![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি
অপয়া
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
তোমরা আমায় অপয়া বলো-
কিন্তু কেন?
আমার নিয়তি কি আমার লেখা?
কুড়িতে সোয়ামী মরবে আমার
সেই ভাগ্যলিপির রচয়িতা কে?
সে কি আমি?
সাজানো গোছানো সংসার এক -
ছিলোই তো,
ছিলোনা আমার?
সর্বগ্রাসী পদ্মা নেবে তা কেঁড়ে
কে জানতো আগে, জানতো কি?
দাও উত্তর।
বানের জলে যখন ভাসলো
আমার গরু,
অসহায় চোখে-
সেটা দেখে যাই আর দেখে যাই
কেউতো এগিয়ে আসনি তোমরা
বাঁচাতে তারে।
একমাত্র আমার নয়নের মনি, আমার
মানিক সোনা
কলেরায় ধরে তারে
এসেছিলে কি কেউ বাঁচাতে তারে?
এনেছিলে কি ডেকে বদ্যি কোনো?
না আনোনি।
তাহলে আমি অপয়া কেন?
বলো, কেন?
যে ভবিতব্য আমার লিখিনি আমি
লিখেছেন সেই অদৃশ্য বিধাতা
তার দায় আমার কি আছে কোনো?
না নেই, নেই।
******************************
রচনা :চৌধুরী মতিন, ০৪ সেপ্টেম্বর ২০২০।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: ধন্যবাদ
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৩৪
জগতারন বলেছেন:
চিন্তার বিষয় !
খুবই মর্মস্পর্ষীয় বাক্যগুলি দিয়ে সাজান কবিতা।
কী আর মন্তব্য লিখবো !!!
শুধুই বুঝার বিষয়।
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: ধন্যবাদ
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪
নেওয়াজ আলি বলেছেন: মনোরম
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬
ফকির মোঃ রবিউল হাসান বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: চমৎকার।