![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদম ব্যবসায়ীদের নতুন চাল :
মালেশিয়ার আইন কঠোর হওয়ায় আদম ব্যবসায়ীদের দিন ভালো যাচ্ছে না । অনেকেরই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা , তারপর কোটি কোটি টাকা ব্যাঙ্ক লোন তো আছেই। পুরাতন অনেক পাকা ব্যবসায়ী এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসায় চলে গেছেন , কিন্তু অনেকেরই অন্য উপায় না থাকায় এই ব্যবসা ধরে রেখেছেন । এইসব তলানির ব্যবসায়ীদের মাধ্যমে প্রতারিত হচ্ছে অসংখ্য মানুষ। এই সব তলানির ব্যবসায়ীদের প্রতারণার কারণে , মালয়েশিয়া বাংলাদেশ থেকে বেসরকারী ভাবে কোনো শ্রমিক নিচ্ছে না । কিন্তু উচ্চ শিক্ষিত লোক নিতে কোনো বাধা নেই , এবং এই ভিসার নাম হচ্ছে DP১০ ।
এখন এই সব ব্যবসায়ীরা সহজ সরল বাংলাদেশী শ্রমিকদের নীলক্ষেত এর সার্টিফিকেট এর মাধ্যমে বিএসসি , পিএইচডি ডিগ্রিধারী দেখিয়ে DP১০ ভিসায় মালেশিয়ায় আনছে । এই জন্য এক একটা শ্রমিককে দিতে হচ্ছে ৪ লক্ষ্ টাকা , যেটা তারা ২ বছর কাজ করেও তুলতে পারবে না (এটাই নির্মম সত্য !) আর পুলিশের হয়রানি তো আছেই । অনেকেই এখানে এসে বনে জংগলে লুকিয়ে থাকে , অনাহারে থাকে ।
তাই মালেশিয়াতে আসার আগে , একটু দেখে শুনে বুঝে আসবেন । পারলে কোনো সৎ এজেন্ট এর সাহায্য নিন ।
আর আমাদের অনলাইন পোর্টাল "স্টাডি ইন মালয়েশিয়া " তো আছেই , এখানে মালয়েশিয়া প্রবাসীরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে না , বিনামূল্যে সততার সাথে সাহায্য করেন
লিংক : Click This Link
©somewhere in net ltd.