নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রেজা সিদ্দিক

রেজা সিদ্দিক › বিস্তারিত পোস্টঃ

কৃষি ও নারী- বর্তমান অবস্থান

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:০২

কৃষিতে নারীর অবদানের কথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আধুনিক কৃষিতে নারীর অবদান কমে আসছে বলেই মনে হয়। বাণিজ্যিক কৃষির কারণে এখন মানুষ আর ঘরের বীজ ব্যবহার করেন না।
অধিকাংশ ক্ষেত্রেই ডিলারদের নিকট থেকে বীজ কেনেন। আবার ফসল চাষের ক্ষেত্রে কৃষক পরিবারের মহিলারা মাঠে কাজ করেন এটা বলা যাবে না। অনেক মহিলা এখন মাঠে কাজ করেন কারণ গ্রামে এখন ফসল চাষের মৌসুমে শ্রমিক সংকট থাকে। এখানে যারা যুক্ত হন তারা কৃষাণী হিসেবে নয়- শ্রমিক হিসেবে।
ফসল উত্তোলনের স্তরে মাড়াই এখন যান্ত্রিক পদ্ধতিতে চলে গেছে। ধান ফসলের একটা বড় অংশ চলে যায় রাইস মিলে। অতএব ধান থেকে চাউল বানানোর কাজটি এখন মহিলাদের হাতে নেই।
কৃষির যে স্তরে মহিলারা বেশি অবদান রাখেন সেটি হলো পারিবারিক কৃষি- আঙ্গিনায় সবজি চাষ, গাছপালা- গরু বাছুরের যত্ন। মাঠের কৃষি বা বাণিজ্যিক কৃষিতে কৃষক এখন নিজেই তেমন কিছু করেন না- কেউ চাষ করে দেয়- কেউ লাগিয়ে দেয়, কেউ কেটে দেয়। বাণিজ্যিক সবজি তো মাঠ থেকেই বিক্রী হয়ে যায় = সেখানে অনেক সময় ক্রেতাই ফসল সংগ্রহের জন্য লোক নিয়োগ করেন।
অথচ একটা সময় কৃষিতে নারীরাই বেশি সময় ব্যয় করতেন। এখন তেমনটি আর দেখা যায় না্। কৃষি তো এখন কৃষকের কাছেও নেই। ব্যবসায়ে রূপান্তরিত হয়েছে। ব্যবসায়ের প্রসঙ্গ যখন আসে তখন মূলধন- প্রযুক্তি-শ্রমিক-মুনাফা এই স্তরগুলো চলে আসে। সেক্ষেত্রে নারীরা বড় জোর কৃষি শ্রমিক হিসেবে চলে আসেন- তাও আবার দরিদ্র পরিবারের নারীরা।

তাহলে কৃষিতে নারীর অবস্থান এখন কোথায় কোন স্তরে আছে সেটা দেখা দরকার। আগের চেয়ে কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়ছে না কমছে সেটি নিয়েও কোনো গবেষণা আছে কিনা জানি না। তবে কথা বলার ক্ষেত্রেে উপাত্তের চেয়ে আবেগের অবদান বেশি।

মন্তব্য ১২ টি রেটিং +৬/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৯

শাফি উদ্দীন বলেছেন: ভালো উপস্থাপনা।

২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

২| ২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

শাশীশ বলেছেন: চমৎকার লেখা।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৩

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

৩| ২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৩

খাটাস বলেছেন: অল্প কথায় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।
কিন্তু উত্তরণের উপায় কি?
সেই ব্যাপারে আলোচনা হউয়া দরকার।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৪

রেজা সিদ্দিক বলেছেন: প্রশ্নটি উত্তরণের নয়। ১৯৮৮ এর পর কৃষিতে নারীর ভুমিকা নিয়ে নতুন কোনো গবেষণা হয় নি। আর্থ সামাজিক এই প্রবণতাকে বিশ্লেষণ করেই অর্থনীতির পরিকল্পনা নেওয়া দরকার।

৪| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩

আরজু পনি বলেছেন:

শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ ।
কাজে লাগবে আশা করি তাই প্রিয়তে নিলাম।।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৫

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৩

এহসান সাবির বলেছেন: কৃষিতে নারীর অবস্থান এখন কোথায় কোন স্তরে আছে সেটা দেখা দরকার।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:০৫

রেজা সিদ্দিক বলেছেন: আমিও তাই মনে করি।

৬| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

কলমের কালি শেষ বলেছেন: ভালো দিকে দৃষ্টি আকর্ষন করেছেন ।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

রেজা সিদ্দিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.