নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

আমরা আদব শিখি বেআদবের কাছে

১৪ ই জুন, ২০১৪ রাত ৮:২৯

আদব বেআদব এবং বন্ধুত্ব ও শত্রুতা

কেউ কেউ বলেন- আমরা আদব শিখি বেয়াদবের কাছ থেকে।

তেমনি কেউ কেউ আবার বন্ধুত্ব শেখেন শত্রুর কাছ থেকে। উল্টোভাবে - আমরা শত্রুতা শিখি বন্ধুর কাছ থেকে। ভারত আমাদের বন্ধু অতএব শত্রুতা তাদের নিকট থেকেই শেখা উচিত।

ভারত সরকার বাংলাদেশ থেকে যারা ভারত গেছে তাদের খুঁজে খুঁজে বের করে নাকি ফেরত পাঠাবে। খুব ভাল কথা। পাঠাক।

কিন্তু কথা হলো- পেনসিডিল, ড্রাগ, ইত্যাদি পাচার করে যারা আমার দেশকে নষ্ট করছে পরিকল্পিত ভাবে- যারা আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার করছে এক তরফা ভাবে, যারা বাংলাদেশের মাটি ব্যবহার করে নিজেদের অঞ্চলের মধ্যে যোগাযোগ রাখবে অথচ তাদের মাটি বা সড়ক ব্যবহার করে বাংলাদেশকে ব্যবসা করতে দেবে না- তারা কি সারা জীবন বন্ধু হয়েই থাকবেন? এ কেমন বন্ধুত্ব। একতরফা এই বন্ধুত্ব কি খুব বেশি প্রয়োজন?

বাংলাদেশ থেকে ভারতে প্রচুর রেমিটেন্স যায়। ভারতের রেমিটেন্স আয়ে বাংলাদেশ ৫ম। যেহেতু শত্রুর নিকট থেকেই বন্ধুত্ব শিখতে হয়। তাই ভারতকে আগে শত্রু বানাতে হবে।



বন্ধ করতে হবে সীমান্ত চোরাচালান- গরু খাবো না- ইলিশ দেবো না- ট্রানজিট দেবো না - পানি তো পাচ্ছিই না। বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের তাড়াতে হবে এবং সেখানে কাজ দিতে হবে ভারত থেকে বিতাড়িতদের।

ভারতের সাথে বন্ধুত্বের পূর্বশর্তই হলো- তার সাথে চরম শত্রুতা। আপাতত সেটাই হওয়া উচিত।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৪ সকাল ১১:১৮

রাতুল_শাহ বলেছেন: শত্রু না বানালে প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা না হলে নিজের উন্নতি করা যায় না। নিজের উন্নতি না হলে বন্ধুত্ব হয় না।


২| ১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৫৩

একজন ঘূণপোকা বলেছেন: আমরা আদব শিখি বেআদবের কাছে[/sb


দারুন কথা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.