![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যারা ব্যবসা করেন- তাদের একটা সেলিং পয়েন্ট থাকে- যা তাদের সফলতাকে নিশ্চিত করে। সে কোনো কাজেই সেলিং পয়েন্টগুলো বিশেষ গুরুত্ব পায়। সেলিং পয়েন্ট যদি সঠিকভাবে ক্লিক করে তবে ব্যবসায়ী তার কাজে মক্কেল বা খদ্দেরদের আস্থা দেখতে পায়।
আমাদের রাজনীতিকরা অনেক যুক্তিসঙ্গত প্রশ্ন তুলছেন কিন্তু কেন জানি তা ক্লিক করছে না। শোনা যায় বর্তমানের রাজনীতিকদের মধ্যে ব্যবসায়ীর সংখ্যাই বেশি। তাহলেও কাস্টমারকে আকৃষ্ট করার সহজ বুদ্ধি তাদের মধ্যে থাকবে না কেন?
তাহলে কী তারা ব্যবসাটাও বোঝেন না- নাকি মানুষকে প্রতারিত করাটাকেই ব্যবসা মনে করেন? তাহলে তো ভয় দেখানোটাই রাজনীতি হয়ে যায়।
বক্তব্য যতই যুক্তিসঙ্গত হোক না কেন তার সেলিং পয়েন্ট থাকতেই হবে- ক্লিকও করতে হবে। তা না হলে কথাগুলো অর্থহীন মনে না হলেও কাজ দেবে না।
০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:০৬
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:০৯
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: দুরদেশী বালক ভাই একেবারে ঠিক বলেছেন।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
০৬ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮
রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ নাহিদ ইসলাম
৩| ০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
অন্ধবিন্দু বলেছেন:
একেবারে ফরমালিন মুক্ত ব্যবসায় পদ্ধতি !
হাহ হা।
০৬ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
রেজা সিদ্দিক বলেছেন: তা হয় কি করে? তারা তো অসৎ ব্যবসায়ীর ফরমালিন রাজনীতিতে নিয়ে গেছে। এতেই বোঝা যায় অসৎ ব্যবসায়ীরাই এখন রাজনীতি করছে।
৪| ০৬ ই জুন, ২০১৪ রাত ৯:২৫
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আপনি কি আজকাল কম আসেন নাকি? খুব কম দেখ তে পাই
০৭ ই জুন, ২০১৪ ভোর ৬:৫০
রেজা সিদ্দিক বলেছেন: একটৃু কম কমই আসি
৫| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩২
বিতর্কিত বিতার্কিক বলেছেন: তারা টের পেয়ে গেছে এই কাস্টমারেরা খুবই নিম্ন মানের। ভোক্তা অধিকার সম্পর্কে কাস্টমারেরা নিজেরাই কিছু জানেনা। যারা একটু আকটু জানে তারা হয় বিক্রেতা বনে যান কিংবা বিস্কুটের ক্রিম খাওয়া লোকে পরিনত হন।
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৬
রেজা সিদ্দিক বলেছেন: যথার্থ বলেছেন।
৬| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩
রাজিব বলেছেন: আমি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনেকের থেকে বেশি আশাবাদী বোধহয়। আমরা একটা ক্রান্তিকাল পার হচ্ছি। শিক্ষার হার বাড়ছে, জিডিপির প্রবৃদ্ধি খুবই আশাব্যঞ্জক, ইন্টারনেট ফেইসবুকের কল্যানে জনগণের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ছে। তরুন নেতৃত্ব ভাল কি খারাপ, তরুন ব্যবসায়ীরা ভাল কি খারাপ জানি না। তবে এটুকু জানি যে আমাদের নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ছে। বাংলা ব্লগগুলো এর উদাহরণ।
১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৮
রেজা সিদ্দিক বলেছেন: প্রসঙ্গটি আসলে ব্যবসায় সম্পর্কে নয়। পোস্টিংটা রাজনীতিকদের ইঙ্গিত করে। তারা যদি ব্যবসায়ীদের মতো সেলিং পয়ে ন্ট বুঝতেন তাহলে তাদের কথারও যুক্তি থাকতো আর জনতারও কল্যান হতো।
৭| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৬
খাটাস বলেছেন: চমৎকার অনু দৃষ্টিভঙ্গি। অনেকটাই সহমত। তবে টার্গেট মার্কেট খুব বেশি বড় নয় তাদের, এটা ও হয়ত বিশেষ কারণে। একটা সমাজ নিয়ন্ত্রন করতে সবাইকে লাগে না। কিছু শক্ত মুখ হলেই হয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৯
দুরদেশী বালক বলেছেন: সেলিং পয়েন্ট ছাড়াই ব্যবসাযে অনেক লাভ। দরকার খালি দলের জোর। অতএব তারা তো ব্যবসায়ী নয়। রাজনীতি বিদ হিসাবেও তারা জোর যার মুল্লুক তার। ক্লিক না করলেও তারা ক্ষমতায় যাওয়া আসা করেন।