![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজানুল মোবারক! আসন্ন রমজান মাসে আমাদের নানা রকম প্রস্তুতী নিতে হয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পায় খাদ্য দ্রব্যের পর্যাপ্ততা, প্রাপ্তির নিশ্চয়তা। রমজান শুরুর আগের ছুটির দিনে তাই হাতে বড় সড় একটা লিস্টি নিয়ে অনেককেই ঘুরতে দেখা যায়। বিক্রেতারাও পণ্য সরবরাহ করতে হিমসিম হয়ে যায়। কিন্তু পাশপাশি সমাজের আরো একটি চীত্র থাকে, যা হয়তো সামনে আসে না। সেটা হলো স্বল্প আয়ের মানুষের বাজারের লিষ্টি। সমাজের এক শ্রেণীর মানুষ যখন রমজানের সেহরী ইফতারকে শত প্রকার আইটেম দ্বারা জাক জমকপূর্ণ খাদ্য সম্ভারে পরিপূর্ণ করতে ব্যস্ত, ঠিক তখনই সমাজের আর এক শ্রেনী সংগ্রাম করে কিভাবে কোন রুপ সাদামাটা সেহরী ইফতার দিয়ে রোজার খেদমত করা যায় তা নিয়ে।
আমি এ কথা বলতে চাই না যে শত শত আইটেম দিয়ে সেহরী ইফতার করাটা দোষের কিছু। বরং আমি বলতে চাই এই রমজান মাসটাতে সবাই যেনো ন্যায্য মূল্যে তার চাহিদা মাফিক পণ্য ক্রয় করতে পারে, সেই ব্যবস্থা রাখা হোক। আল্লাহ সবাইকে সমান করে পৃথিবীতে পাঠাননি। কেউ ২০-২৫টা আইটেম দিয়ে সেহরী ইফতার করতেই পারে। তার মানে তো এই নয় যে ২০ টাকার জিনিষ ১০০ টাকায় বিকোতে হবে। দাম যদি সহনীয় পর্যায়ে থাকে, ন্যায্য থাকে, তবে তো সবাই তার সুফল ভোগ করতে পারে। কিন্তু আমাদের সমাজে এই শৃঙ্খলাটা থাকে না। যে যেভাবে পারে একে অপরের গলা কাটার চেষ্টা করে। এটা সম্পূর্ণই ইসলামের রীতি নীতি বিরুদ্ধ।
ন্যায্যমূল্যের বাজার নামে একটি কার্যক্রম কোন এক সময় চালু হতে দেখেছিলাম। যেখানে সুলভ মূল্যে চাল ডাল লবন চিনি ভোজ্য তৈল বিক্রি করা হতো। এখন আর তা দেখি না। বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে পণ্যের মূল্যের লাগামহীনতা রোধে সরকারের কাছে বিণীত অনুরোধ করে কোন লাভ নেই। মনিটরিং এর ব্যবস্থা প্রত্যেক বছরই থাকে ঐ কাজীর গরুর খাতায় থাকার মতোন, যা গোয়ালে পাওয়া যায় না।
এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যের প্রতিকার নিজেদেরকেই করতে হবে। সেটা হলো পণ্য ক্রয়ের সিমা বেধে নিতে হবে। অনেকেই দাম বাড়বে চিন্তা করে নিজের যা দরকার, তার থেকেও বেশী পণ্য মজুদ করতে শুরু করে, এই অস্থিরতাকেই পূঁজি করে ব্যবসায়িরা পণ্যের দাম বাড়িয়ে দেয় তিন গুন চারগুন। এই প্রবণতাকে আমরাই রুখতে পারি। বেশী দামে পণ্য না কিনলেই দেখবেন দাম নামতে শুরু করেছে। কিন্তু আমাদের কি সেই ধৈর্য্য হবে?
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩
রোয়ানু বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার আগের ব্লগ নিক ফিরে পাওয়ার ব্যাপারে কি ফিডব্যাকে কোন মেইল করেছিলেন? যদি না করে থাকেন, তাহলে আপনি দ্রুত সম্ভব হলে এখনই ফিডব্যাকে একটি মেইল করুন।
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪২
রোয়ানু বলেছেন: আমি করেছি দুই বার ভাই ... আবারো কি করবো? ধন্যবাদ
৩| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: যদি সম্ভব হয় তাহলে এখনই আবার পাঠান।
২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০১
রোয়ানু বলেছেন: আবারো ফিডব্যক এ মেইল পাঠিয়েছি ...ধন্যবাদ!
৪| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার মেইল চেক করুন।
২৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৬
রোয়ানু বলেছেন: চেক করেছি ভাই। মোবাইল নাম্বার দিয়েছি ... ধন্যবাদ।
৫| ২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:০৬
মোস্তফা সোহেল বলেছেন: যেখানে রমজানে সকল দেশে দ্রব্য মূল্য স্থিতিশীল থাকে সেখানে আমাদের দেশে শুধু বেড়েই চলে।সরকারকেই এ ব্যাপারে উদ্যেগ নিতে হবে আমরা সাধারন মানুষ কিছু করতে পারব বলে মনে হয় না।
২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১৪
রোয়ানু বলেছেন: বিদেশে শুনি ক্রিসমাসে সব জিনিষের দাম কমে এবং একটি কিনলে একাধিক আইটেম ফ্রি মেলে। অন্যান্য মুসলিম দেশেও মুসলমানদের যেনো কষ্ট না বাড়ে, সেদিকে খেয়াল রেখে ইনশিয়েটিভ নেয়া হয়। আর আমাদের দেশে কিভাবে সারা বছরের মুনাফােএক মাসে অর্জন করা যায়, সেই স্ট্র্যাটেজি হাতে নেয়া হয় ... ধন্যবাদ ভাই
৬| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ছয় শব্দের অস্তিত্ব বলেছেন: উচিত আর যা ঘটে- বিস্তর ফারাক।
২৯ শে মে, ২০১৬ রাত ১০:৩৮
রোয়ানু বলেছেন: ঠিক বলেছেন .... ! আবার দেখবেন রোজা এলেই হুজুররা মসজিদে প্রতি জুম্মায় মসজিদে দান করার জন্য বলতে বলতে মাইক ফাটিয়ে ফেলবে, অথচ একবারো বলবে না, যারা ব্যবসায়ী আছেন, তারা দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে রাখুন। অন্তত আমি কোনদিন বলতে শুনিনি .... এভাবে মজুদরারী ইসলামে নিষেধ, এরকম করা ঠিক না, এই কথা কোন হুজুরে বলে না ......
৭| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১:১১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার বিষয় তুলে ধরেছেন ।
৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
রোয়ানু বলেছেন: ধন্যবাদ মামুন ভাই . . .
৮| ৩১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৮
প্রামানিক বলেছেন: চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন। ধন্যবাদ
৩১ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৪
রোয়ানু বলেছেন: ধন্যবাদ .. .. ..
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩১
ঝালমুড়ি আলা বলেছেন: আশা করছি এবার রমজান মাসে বাজারের সকল দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে ।