![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গত তিন বছর যাবত বলে যাচ্ছি, আবারো বলছি, প্রত্যেকটি দেশে(আমেরিকা ,কানাডা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ ) যেমন তালতলার ইউনিভার্সিটি আছে তেমনি মালয়েশিয়াতেও আছে ।
আমি তিন বছর আগে "Study in Malaysia" কমিউনিটি প্রতিষ্ঠা করেছিলাম যাতে মানুষের কাছে এই তথ্য পৌছে দিতে পারি । যদি গত তিন বছরে কোনো বাংলাদেশী ছাত্র এজেন্টদের প্ররোচনায় মালেশিয়ার কোনো তালতলার ইউনিভার্সিটি তে ভর্তি হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি হতাশাগ্রস্থ হয় , তাহলে আমি বলব যে এই দায়ভার আমার ,মালেশিয়ার না । কারণ এটা আমার ব্যর্থতা যে আমি মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছি ।
মালেশিয়াতে ধনী উচ্চশিক্ষিত বাঙালির অভাব নেই , তারা সবাই ভালো ইউনিভার্সিটিতে কষ্ট করে পড়ালেখা করে সফল হয়েছে
আর একটা কথা , আন্ডারগ্রাজুয়েট লেভেল এ পৃথিবীর কোনো দেশেই পার্ট টাইম জব করে লিভিং কস্ট ও টিউশন ফী কাভার করা যায় না । তোমরা এখন ছাত্র ,পড়ালেখায় মন দাও ,নাহলে পাস করার পরেও সফল হতে পারবে না ।
আর মালেশিয়াতে যদি কাজ করতেই আসতে চাও ,তবে ওয়ার্কার হিসাবে আস ,ছাত্র হিসাবে না
Group Link: Click This Link
©somewhere in net ltd.