নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন, পরিশ্রমী এবং ন্যায় পরায়ণ। কখনো কাউকে উপকার করতে না পারলেও ইচ্ছাকৃত কোন প্রকার ক্ষতি করিনা কখনো।

ফকির মোঃ রবিউল হাসান

দেশ ও দশের মঙ্গল কামনাই আমার কাম্য। -রবি

ফকির মোঃ রবিউল হাসান › বিস্তারিত পোস্টঃ

মুক্ত হয়ে যাই

১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৪০

মুক্ত হয়ে যাই
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জোড়াতালি দিয়ে
টিকিয়ে রাখা সম্পর্কগুলো -
হোক সে বন্ধুত্বে,
হোক না দাম্পত্যে,
হোক আত্মীয়তায়,
রেখে লাভ কী বলো?
যেখানে অবিশ্বাস
অহর্নিশ কুরে কুরে খায়,
সন্দেহ বাধে দানা।
যেখানে আপত্য স্নেহ
অনুপস্থিত নিত্য,
শ্রদ্ধাবোধ তিরোহিত।
মেকি এক আবরণে
আউড়ে যাওয়া কিছু সংলাপ,
কিছু স্তুতি বাক্য আর-
অবিরাম অভিনয়ে পথচলা
ক্লান্ত করে ফেলে আমাদের
প্রতিটি পল অনুপলে।
চলো না স্পষ্টবাদী হই-
মেকি সম্পর্কের মেকআপটা
ধুয়ে ফেলি পুরোটাই।
প্রেমহীন দাম্পত্য
কপট বন্ধুত্ব,আত্মীয়তা
ছিন্ন করে মুক্ত হয়ে যাই।
""""""""""""""""""""""""""""""""""""""""""""""
রচনা : ১৪ সেপ্টেম্বর, ২০২০

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৮

শোভন শামস বলেছেন: স্পষ্টবাদী হই-
মেকি সম্পর্কের মেকআপটা
ধুয়ে ফেলি পুরোটাই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো কবিতা

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ ভালো লেগেছে।

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

সাগর শরীফ বলেছেন: এমন সম্পর্ক রেখে কাছের মানুষ ঠকানো বা কাছের মানুষের থেকে ঠকার চাইতে সম্পর্ক ছিন্ন করাই ভাল।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.