে চায়। রং, গণ্ধ বা বর্ণের প্রতি প্রতিটি মানুষের আকর্ষণ থাকে। সেটি আমের ক্সেত্রে হোক বা অন্য কিছুর ক্ষেত্রেই হোক।
৬| ২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৫৬
অন্ধবিন্দু বলেছেন:
একমত। তবে বড়দের সাথে বড় স্বার্থ জড়িত থাকতে পারে ...
২৮ শে মে, ২০১৪ রাত ১০:৩৫
রেজা সিদ্দিক বলেছেন: বড়রা তো বড়দেরই সাথে তবে নগর পুড়লে দেবালয় কি অক্ষত থাকে? এটাই তারা বোঝে না।
৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ২:১৬
এহসান সাবির বলেছেন: শত ভাগ সহমত।
এবারের তরমুজের ব্যাপারটা দেখুন না, আমারাও খেলাম না, কৃষকরাও মার খেল।
২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
রেজা সিদ্দিক বলেছেন: এই জন্যই ভিন্নভাবে কাজ করা দরকার। রাজনীতির ডামাডোলে হারিয়ে যাচ্ছে মানুষের অধিকার। পচন ধরছে সর্বত্র।
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৪ সকাল ৮:২৭
ছায়া শিকারী বলেছেন: এই বিষয়টি আমার মনেও আসে ঘুরে ফিরে, বিষয়টা তুলে ধরার জন্য ধন্যবাদ