![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বদলে যাওয়া মানুষ
পৃথিবীতে কমে গেছে মানুষের সংখ্যা।
জনসংখ্যা ৭০০ কোটি ৮০০ কোটি হলেও মানুষের সংখ্যা বাড়ছে না।
পৃথিবীতে মানুষের পরিচয় বদলে গেছে-
কেউ আফ্রিকান, কেউ আমেরিকান,
কেউ আরব, কেউ এশিয়ান
কেউ ফুটবল- আবার কেউ ক্রিকেট
পরিচয় বদলে- কেউ মুসলিম- কেউ খ্রিস্টান,
আবার কেউ হিন্দু- কেউ বৌদ্ধ কেউ ইহুদি।
কেউ নারী, কেউ পুরুষ।
মানুষ এখন আর মানুষ নেই
কেউ আদিবাসী- সংখ্যালঘু-সংখ্যাগুরু।
বিভাজনের নানা সূত্র।
কেউ কেউ গণহত্যা চালোচ্ছে- গাজায়- কেউ শিশুদের ব্যবহার করছে মানব ঢাল হিসেবে- আবার কেউ শিশুদের হত্যা করে ফিলিস্তিনীদের বংশ বিনাশ করছে। সবই ধর্মের নামে রাজনীতির নামে।
সেই কবে কাজী নজরুল লিখেছিলেন
গাহি সাম্যের গান
মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান
যদি তাই হয়
তাহলে আজকের মানুষ কি করতে পারে এমন আচরণ?
একদল যুদ্ধাস্ত্র হাতে নিয়ে চালায় গণহত্যা, আর আরেক দল কি নিরুত্তাপ?
এরা কি মানুষ?
মানুষ বিভক্ত হয়
ধর্মের নামে- বর্ণের নামে- অঞ্চল ঐতিহ্যের নামে-রাজনৈতিক বিশ্বাসের নামে।
মানুষ হারায় তার মানুষের পরিচয়।
এখন আর মানুষ নেই
মানুষের আদলে- বেড়ে উঠছে দানব।
মাঝে মাঝে- নিজের চামড়া চিমটি কেটে দেখি- বেঁচে আছি না অনুভুতিহীন ভুত হয়ে আছি? মানুষ আছি না দানব হয়ে আছি?
যারা মারা যাচ্ছে- তারা মানুষ নয়- ওরা একটি ধর্মানুসারী। যারা মারছে তারাও মানুষ নয়- কারণ তারা মারছে ধর্মের নামেই
যারা দেখছে- তারাও মানুষ নয়- তারা পরিচালিত হচ্ছে রাজনীতি বোধ দিয়ে। কেবল ইজরােয়েল- প্যালেস্টাইনে নয়- একই ঘটনা ইরাকে- সিরিয়ায়-আফগানিস্তানে।
জাগ্রত হোক বিবেক, জাগ্রত হোক মানবিক বোধ।
মানুষ সৃষ্টির সেরা- এটা প্রমাণের প্রয়োজন এখনো শেষ হয়ে যায় নাই
ধর্ম নয় বর্ণ নয়- গণহত্যা- পৈশাচিকতার বিরুদ্ধে এবং মানবিকতার পক্ষে দাঁড়াতে হবে মানুষ হিসেবে।
একমাত্র মূর্খরাই মানুষ হওয়ার পরিবর্তে- হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান পরিচয় ধারণ করে। ওরা জানেনা মানুষ না হলে- ধর্ম পালন করা যায় না- কারণ জন্তু জানোয়ারদের কোনো ধর্ম নেই। আর কাজী নজরুল তো কবেই বলেছেন
মূর্খেরা সব শোনো,
মানুষ এনেছে ধর্ম, ধর্ম আনেনি মানুষ কোনো
গাজার গণগত্যার বিরুদ্ধে ধর্ম বর্ণ নয়- মানুষকেই এগিয়ে আসতে হবে। জাগিয়ে তুলতে হবে মানবিক বোধ। মানুষের সেই রূপ কি আমরা দেখতে পাবো? দেশে দেশে- সবখানে? এটা কি প্রমাণিত হবে- যে মানুষগুলো এখনো মানুষ আছে?
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০৫
রেজা সিদ্দিক বলেছেন: মানুষ যদি মানুষ না হয় তাহলে তো এই বিশ্ব বসবাসের যোগ্য থাকবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২| ১২ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫৮
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: মানুষই পারে মানুষের সাথে থাকতে।
জন্তু জানোয়ার নয়।
জন্তু জানোয়াররা অপেক্ষায় থাকে
কখন- মরবে মানুষ
আর তখনই তার প্রস্ততি হবে ভোজনের।
১২ ই জুলাই, ২০১৪ সকাল ৭:০৭
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৭:১৬
দুরদেশী বালক বলেছেন: একমাত্র মূর্খরাই মানুষ হওয়ার পরিবর্তে- হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টান পরিচয় ধারণ করে। ওরা জানেনা মানুষ না হলে- ধর্ম পালন করা যায় না- কারণ জন্তু জানোয়ারদের কোনো ধর্ম নেই।
১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৬
রেজা সিদ্দিক বলেছেন: আসলে পালেস্টাইনীরা ধর্মযুদ্ধ করছে না। তারা যুদ্ধ করছে একটি দেশের জন্য, মানচিত্রের জন্য। এক্ষেত্রে মানবিকতাই বেশী প্রয়োজন। মানুষ না হলে ধর্ম কিসের?
৪| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:২৯
রানার ব্লগ বলেছেন: মানবতা আজ দানবতার আড়ালে হারিয়ে জাচ্ছে।
১২ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭
রেজা সিদ্দিক বলেছেন: আওয়াজ তুলুন-
জাগো বাহে
কে কুন্ঠে আছো সবাই।
৫| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:১৮
একজন ঘূণপোকা বলেছেন: মূর্খেরা সব শোনো,
মানুষ এনেছে ধর্ম, ধর্ম আনেনি মানুষ কোনো
দারুন লেখা!!
১৪ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৫
রেজা সিদ্দিক বলেছেন: আপনাকে ধন্যবাদ
৬| ১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৪১
রাজিব বলেছেন: মানুষ সব সময় হয়তো দানব ছিল। এই ২০১৪ সালে আমরা পালন করছি প্রথম বিশ্ব যুদ্ধের ১০০ বছর। ১০০ বছর আগে কি আমরা খুব বেশি শান্তিতে ছিলাম। বরং আমার মনে হয় প্রথম বিশ্ব যুদ্ধের তুলনায় এখন যুদ্ধ বিগ্রহ অনেক। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কয়েক কোটি লোক মারা গিয়েছিল। ১৯৭১ সালে বাংলাদেশেই ৩০ লক্ষ লোক মারা যায়।
নজরুলের এ কবিতা অসাধারণ। ভাগ্য ভাল নজরুল এখন জন্মান নি। তাহলে তাকে এ ধরনের কবিতা লেখার জন্য কাফের মুরতাদ ঘোষণা করা হত। অবশ্য সে যুগেও তাই করা হয়েছিল। অথচ ইদ, রোজা, মোহররম বাঙালি মুসলমানের সব অনুষ্ঠানকে নিয়েই নজরুলের গান রয়েছে কবিতা রয়েছে।
১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
রেজা সিদ্দিক বলেছেন: দানব মানব সর্বকালেই ছিল। তবে দানবের বিরুদ্ধে মানবের শক্তি বারবার বিজয়ী হয়েছে। তবে বর্তমান সময়ে বেড়েছে দানবের প্রভাব। একটা কথা তো আছে- সুস্বাস্থ্য সংক্রামক নয়, রোগই সংক্রামক। অতএব দানবীয় শক্তির সংক্রমণ ঘটছে। সে জন্য মানব বোধকে নতুন করে জাগ্রত করা দরকার।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৫৪
জাফরুল মবীন বলেছেন: খুবই গুরুত্বপূর্ণ একটা পোষ্ট দিয়েছেন।নৈতিকতার অধঃপতনে সৃষ্ট সকল অনাচারের একমাত্র প্রতিকার হতে পারে মানুষের মনুষত্বকে জাগিয়ে তোলা।