![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গল্পকার। গল্প করি, গল্প বানাই, গল্প খাই, গল্পে ঘুমাই ...।
একদল বলছেন, দেশে দুর্ভিক্ষ চলছে, আরেকদল বলছেন না চলছে না। এ ব্যাপারে সত্যাসত্য আমরা সবাই জানি। কিন্তু গোল বেঁধেছে এর সংজ্ঞা নিয়ে। এই সংজ্ঞাকেই হাতিয়ার করে কেউ কেউ এসময়টাকে, জনদাবীকে অস্বীকার করছেন। তাই আসুন আগে এর সংজ্ঞাটাকে তৈরি করি।
২| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৭
জেন সাধু বলেছেন: নেই, নেই
৩| ০৯ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৩
তারিক টুকু বলেছেন: সুহৃদ শহীদুর্লাহর মঙ্গা নিয়ে একটা কবিতা আছে(ওনার বইতে)। সেটা মনে পড়ছে।
৪| ০৯ ই এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪০
রবিউলকরিম বলেছেন: যদি সত্যি না থাকে তাহলে তো সংজ্ঞাটা বানাতে হবে। সকলের মতামত নিয়ে। আমি চাইছি মতামতগুলো।
৫| ১০ ই এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৭
আমজাদ সুজন বলেছেন: বৃষ্টির আলামত যেমন মেঘ, তেমনি দুর্ভিক্ষের আলামত হচ্ছে চালের জন্য মানুষের দীর্ঘ লাইন।আ.সু
৬| ১৭ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:২৩
আমজাদ সুজন বলেছেন: আলুও হতে পারে। রেফারেন্স...জে. মঈন. ইউ. আহমেদ
৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪৯
বিগব্যাং বলেছেন: জেনারেল আলু ইউ আহমেদ এর পুটকির চিপায় হান্দানোর মতো পরযাপ্তো আলুর সংকটই হল দুর্ভিক্ষ
২৭ শে এপ্রিল, ২০০৮ দুপুর ২:৩৫
রবিউলকরিম বলেছেন: আচ্ছা, বুঝলাম।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৬:০২
রবিউলকরিম বলেছেন: আমার কােছ দুির্ভেক্ষর সংজ্ঞা হলো,- খাদ্য কেনার অক্ষমতা।