নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেবে নেই না দেখাটি ছেলেটিরে-
উদ্ধত, প্রতিবাদী, বেহিসেবি
প্রখর রোদে সে জঙ্গি মিছিল খুব!
যেখানে অন্যায় সেখানে মুঠো হাত,
তুখোড় শ্লোগান!
তাইতেই যত রাগ ঝানু অধ্যাপকেদের
বেয়াদপ ভারী, ক্লাস কামাই, দেশোদ্ধার!
“রসো বাপু! টানছি রাশ তোমার”।
বন্ধুর সাথে চায়ের কাপে ভাগ,
কিছু স্বপ্ন জেগে উঠছিল তখন,
হয়ত পরীক্ষা শেষে বাড়ী ফিরত।
কিংবা ক্লাসে সে নীল উড়না মেয়েটিকে
বুঝি সাহস করে বলেই ফেলত কিছু কথা।
কিংবা রাত দুপুরে ভুল সুরে গেয়ে উঠত
কোন গান প্রতিবাদী।
ভেবে নেই, তার অগোছালো ঘর
আদ্ধেক পড়া খোলা কোন বই বালিশের কাছে ,
ছেড়ে রাখা চেক শার্ট,
দরজার হুড়কোতে একা হাওয়ায় দোলে,
জানালায় বন্দী আকাশ বিষণ্ণ।
তারপর শুধু শূন্যতা, তোমার নাই হয়ে যাওয়া।
আমরা বেঁচে থাকবো আরও কিছু কাল
তোমার চলে যাবার লজ্জা নিয়ে, দুঃখ নিয়ে, ক্ষোভ নিয়ে!
কি হল হে সিস্টেম?
কি হল হে পক্ক কেশ ঝানু অধ্যাপক?
লোভী রাষ্ট্র যন্ত্র আর উন্নয়ন নিরন্তর?
সিদ্দিকুর এর খেয়েছিলে চোখ
আর একে খেয়ে নিলে সবটুকু!
ভাবতে চাই না কারো দেয়ালে দেখা ছেলেটির সরল মুখ-
চিঠির শেষে যে লিখেছে নিজেকে “যুক্তিবাদী বেয়াদব”!
১৬/১১/১৭
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
রবাহূত বলেছেন: আমার না! সেই বোকা ছেলেটির।
২| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৬
নূর-ই-হাফসা বলেছেন: কথা গুলো ভালো লাগল
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৭
রবাহূত বলেছেন: থ্যাঙ্ক ইউ!
৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০
এবং শুভ্র সরকার বলেছেন: আত্মহত্যা অন্তত যুক্তিবাদীদের জন্য নয়। লেখা ভালো হইছে
১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৯
রবাহূত বলেছেন: সে ঠিক আছে, কিন্তু সব মিলে আমার ছেলেটির মনে হয় নারভাস ব্রেক ডাউন হয়ে গিয়েছিলো।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫১
করুণাধারা বলেছেন: Click This Link.
ব্লগ খুল্লেই এই ছবিটা দেখে মন খারাপ হয়ে যাচ্ছে। তাই খবরের লিংকটা দিলাম। এমন দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৩
রবাহূত বলেছেন: সেই দু'আই করি!
৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৩
নূর-ই-হাফসা বলেছেন: কাল বুঝতে পারিনি ।মাত্র পত্রিকা পড়তে গিয়ে জানলাম ।ছেলেটা এতো ইমোশনাল কেন । অর্ঘ বিশ্বাস ভাই যেখানেই থাক ভালো থাক । এতো বোকা কেউ হয় ....
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৩
রবাহূত বলেছেন: আসলেই, খুব মায়া হচ্ছে ছেলেটির জন্য!
৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরিস্থিতি সামাল না দিতে পারা জীবনের ব্যর্থতা।
ইমোশনাল হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না।
এমন দুঃখজনক ঘটনা আর না ঘটুক সে আশা নিয়ে
অর্ঘ বিশ্বাসের আত্মার শান্তি কামনা করছি।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৪
রবাহূত বলেছেন: সবাই কি ভাই এক সমান! টিচারদের দায়িত্ব কিন্তু অনেক বেশী!
৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২
জাহিদ অনিক বলেছেন:
ফেসবুকে, নিউজে দেখলাম ছেলেটা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। মরার আগে ফেসবুকে একটা পোষ্ট দিয়েছে প্রিয় দেশকে লিখে।
মারা যাওয়া টা কোন সমাধান হতে পারে না।
১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৫
রবাহূত বলেছেন: বয়স বড় ভয়ংকর জিনিষ! দুঃখ যে ছেলেটি এমন চাবুকের মত লিখতে পারে, সেই ছেলেটি আত্মহত্যা করলো!
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৫
অপ্সরা বলেছেন: জীবনের জন্য পড়ালেখা, কাজ কর্ম বা চলাফেরা......
পড়ালেখার জন্য জীবন না।
এই কারনেই আবেগ নিয়ন্ত্রন জরুরী।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
রবাহূত বলেছেন: ভুল বলেননি, কিন্তু আমার মনে হয়, ছেলেটির মৃত্যু আমাদের সিস্টেমকেই অপরাধী করে।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:০৫
হাতকাটা হাকিমুল বলেছেন: কবিতা ভাল লেগেছে ।আচ্ছা ছবিটা কার ? বেয়াদপের নাকি আপনার ?